মুম্বই, 9 মার্চ : সৌদি আরবে প্রায় 30 শতাংশ দাম পড়ল অপরিশোধিত তেলের । 29 বছর পর এই প্রথম এতটা দাম কমল । আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পড়ে যাওয়ার পর তেল ব্যবসায় জড়িত সংস্থাগুলির শেয়ার ব্যাপক হ্রাস পেয়েছে ।
জামনগরে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল শোধনাগার অপারেটর এবং কৃষ্ণ-গোদাবরী অববাহিকায় KG-D6 অপারেটর এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের সূচক 13.65 শতাংশ কমেছে । 10 বছরে এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের সর্বোচ্চ দৈনিক ক্ষতি ৷
ONGC-র সূচক 13 শতাংশ নেমেছে । পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশসমূহের সংগঠন ও জোটের বিচ্ছেদ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম 30 শতাংশেরও বেশি পড়েছে ।
1991 সালের পর এই প্রথম অপরিশোধিত তেলের দাম সবচেয়ে বেশি কমেছে । ইতিমধ্যে, সোমবার ইকুয়িটি মার্কেটে কেনাবেচায় চাপ লক্ষ করা গেছে । বিশ্বব্যাপী বাজারে বেচাকেনা সূচকে 4 শতাংশের বেশি হ্রাস পেয়ে বিনিয়োগকারীরা মন্দার মুখ দেখছেন ।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের সূচক 13 শতাংশ হ্রাস পেয়ে 1110.50 টাকায় এবং ONGC-র সূচক 16 শতাংশ কমে গিয়ে 74.35 টাকায় দাঁড়িয়েছে । অন্যদিকে, আজ বাজার খুলতেই এক ধাক্কায় 1700 পয়েন্ট নেমে যায় সেনসেক্স । এরপর বেলা বাড়তেই 2,350 পয়েন্ট নামে সেনসেক্সের সূচক ।