বার্মিংহাম, 29 জুন : আফগানিস্তান ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে মাঝের ওভারে স্ট্রাইক রোটেট করতে পারেননি । সেজন্য একাধিক মহলে সমালোচনার মুখে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও প্রথমদিকে প্রচুর ডট বল খেলেন । শেষের দিকে ধোনি সুলভ ব্যাটিং করায় সেই সমালোচনায় কিছুটা রাশ পড়েছে । তবে, স্পিনারদের বিরুদ্ধে ধোনি যেভাবে রান নিতে পারছেন না, তা নক-আউটে ভারতকে ভোগাতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের । যদিও তাতে বিচলিত নয় ভারত । বরং দল যে ধোনির পাশে রয়েছে তা পরিষ্কার জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলি ।
আজ বিরাট বলেন, "ধোনি জানে, কী করতে হবে । ধোনিকে কিছু বলতে হয় না । মাঠের বাইরে অনেক কিছু ঘটে । কিন্তু, ড্রেসিংরুমের ভিতরে যা জানি ও যার মুখোমুখি হই সেটাই আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ।"
আফগানিস্তানের বিরুদ্ধে 52 বলে মাত্র 28 রান করেছিলেন ধোনি । সেজন্য ধোনির মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর । পরে ভারতীয় দলের তরফে বলা হয়, তখন আরও একটি উইকেট পড়ে গেলে দল আরও বেকায়দায় পড়ে যেত । ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও শুরুটা ভালো করতে পারেননি ধোনি । স্পিনারদের বিরুদ্ধে যথেষ্ট সমস্যায় পড়েছেন । অ্যালেনের বলে ধোনির সহজ স্টাম্পিং ফসকান সাই হোপ । তবে, তা নিয়ে ভাবিত নন বিরাট । তিনি বলেন, "শেষ ম্যাচের (আফগানিস্তান ম্যাচ) পর ধোনি নেটে গেছিল । খুব খেটেছিল । (পরের ম্যাচে ) পারফরমেন্স করেছিল । আমাদের জেতার স্কোরে পৌঁছে দিয়েছিল । আমরা জিতেছি । দু'পয়েন্ট পেয়েছি । তাই আমরা খুব খুশি । আর এখন যে জায়গায় রয়েছি ও যেভাবে ব্যাটিং হচ্ছে, তাতে আমরা খুশি । "
অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান ভুবনেশ্বর কুমার । এরপর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দলে সুযোগ পেয়ে দুরন্ত বোলিং করেছেন মহম্মদ শামি । ভারতীয় শিবিরের আশা, ইংল্যান্ড ম্যাচের আগে ভুবি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন । তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে কে খেলবেন ? ভুবি নাকি শামি ? এনিয়ে বিরাট বলেন, "ভুবি বিশ্বমানের বোলার । গত বছরে শামি দুরন্ত খেলেছে । আরও বেশি ফিট হয়েছে । নিয়মিত উইকেট তোলার খিদে রয়েছে । ভুবি দ্রুত সুস্থ হয়ে উঠছে । দু'জনেরই ফর্মে থাকা মাথাব্যথার কারণ । আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব ।"