ETV Bharat / business

কোভিড মোকাবিলায় স্বাস্থ্যক্ষেত্রে সহজে ঋণ দিতে নয়া ঘোষণা রিজ়ার্ভ ব্যাঙ্কের

দেশের ভয়াবহ কোভিড পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যক্ষেত্রে সহজে ঋণ দিতে 50,000 কোটি টাকার অন-ট্যাপ-লিক্যুইডিটি সুবিধে দেওয়ার কথা ঘোষণা করল রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷

RBI governor Shaktikanta Das announces Rs 50,000 crore on tap liquidity to fight second wave of covid
কোভিড মোকাবিলায় স্বাস্থ্যক্ষেত্রে সহজে ঋণ দিতে নয়া ঘোষণা রিজ়ার্ভ ব্যাঙ্কের
author img

By

Published : May 5, 2021, 12:00 PM IST

নয়াদিল্লি, 5 মে: করোনা আবহে স্বাস্থ্য পরিষেবায় অর্থের জোগান বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷ অতিমারি দেশজুড়ে ভয়াবহ রূপ নেওয়ায় নির্ধারিত সময় না-হলেও আজ বক্তব্য রাখেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ৷ তিনি ঘোষণা করেছেন, সব স্টেকহোল্ডারদের সুবিধার্থে 50,000 কোটি টাকার অন-ট্যাপ-লিক্যুইডিটি সুবিধে দেওয়া হবে ৷

এই সুবিধের মাধ্যমে ব্যাঙ্কগুলিকে টিকা প্রস্তুতকারক সংস্থা, সাহায্যপ্রদানকারী কোম্পানিগুলিকে নতুন করে ঋণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ এই ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে ইনসেন্টিভও দেওয়া হবে ৷

রেপো রেটে 50,000 কোটি টাকার অন-ট্যাপ-লিক্যুইডিটি ঘোষণা করা হয়েছে ৷ এর মাধ্যমে ব্যাঙ্কগুলি স্বাস্থ্যক্ষেত্রের স্টেকহোল্ডারদের যেমন টিকা প্রস্তুতকারক, হাসপাতাল, মেডিক্যাল সরঞ্জাম প্রস্তুতকারক এমনকী রোগীদেরও 2022 সালের 31 মার্চ পর্যন্ত সাহায্য করতে পারবে ৷ ম্যাচুরিটি না-হওয়া পর্যন্ত এই ঋণ প্রায়োরিটি সেক্টর লেন্ডিং অর্থাত্ জরুরি বিভাগের ঋণ হিসেবে বিবেচিত হবে ৷

আরও পড়ুন: 24 ঘণ্টায় সর্বাধিক 3780 মৃত্যু, দেশে করোনায় আক্রান্ত আরও 3.82 লাখ

শক্তিকান্ত দাস বলেন, "নতুন বছরে বৃদ্ধি বাড়ছিল ভারতের ৷ তবে এখন পরিস্থিতি মারাত্মকভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে ৷ তবে এই চ্যালেঞ্জকে প্রতিহত করে চলেছে দেশ ৷ ভাইরাসের প্রভাব রুখতে সবরকম উপাদানকে কাজে লাগাবে রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷"

নয়াদিল্লি, 5 মে: করোনা আবহে স্বাস্থ্য পরিষেবায় অর্থের জোগান বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷ অতিমারি দেশজুড়ে ভয়াবহ রূপ নেওয়ায় নির্ধারিত সময় না-হলেও আজ বক্তব্য রাখেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ৷ তিনি ঘোষণা করেছেন, সব স্টেকহোল্ডারদের সুবিধার্থে 50,000 কোটি টাকার অন-ট্যাপ-লিক্যুইডিটি সুবিধে দেওয়া হবে ৷

এই সুবিধের মাধ্যমে ব্যাঙ্কগুলিকে টিকা প্রস্তুতকারক সংস্থা, সাহায্যপ্রদানকারী কোম্পানিগুলিকে নতুন করে ঋণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ এই ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে ইনসেন্টিভও দেওয়া হবে ৷

রেপো রেটে 50,000 কোটি টাকার অন-ট্যাপ-লিক্যুইডিটি ঘোষণা করা হয়েছে ৷ এর মাধ্যমে ব্যাঙ্কগুলি স্বাস্থ্যক্ষেত্রের স্টেকহোল্ডারদের যেমন টিকা প্রস্তুতকারক, হাসপাতাল, মেডিক্যাল সরঞ্জাম প্রস্তুতকারক এমনকী রোগীদেরও 2022 সালের 31 মার্চ পর্যন্ত সাহায্য করতে পারবে ৷ ম্যাচুরিটি না-হওয়া পর্যন্ত এই ঋণ প্রায়োরিটি সেক্টর লেন্ডিং অর্থাত্ জরুরি বিভাগের ঋণ হিসেবে বিবেচিত হবে ৷

আরও পড়ুন: 24 ঘণ্টায় সর্বাধিক 3780 মৃত্যু, দেশে করোনায় আক্রান্ত আরও 3.82 লাখ

শক্তিকান্ত দাস বলেন, "নতুন বছরে বৃদ্ধি বাড়ছিল ভারতের ৷ তবে এখন পরিস্থিতি মারাত্মকভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে ৷ তবে এই চ্যালেঞ্জকে প্রতিহত করে চলেছে দেশ ৷ ভাইরাসের প্রভাব রুখতে সবরকম উপাদানকে কাজে লাগাবে রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.