নয়াদিল্লি, 5 মে: করোনা আবহে স্বাস্থ্য পরিষেবায় অর্থের জোগান বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷ অতিমারি দেশজুড়ে ভয়াবহ রূপ নেওয়ায় নির্ধারিত সময় না-হলেও আজ বক্তব্য রাখেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ৷ তিনি ঘোষণা করেছেন, সব স্টেকহোল্ডারদের সুবিধার্থে 50,000 কোটি টাকার অন-ট্যাপ-লিক্যুইডিটি সুবিধে দেওয়া হবে ৷
এই সুবিধের মাধ্যমে ব্যাঙ্কগুলিকে টিকা প্রস্তুতকারক সংস্থা, সাহায্যপ্রদানকারী কোম্পানিগুলিকে নতুন করে ঋণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ এই ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে ইনসেন্টিভও দেওয়া হবে ৷
রেপো রেটে 50,000 কোটি টাকার অন-ট্যাপ-লিক্যুইডিটি ঘোষণা করা হয়েছে ৷ এর মাধ্যমে ব্যাঙ্কগুলি স্বাস্থ্যক্ষেত্রের স্টেকহোল্ডারদের যেমন টিকা প্রস্তুতকারক, হাসপাতাল, মেডিক্যাল সরঞ্জাম প্রস্তুতকারক এমনকী রোগীদেরও 2022 সালের 31 মার্চ পর্যন্ত সাহায্য করতে পারবে ৷ ম্যাচুরিটি না-হওয়া পর্যন্ত এই ঋণ প্রায়োরিটি সেক্টর লেন্ডিং অর্থাত্ জরুরি বিভাগের ঋণ হিসেবে বিবেচিত হবে ৷
আরও পড়ুন: 24 ঘণ্টায় সর্বাধিক 3780 মৃত্যু, দেশে করোনায় আক্রান্ত আরও 3.82 লাখ
শক্তিকান্ত দাস বলেন, "নতুন বছরে বৃদ্ধি বাড়ছিল ভারতের ৷ তবে এখন পরিস্থিতি মারাত্মকভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে ৷ তবে এই চ্যালেঞ্জকে প্রতিহত করে চলেছে দেশ ৷ ভাইরাসের প্রভাব রুখতে সবরকম উপাদানকে কাজে লাগাবে রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷"