দিল্লি, 24 জুলাই : দেশজুড়ে লকডাউন চলাকালীন অনলাইনে প্রায় সাড়ে 5 লাখেরও বেশি চিকেন বিরিয়ানির অর্ডার করা হয়েছে । ফুড ডেলিভারি সংস্থা সুইগির তরফে এই তথ্য সামনে আনা হয়েছে ৷
সুইগির রিপোর্ট বলছে, লকডাউনের সময় তাদের গ্রসারি থেকে 323 মিলিয়ন কেজি পিয়াজ এবং 56 মিলিয়ন কেজি কলা সরবরাহ করা হয়েছে । প্রতিদিন রাত আটটার মধ্যেই গড়ে 65,000 মিলের অর্ডার এসে যেত তাদের কাছে ।
লকডাউনের শেষ কয়েক মাসে 1 লাখ 29 হাজারের কাছাকাছি চকো-লাভা কেকের অর্ডার এসেছে । মিষ্টির চাহিদা মেটানোর জন্য এর পরেই গুলাব জামুন এবং চিক বাটারস্কচ মস কেকের স্থান । এই সময়ের মধ্যে 1 লাখ 20 হাজারটি বার্থডে কেকও ডেলিভারি দিয়েছে বলে জানিয়েছে সুইগি ।
শুধু খাদ্য সামগ্রী নয়, এই সময়ের মধ্যে 73 হাজার বোতল স্যানিটাইজ়ার, হ্যান্ডওয়াশ এবং 47 হাজারটি ফেস মাস্কও সরবরাহ করেছে সুইগি । সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, বিশাল সংখ্যক ক্রেতা ইনস্ট্যান্ট নুডলসও অর্ডার করেছেন । প্রায় 3 লাখ 50 হাজার প্যাকেট নুডলস ডেলিভারি করা হয়েছে ৷