ETV Bharat / briefs

ধোনি জানে, ওকে কী করতে হবে : বিরাট

স্লো খেলার জন্য একাধিক মহলে সমালোচিত হন মহেন্দ্র সিং ধোনি । তবে তাঁর পাশে রয়েছে বিরাট কোহলি ।

ধোনি ও বিরাট
author img

By

Published : Jun 29, 2019, 9:14 PM IST

বার্মিংহাম, 29 জুন : আফগানিস্তান ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে মাঝের ওভারে স্ট্রাইক রোটেট করতে পারেননি । সেজন্য একাধিক মহলে সমালোচনার মুখে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও প্রথমদিকে প্রচুর ডট বল খেলেন । শেষের দিকে ধোনি সুলভ ব্যাটিং করায় সেই সমালোচনায় কিছুটা রাশ পড়েছে । তবে, স্পিনারদের বিরুদ্ধে ধোনি যেভাবে রান নিতে পারছেন না, তা নক-আউটে ভারতকে ভোগাতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের । যদিও তাতে বিচলিত নয় ভারত । বরং দল যে ধোনির পাশে রয়েছে তা পরিষ্কার জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলি ।

আজ বিরাট বলেন, "ধোনি জানে, কী করতে হবে । ধোনিকে কিছু বলতে হয় না । মাঠের বাইরে অনেক কিছু ঘটে । কিন্তু, ড্রেসিংরুমের ভিতরে যা জানি ও যার মুখোমুখি হই সেটাই আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ।"

আফগানিস্তানের বিরুদ্ধে 52 বলে মাত্র 28 রান করেছিলেন ধোনি । সেজন্য ধোনির মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর । পরে ভারতীয় দলের তরফে বলা হয়, তখন আরও একটি উইকেট পড়ে গেলে দল আরও বেকায়দায় পড়ে যেত । ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও শুরুটা ভালো করতে পারেননি ধোনি । স্পিনারদের বিরুদ্ধে যথেষ্ট সমস্যায় পড়েছেন । অ্যালেনের বলে ধোনির সহজ স্টাম্পিং ফসকান সাই হোপ । তবে, তা নিয়ে ভাবিত নন বিরাট । তিনি বলেন, "শেষ ম্যাচের (আফগানিস্তান ম্যাচ) পর ধোনি নেটে গেছিল । খুব খেটেছিল । (পরের ম্যাচে ) পারফরমেন্স করেছিল । আমাদের জেতার স্কোরে পৌঁছে দিয়েছিল । আমরা জিতেছি । দু'পয়েন্ট পেয়েছি । তাই আমরা খুব খুশি । আর এখন যে জায়গায় রয়েছি ও যেভাবে ব্যাটিং হচ্ছে, তাতে আমরা খুশি । "

MS Dhoni
প্র্যাকটিসে মগ্ন ধোনি

অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান ভুবনেশ্বর কুমার । এরপর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দলে সুযোগ পেয়ে দুরন্ত বোলিং করেছেন মহম্মদ শামি । ভারতীয় শিবিরের আশা, ইংল্যান্ড ম্যাচের আগে ভুবি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন । তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে কে খেলবেন ? ভুবি নাকি শামি ? এনিয়ে বিরাট বলেন, "ভুবি বিশ্বমানের বোলার । গত বছরে শামি দুরন্ত খেলেছে । আরও বেশি ফিট হয়েছে । নিয়মিত উইকেট তোলার খিদে রয়েছে । ভুবি দ্রুত সুস্থ হয়ে উঠছে । দু'জনেরই ফর্মে থাকা মাথাব্যথার কারণ । আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব ।"

Bhuvneshwar Kumar
চোট সারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে মুখিয়ে ভুবনেশ্বর কুমার

