দিল্লি, 1 জানুয়ারি : MANI (মোবাইল এইডেড নোট আইডেন্টিফাইয়ার) । নতুন বছরের প্রথম দিন এই মোবাইল অ্যাপ্লিকেশনটি লঞ্চ করল রিজ়ার্ভ ব্যাঙ্ক । কারেন্সি নোট চিনতে সাহায্য করবে এই অ্যাপটি ।
আজ রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস দিল্লিতে এই অ্যাপটি লঞ্চ করেন । যাঁরা দৃষ্টিহীন, তাঁরা এই অ্যাপটির সাহায্যে কোন নোট কত মূল্যের তা সহজে চিনে নিতে পারবেন ।
অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোনে ব্যবহার করা সম্ভব । অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর গুগল প্লে স্টোর থেকে ও আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করে ফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন ।