ETV Bharat / business

বিনামূল্যে দেখুন IPL, ক্রিকেট অনুরাগীদের জন্য জিও'র স্পেশাল অফার - আইপিএল অনুরাগীদের জন্য জিও'র স্পেশাল অফার

"ক্রিকেট ধন ধনা ধন" এবং "জিও ধন ধনা ধন" প্ল্যানের অধীনে 499 ও 777 টাকার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে জিও ৷

বিনামূল্যে দেখুন IPL, ক্রিকেট অনুরাগীদের জন্য জিও'র স্পেশাল অফার
বিনামূল্যে দেখুন IPL, ক্রিকেট অনুরাগীদের জন্য জিও'র স্পেশাল অফার
author img

By

Published : Aug 25, 2020, 8:26 PM IST

দিল্লি, 25 অগাস্ট : 19 সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হয়ে যাচ্ছে ক্রোড়পতি লিগ ৷ একে দেশের বাইরে IPL ৷ তার উপর আবার কোরোনা ও লকডাউন ৷ তাই ক্রিকেটের মজা নিতে ভরসা টিভি বা মোবাইল ৷ তাই IPL অনুরাগীদের কথা ভেবে স্পেশাল অফার নিয়ে এল রিলায়েন্স জিও ৷ এক রিচার্জেই 53 দিনের পুরো টুর্নামেন্টটাই দেখতে পারবেন ক্রিকেটভক্তরা ৷

আমিরশাহীতে 53 দিন ধরে চলবে IPL ৷ তাই 56 দিনের স্পেশাল প্ল্যান নিয়ে এসেছে জিও ৷ "ক্রিকেট ধন ধনা ধন" এবং "জিও ধন ধনা ধন" প্ল্যানের অধীনে 499 ও 777 টাকার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে জিও ৷ 499 টাকার প্ল্যানে প্রতিদিন পাওয়া যাবে 1.5 GB ডেটা ৷ তবে এতে কল বা SMS-এর সুবিধা পাওয়া যাবে না ৷ পাশাপাশি 399 টাকায় পাওয়া যাবে 1 বছরের জন্য ডিজ়নি + হটস্টারের সাবস্ক্রিপশন মিলবে বিনামূল্যে ৷

অন্যদিকে 777 টাকার প্ল্যানে পাওয়া যাবে 131 GB ডেটা ৷ পাশাপাশি থাকবে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও ৷ এই প্ল্যান নিলে জিও অ্যাপসে অ্যাকসেস করতে পারবেন ব্যবহারকারীরা ৷ ভ্যালিডিটি রয়েছে 84 দিনের ৷ সারা বছরের প্ল্যানও ঘোষণা করেছে জিও ৷ সেক্ষেত্রে খরচ পড়বে 2,599 টাকা ৷ প্রতিদিন 740 GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকরা ৷

দিল্লি, 25 অগাস্ট : 19 সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হয়ে যাচ্ছে ক্রোড়পতি লিগ ৷ একে দেশের বাইরে IPL ৷ তার উপর আবার কোরোনা ও লকডাউন ৷ তাই ক্রিকেটের মজা নিতে ভরসা টিভি বা মোবাইল ৷ তাই IPL অনুরাগীদের কথা ভেবে স্পেশাল অফার নিয়ে এল রিলায়েন্স জিও ৷ এক রিচার্জেই 53 দিনের পুরো টুর্নামেন্টটাই দেখতে পারবেন ক্রিকেটভক্তরা ৷

আমিরশাহীতে 53 দিন ধরে চলবে IPL ৷ তাই 56 দিনের স্পেশাল প্ল্যান নিয়ে এসেছে জিও ৷ "ক্রিকেট ধন ধনা ধন" এবং "জিও ধন ধনা ধন" প্ল্যানের অধীনে 499 ও 777 টাকার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে জিও ৷ 499 টাকার প্ল্যানে প্রতিদিন পাওয়া যাবে 1.5 GB ডেটা ৷ তবে এতে কল বা SMS-এর সুবিধা পাওয়া যাবে না ৷ পাশাপাশি 399 টাকায় পাওয়া যাবে 1 বছরের জন্য ডিজ়নি + হটস্টারের সাবস্ক্রিপশন মিলবে বিনামূল্যে ৷

অন্যদিকে 777 টাকার প্ল্যানে পাওয়া যাবে 131 GB ডেটা ৷ পাশাপাশি থাকবে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও ৷ এই প্ল্যান নিলে জিও অ্যাপসে অ্যাকসেস করতে পারবেন ব্যবহারকারীরা ৷ ভ্যালিডিটি রয়েছে 84 দিনের ৷ সারা বছরের প্ল্যানও ঘোষণা করেছে জিও ৷ সেক্ষেত্রে খরচ পড়বে 2,599 টাকা ৷ প্রতিদিন 740 GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.