ETV Bharat / business

নোট চিনতে সাহায্য করবে MANI - mobile app

আজ রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস দিল্লিতে এই অ্যাপটি লঞ্চ করেন । যাঁরা দৃষ্টিহীন, তাঁরা এই অ্যাপটির সাহায্যে কোন নোট কত মূল্যের তা সহজে চিনে নিতে পারবেন ।

shaktidas
shaktidas
author img

By

Published : Jan 1, 2020, 4:08 PM IST

দিল্লি, 1 জানুয়ারি : MANI (মোবাইল এইডেড নোট আইডেন্টিফাইয়ার) । নতুন বছরের প্রথম দিন এই মোবাইল অ্যাপ্লিকেশনটি লঞ্চ করল রিজ়ার্ভ ব্যাঙ্ক । কারেন্সি নোট চিনতে সাহায্য করবে এই অ্যাপটি ।

আজ রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস দিল্লিতে এই অ্যাপটি লঞ্চ করেন । যাঁরা দৃষ্টিহীন, তাঁরা এই অ্যাপটির সাহায্যে কোন নোট কত মূল্যের তা সহজে চিনে নিতে পারবেন ।

অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোনে ব্যবহার করা সম্ভব । অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর গুগল প্লে স্টোর থেকে ও আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করে ফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন ।

দিল্লি, 1 জানুয়ারি : MANI (মোবাইল এইডেড নোট আইডেন্টিফাইয়ার) । নতুন বছরের প্রথম দিন এই মোবাইল অ্যাপ্লিকেশনটি লঞ্চ করল রিজ়ার্ভ ব্যাঙ্ক । কারেন্সি নোট চিনতে সাহায্য করবে এই অ্যাপটি ।

আজ রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস দিল্লিতে এই অ্যাপটি লঞ্চ করেন । যাঁরা দৃষ্টিহীন, তাঁরা এই অ্যাপটির সাহায্যে কোন নোট কত মূল্যের তা সহজে চিনে নিতে পারবেন ।

অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোনে ব্যবহার করা সম্ভব । অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর গুগল প্লে স্টোর থেকে ও আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করে ফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন ।

New Delhi, Jan 01 (ANI): Information and Broadcasting Minister, Prakash Javadekar hit out at Congress and Aam Aadmi Party (AAP) for spreading misinformation on Citizenship Amendment Act (CAA). "In a peaceful city like Delhi, the atmosphere that was created by spreading misinformation on Citizenship Amendment Act, and the damage that was done to property, Congress and AAP are responsible for it. They must apologise to the people," said Union Minister Prakash Javadekar in a press conference.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.