ETV Bharat / business

GDP-র পুনরুথ্থান হলেও অর্থনীতিতে মন্দা অব্যাহত - GDP in revival mode

স্ট্য়াটিস্টিক্স অ্য়ান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের তরফে জানানো হয়েছে , "2020-21 অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকের হার কিছুটা হলেও ভালো । প্রথম ত্রৈমাসিকে হ্রাস পেয়েছিল 23.9 শতাংশ । দ্বিতীয় ত্রৈমাসিকে হ্রাস পেয়েছে 7.5 শতাংশ । এই পর্যায়ে কৃষি, মৎস্য, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক বৃদ্ধির দিক লক্ষ্য করা গেছে ।

GDP
ছবিটি প্রতীকী
author img

By

Published : Nov 28, 2020, 12:07 PM IST

দিল্লি , 28 নভেম্বর : GDP পুনরুথ্থানের পথে থাকলেও দেশের অর্থনীতিতে মন্দা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে । জুলাই-সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP 7.5 শতাংশ হ্রাস পেয়েছে । তুলনায় এপ্রিল-জুন মাসের প্রথম ত্রৈমাসিকে তার পরিমাণ ছিল 23.9 শতাংশ ।

স্ট্য়াটিস্টিক্স অ্য়ান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের তরফে জানানো হয়েছে , "2020-21 অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকের হার কিছুটা হলেও ভালো । প্রথম ত্রৈমাসিকে হ্রাস পেয়েছিল 23.9 শতাংশ । দ্বিতীয় ত্রৈমাসিকে হ্রাস পেয়েছে 7.5 শতাংশ । এই পর্যায়ে কৃষি, মৎস্য, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক বৃদ্ধির দিক লক্ষ্য করা গেছে ।

দেশে মার্চ মাস থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকেই দেশের অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে । বারবার GDP-র হ্রাস হয়েছে । তবে দ্বিতীয় ত্রৈমাসিকে GDP-র অবস্থা কিছুটা ভালো হলেও ভারতীয় অর্থনীতিতে মন্দা চলছে ।

দিল্লি , 28 নভেম্বর : GDP পুনরুথ্থানের পথে থাকলেও দেশের অর্থনীতিতে মন্দা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে । জুলাই-সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP 7.5 শতাংশ হ্রাস পেয়েছে । তুলনায় এপ্রিল-জুন মাসের প্রথম ত্রৈমাসিকে তার পরিমাণ ছিল 23.9 শতাংশ ।

স্ট্য়াটিস্টিক্স অ্য়ান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের তরফে জানানো হয়েছে , "2020-21 অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকের হার কিছুটা হলেও ভালো । প্রথম ত্রৈমাসিকে হ্রাস পেয়েছিল 23.9 শতাংশ । দ্বিতীয় ত্রৈমাসিকে হ্রাস পেয়েছে 7.5 শতাংশ । এই পর্যায়ে কৃষি, মৎস্য, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক বৃদ্ধির দিক লক্ষ্য করা গেছে ।

দেশে মার্চ মাস থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকেই দেশের অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে । বারবার GDP-র হ্রাস হয়েছে । তবে দ্বিতীয় ত্রৈমাসিকে GDP-র অবস্থা কিছুটা ভালো হলেও ভারতীয় অর্থনীতিতে মন্দা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.