ETV Bharat / business

6 জুলাই থেকে খুলছে গুগলের অফিস, 1000 ডলার করে দেওয়া হবে প্রত্যেক কর্মীকে

অ্যালফাবেট এবং গুগলের CEO সুন্দর পিচাই ঘোষণা করেছেন, অন্যান্য শহরেও 6 জুলাই থেকে নতুন বিল্ডিং-এ কাজ শুরু করবে কম্পানি । তিনি একটি বিবৃতিতে জানান, “যে গুগলাররা অফিসে ফিরতে চাইছেন এই সুযোগ তাঁদের জন্যই । ”

google
google
author img

By

Published : May 27, 2020, 11:30 AM IST

সান ফ্রান্সিসকো, 27মে : 6 জুলাই থেকে গুগলের অফিসে কাজ শুরু হচ্ছে । অর্থাৎ, কর্মীরা অফিসে গিয়ে কাজ করবেন । তবে সেক্ষেত্রে নিয়মবিধি মেনে চলবে গুগল । ধীরে ধীরে কর্মীরা অফিসে যোগ দেবেন । বিশ্বজুড়ে সংস্থার প্রত্যেক কর্মীকে 1000 ডলার দেওয়ার ঘোষণা করেছে গুগল । কারণ যে কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন, তাঁদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে হয়েছে । সেই খরচ বাবদ এই আর্থিক সাহায্য করা হবে বলে জানানো হয়েছে ।

অ্যালফাবেট এবং গুগলের CEO সুন্দর পিচাই ঘোষণা করেছেন, অন্যান্য শহরেও 6 জুলাই থেকে নতুন বিল্ডিংয়ে কাজ শুরু করবে কম্পানি । তিনি একটি বিবৃতিতে জানান, “যে গুগলাররা অফিসে ফিরতে চাইছেন এই সুযোগ তাঁদের জন্যই । তবে সেক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে । একে একে প্রত্যেকে অফিসে আসবেন । তাঁদের কাছে সুযোগ সীমিত । অর্থাৎ, প্রত্যেক দুই সপ্তাহে একদিন অফিস আসতে হবে । ”

সুন্দর পিচাই প্রত্যেক কর্মীকে 1000 ডলার দেওয়ার কথা ঘোষণা করেন । বলেন, “আমরা আশা করছি, অন্তত এই বছর বেশিরভাগ কর্মী বাড়ি থেকেই কাজ করবেন । সেক্ষেত্রে তাঁদের কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে হচ্ছে । তাই আমরা প্রত্যেক গুগলারকে খরচ বাবদ 1000 ডলার দেব । যদি আপনারা পারেন, আমরা আপানাদের বাড়ি থেকে কাজ করার জন্যই উৎসাহ দেব ।”

1 জুন পর্যন্ত ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর পরিকল্পনা ছিল গুগলের । কিন্তু, অনেক কর্মী অফিসে ফিরে কাজ করতে চেয়েছেন । আবার অনেক কর্মী পরিবারের কাছে থেকে ওয়ার্ক ফ্রম হোম-ই করতে চাইছেন । সেক্ষেত্রে পরবর্তী পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন সুন্দর পিচাই । অফিস বন্ধ হওয়ার সময় একরকম পরিবেশ থেকে ফিরেছিলেন কর্মীরা । অফিসে ফিরে সেই পরিবেশ পাবেন না তাঁরা । নতুন নিয়মের সঙ্গে মানিয়ে চলতে হবে । সামাজিক দূরত্ব মেনে প্রত্যেক কর্মীকে কাজ করতে হবে । স্বাস্থ্য সচেতন হতে হবে । স্যানিটাইজ়েশনের মতো নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছেন গুগলের CEO ।

সান ফ্রান্সিসকো, 27মে : 6 জুলাই থেকে গুগলের অফিসে কাজ শুরু হচ্ছে । অর্থাৎ, কর্মীরা অফিসে গিয়ে কাজ করবেন । তবে সেক্ষেত্রে নিয়মবিধি মেনে চলবে গুগল । ধীরে ধীরে কর্মীরা অফিসে যোগ দেবেন । বিশ্বজুড়ে সংস্থার প্রত্যেক কর্মীকে 1000 ডলার দেওয়ার ঘোষণা করেছে গুগল । কারণ যে কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন, তাঁদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে হয়েছে । সেই খরচ বাবদ এই আর্থিক সাহায্য করা হবে বলে জানানো হয়েছে ।

অ্যালফাবেট এবং গুগলের CEO সুন্দর পিচাই ঘোষণা করেছেন, অন্যান্য শহরেও 6 জুলাই থেকে নতুন বিল্ডিংয়ে কাজ শুরু করবে কম্পানি । তিনি একটি বিবৃতিতে জানান, “যে গুগলাররা অফিসে ফিরতে চাইছেন এই সুযোগ তাঁদের জন্যই । তবে সেক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে । একে একে প্রত্যেকে অফিসে আসবেন । তাঁদের কাছে সুযোগ সীমিত । অর্থাৎ, প্রত্যেক দুই সপ্তাহে একদিন অফিস আসতে হবে । ”

সুন্দর পিচাই প্রত্যেক কর্মীকে 1000 ডলার দেওয়ার কথা ঘোষণা করেন । বলেন, “আমরা আশা করছি, অন্তত এই বছর বেশিরভাগ কর্মী বাড়ি থেকেই কাজ করবেন । সেক্ষেত্রে তাঁদের কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে হচ্ছে । তাই আমরা প্রত্যেক গুগলারকে খরচ বাবদ 1000 ডলার দেব । যদি আপনারা পারেন, আমরা আপানাদের বাড়ি থেকে কাজ করার জন্যই উৎসাহ দেব ।”

1 জুন পর্যন্ত ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর পরিকল্পনা ছিল গুগলের । কিন্তু, অনেক কর্মী অফিসে ফিরে কাজ করতে চেয়েছেন । আবার অনেক কর্মী পরিবারের কাছে থেকে ওয়ার্ক ফ্রম হোম-ই করতে চাইছেন । সেক্ষেত্রে পরবর্তী পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন সুন্দর পিচাই । অফিস বন্ধ হওয়ার সময় একরকম পরিবেশ থেকে ফিরেছিলেন কর্মীরা । অফিসে ফিরে সেই পরিবেশ পাবেন না তাঁরা । নতুন নিয়মের সঙ্গে মানিয়ে চলতে হবে । সামাজিক দূরত্ব মেনে প্রত্যেক কর্মীকে কাজ করতে হবে । স্বাস্থ্য সচেতন হতে হবে । স্যানিটাইজ়েশনের মতো নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছেন গুগলের CEO ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.