বার্মিংহাম, 29 জুন : আফগানিস্তান ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে মাঝের ওভারে স্ট্রাইক রোটেট করতে পারেননি । সেজন্য একাধিক মহলে সমালোচনার মুখে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও প্রথমদিকে প্রচুর ডট বল খেলেন । শেষের দিকে ধোনি সুলভ ব্যাটিং করায় সেই সমালোচনায় কিছুটা রাশ পড়েছে । তবে, স্পিনারদের বিরুদ্ধে ধোনি যেভাবে রান নিতে পারছেন না, তা নক-আউটে ভারতকে ভোগাতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের । যদিও তাতে বিচলিত নয় ভারত । বরং দল যে ধোনির পাশে রয়েছে তা পরিষ্কার জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলি ।

আজ বিরাট বলেন, "ধোনি জানে, কী করতে হবে । ধোনিকে কিছু বলতে হয় না । মাঠের বাইরে অনেক কিছু ঘটে । কিন্তু, ড্রেসিংরুমের ভিতরে যা জানি ও যার মুখোমুখি হই সেটাই আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ।"

আফগানিস্তানের বিরুদ্ধে 52 বলে মাত্র 28 রান করেছিলেন ধোনি । সেজন্য ধোনির মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর । পরে ভারতীয় দলের তরফে বলা হয়, তখন আরও একটি উইকেট পড়ে গেলে দল আরও বেকায়দায় পড়ে যেত । ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও শুরুটা ভালো করতে পারেননি ধোনি । স্পিনারদের বিরুদ্ধে যথেষ্ট সমস্যায় পড়েছেন । অ্যালেনের বলে ধোনির সহজ স্টাম্পিং ফসকান সাই হোপ । তবে, তা নিয়ে ভাবিত নন বিরাট । তিনি বলেন, "শেষ ম্যাচের (আফগানিস্তান ম্যাচ) পর ধোনি নেটে গেছিল । খুব খেটেছিল । (পরের ম্যাচে ) পারফরমেন্স করেছিল । আমাদের জেতার স্কোরে পৌঁছে দিয়েছিল । আমরা জিতেছি । দু'পয়েন্ট পেয়েছি । তাই আমরা খুব খুশি । আর এখন যে জায়গায় রয়েছি ও যেভাবে ব্যাটিং হচ্ছে, তাতে আমরা খুশি । "

MS Dhoni
প্র্যাকটিসে মগ্ন ধোনি

অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান ভুবনেশ্বর কুমার । এরপর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দলে সুযোগ পেয়ে দুরন্ত বোলিং করেছেন মহম্মদ শামি । ভারতীয় শিবিরের আশা, ইংল্যান্ড ম্যাচের আগে ভুবি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন । তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে কে খেলবেন ? ভুবি নাকি শামি ? এনিয়ে বিরাট বলেন, "ভুবি বিশ্বমানের বোলার । গত বছরে শামি দুরন্ত খেলেছে । আরও বেশি ফিট হয়েছে । নিয়মিত উইকেট তোলার খিদে রয়েছে । ভুবি দ্রুত সুস্থ হয়ে উঠছে । দু'জনেরই ফর্মে থাকা মাথাব্যথার কারণ । আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব ।"

Bhuvneshwar Kumar
চোট সারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে মুখিয়ে ভুবনেশ্বর কুমার
New Delhi 29 June (ANI): Hrithik Roshan shared yet another track 'Basanti No Dance' from his upcoming film 'Super 30' picturing a musical way to fight off the fear of English. The video starts with a student complaining about not knowing English and this when Anand (Hrithik) tells them to stage a play in front of the city in English. Anand's students take it to the streets and start iterating the word 'No' in a rhythmic way. Set on the backdrop of Holi, the song starts with 'Basanti No Dance in front of these dogs' which finds a resemblance to the famous dialogue from the 1975 drama film 'Sholay'.The three-minute nine-second song penned by Amitabh Bhattacharya, with simple beats, takes you on an entertaining journey with the students from Bihar who are struggling to grasp English as they speak broken sentences mixed with Bhojpuri. Hrithik shared the song, sung by Prem Areni, Janardan Dhatrak, Divya Kumar and Chaitally Parmar, on his Twitter handle with a dialogue he says at the end of the song. Produced by Reliance Entertainment and Phantom Films, the film also stars Mrunal Thakur, Amit Sadh, and Nandish Sandhu in pivotal roles. The film will hit the theatres on July 12, this year.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.