কোচবিহার, 12 জুলাই : পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির ফলে কোচবিহারে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে । তোর্সা ও মানসাই নদীতে ইতিমধ্যেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে । জলস্তর বাড়ায় নদীর পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলিতে জল ঢুকে পড়েছে ।
কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি, হরিণচওড়াসহ বিভিন্ন এলাকায় বাড়িগুলিতে জল ঢুকে যাওয়ায় বেশ কয়েকটি পরিবারকে ইতিমধ্যেই এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্থানান্তরিত করা হয়েছে । জানা গিয়েছে, তোর্সা, রায়ডাক, কালজানি, মানসাইসহ ছোটো বড় মিলিয়ে অন্তত 10টি নদী কোচবিহার জেলার মধ্য দিয়ে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে । ভুটান ও সিকিম থেকে আসা এই নদীগুলিতে পাহাড়ে ভারী বৃষ্টি হলেই জল বেড়ে যায় । গত কয়েকদিন ধরে পাহাড়ের পাশাপাশি সমতলেও লাগাতার বৃষ্টিতে নদীগুলিতে জলস্তর বেড়ে গেছে । নদীর জল এভাবে বাড়তে থাকলে খুব শীঘ্রই কোচবিহার শহরেও জল ঢুকে পড়বে বলে আশঙ্কা সেচ বিভাগের আধিকারিকদের । যদিও কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।”
কোচবিহার জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, প্রশাসনের পাশাপাশি আমরাও ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দাদের রান্না করা খাবার সরবারহ করব।