ETV Bharat / briefs

আজ থেকে খুলছে ধর্মীয় স্থান, গোরক্ষনাথ মন্দির পুজো দিলেন যোগী আদিত্যনাথ

author img

By

Published : Jun 8, 2020, 3:22 PM IST

উত্তরপ্রদেশে আজ থেকে খুলছে সমস্ত ধর্মীয় স্থান । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার আগে গোরক্ষনাথ মন্দিরে পুজো দেন ।

Unlock 1.0
গোরক্ষনাথ মন্দিরে পুজো দিলেন যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর, 8 জুন : দু'মাস পর উত্তরপ্রদেশে আজ থেকে বিভিন্ন ধর্মীয় স্থান খুলেছে । তার আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ সকালের গোরক্ষনাথ মন্দির পুজো দেন । সকাল থেকে পুণ্যার্থীরা মন্দিরে আসতে শুরু করেছেন । মন্দিরের প্রবেশদ্বারের স্যানিটাইজা়র রাখা হয়েছে । পুজো দিতে মন্দিরে ঢোকার আগে প্রত্যেক পুণ্যার্থীর থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে ।

গোরক্ষনাথ মন্দিরের পুরোহিত যোগী ধর্মেন্দ্র নাথ বলেন, “COVID-19 এর সংক্রমণ রোধে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে । সরকারি নির্দেশে আজ থেকে মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ।” বিনীতা নামে এক পুণ্যার্থী জানান, “প্রত্যেক মঙ্গলবার করে আমি এই মন্দিরে আসি । গত তিন মাস ধরে তা করতে পারিনি । আজ আসতে পেরে খুশি ।”

তবে মোরাদাবাদে কোনও ধর্মীয় স্থান খোলেনি । জেলাশাসক জানিয়েছেন, কোরোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী এখনও সবটা গুছিয়ে ওঠা যায়নি । আরও দু-তিন সপ্তাহ পর জেলায় বিভিন্ন ধর্মীয় স্থান খোলা যাবে বলে জেলাশাসক জানান । কানপুরের বৈভব লক্ষ্মী মন্দির আজ থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে । তার আগে পুরো মন্দির চত্বর স‍্যানিটাইজ়ড করা হয়েছে । পূণ্যার্থীদের থার্মাল স্ক্রিনিং করে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে । মন্দিরের প্রবেশদ্বারে স্যানিটাইজা়র দিয়ে হাত পরিষ্কার করে তবে পুজো দিতে পারছেন পুণ্যার্থীরা । এক পূণ্যার্থী জানান, “কয়েক সপ্তাহ পর আমরা এখানে পুজো দিতে এলাম । দেশ যাতে কোরোনা ভাইরাস থেকে দ্রুত মুক্ত হয়ে যায়, তার জন্য প্রার্থনা করলাম ।”

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনলক-1'এর নির্দেশিকায় সমস্ত ধর্মীয় স্থান খোলার অনুমতি দিয়েছে । পাশাপাশি হোটেল-রেস্তরাঁ ও হসপিটালিটি পরিষেবা আজ থেকে চালু হচ্ছে । শপিং মলগুলি খুলে যাচ্ছে আজ থেকে । তবে কনটেনমেন্ট জো়নের ভিতরে সম্পূর্ণ লকডাউন চালু থাকছে ।

গোরক্ষপুর, 8 জুন : দু'মাস পর উত্তরপ্রদেশে আজ থেকে বিভিন্ন ধর্মীয় স্থান খুলেছে । তার আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ সকালের গোরক্ষনাথ মন্দির পুজো দেন । সকাল থেকে পুণ্যার্থীরা মন্দিরে আসতে শুরু করেছেন । মন্দিরের প্রবেশদ্বারের স্যানিটাইজা়র রাখা হয়েছে । পুজো দিতে মন্দিরে ঢোকার আগে প্রত্যেক পুণ্যার্থীর থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে ।

গোরক্ষনাথ মন্দিরের পুরোহিত যোগী ধর্মেন্দ্র নাথ বলেন, “COVID-19 এর সংক্রমণ রোধে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে । সরকারি নির্দেশে আজ থেকে মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ।” বিনীতা নামে এক পুণ্যার্থী জানান, “প্রত্যেক মঙ্গলবার করে আমি এই মন্দিরে আসি । গত তিন মাস ধরে তা করতে পারিনি । আজ আসতে পেরে খুশি ।”

তবে মোরাদাবাদে কোনও ধর্মীয় স্থান খোলেনি । জেলাশাসক জানিয়েছেন, কোরোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী এখনও সবটা গুছিয়ে ওঠা যায়নি । আরও দু-তিন সপ্তাহ পর জেলায় বিভিন্ন ধর্মীয় স্থান খোলা যাবে বলে জেলাশাসক জানান । কানপুরের বৈভব লক্ষ্মী মন্দির আজ থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে । তার আগে পুরো মন্দির চত্বর স‍্যানিটাইজ়ড করা হয়েছে । পূণ্যার্থীদের থার্মাল স্ক্রিনিং করে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে । মন্দিরের প্রবেশদ্বারে স্যানিটাইজা়র দিয়ে হাত পরিষ্কার করে তবে পুজো দিতে পারছেন পুণ্যার্থীরা । এক পূণ্যার্থী জানান, “কয়েক সপ্তাহ পর আমরা এখানে পুজো দিতে এলাম । দেশ যাতে কোরোনা ভাইরাস থেকে দ্রুত মুক্ত হয়ে যায়, তার জন্য প্রার্থনা করলাম ।”

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনলক-1'এর নির্দেশিকায় সমস্ত ধর্মীয় স্থান খোলার অনুমতি দিয়েছে । পাশাপাশি হোটেল-রেস্তরাঁ ও হসপিটালিটি পরিষেবা আজ থেকে চালু হচ্ছে । শপিং মলগুলি খুলে যাচ্ছে আজ থেকে । তবে কনটেনমেন্ট জো়নের ভিতরে সম্পূর্ণ লকডাউন চালু থাকছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.