ETV Bharat / briefs

আট দফা দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি DYFI-র - DYFI

আট দফা দাবি নিয়ে শহর জুড়ে বিক্ষোভ দেখাবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) । কালীঘাট চত্বরে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার পথে অবস্থান-বিক্ষোভ করবে তারা।

Kolkata
Kolkata
author img

By

Published : Jul 5, 2020, 3:41 AM IST

কলকাতা, 5 জুলাই : আট দফা দাবি নিয়ে শহর জুড়ে বিক্ষোভ দেখাবে বাম ছাত্র সংগঠন DYFI । আজ শহরজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে অবরোধ করবে তারা। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ইশুতে তারা পথে নামবে।

কলকাতা কর্পোরেশনের 26000 শূন্য পদে অবিলম্বে স্থায়ী নিয়োগের দাবিতে কালীঘাট চত্বরে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার পথে অবস্থান-বিক্ষোভ করবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। কলকাতা কর্পোরেশনের জরুরি পরিষেবা বিভাগে দ্রুত স্থায়ী নিয়োগ করার দাবি রয়েছে তাদের।

DYFI-র মুখপাত্র কলতান দাশগুপ্ত জানিয়েছেন, “ছাঁটাই আটকাতে সরকারকে কার্যকরী হস্তক্ষেপ করতে হবে। পেট্রল-ডিজ়েলের দাম অস্বাভাবিক হারে বাড়ছে কেন? দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে এর জন্য জবাবদিহি করতে হবে। নির্বাচনের সময় গালভরা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেন তাঁরা। মানুষকে আচ্ছে দিনের মিথ্যে স্বপ্ন দেখানো হয়। ভোট পর্ব মিটে গেলেই দুই সরকার মানুষকে ভুলে যায়। ” তিনি আরও প্রশ্ন করেন, PM কেয়ার ফান্ডের টাকা কোথায় গেল? তিনি দাবি তুলে বলেন, “কেয়ার ফান্ডের টাকা চুরি হয়েছে। অবিলম্বে অডিট করাতে হবে। না হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে ছাত্ররা।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, " তৃণমূল কংগ্রেসের সব চাল-চোরেদের শাস্তি দিতে হবে দ্রুত। মুখ্যমন্ত্রীর কাছে আমরা এর আগেও আবেদন জানিয়েছি। আবার আগামীকাল (রবিবার) এর প্রতিবাদে পথে নামব। গোটা দেশের সঙ্গে লাগামহীনভাবে বেড়েছে এ রাজ্যের বিদ্যুৎ খরচ । লকডাউনে বিপর্যস্ত মানুষ কর্মহীন হয়েছেন। এই অবস্থায় বিদ্যুতের বিল মেটানো বহু মানুষের ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ছে। আমাদের দাবি কলকাতায় 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মুকুব করতে হবে।"

কলকাতা, 5 জুলাই : আট দফা দাবি নিয়ে শহর জুড়ে বিক্ষোভ দেখাবে বাম ছাত্র সংগঠন DYFI । আজ শহরজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে অবরোধ করবে তারা। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ইশুতে তারা পথে নামবে।

কলকাতা কর্পোরেশনের 26000 শূন্য পদে অবিলম্বে স্থায়ী নিয়োগের দাবিতে কালীঘাট চত্বরে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার পথে অবস্থান-বিক্ষোভ করবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। কলকাতা কর্পোরেশনের জরুরি পরিষেবা বিভাগে দ্রুত স্থায়ী নিয়োগ করার দাবি রয়েছে তাদের।

DYFI-র মুখপাত্র কলতান দাশগুপ্ত জানিয়েছেন, “ছাঁটাই আটকাতে সরকারকে কার্যকরী হস্তক্ষেপ করতে হবে। পেট্রল-ডিজ়েলের দাম অস্বাভাবিক হারে বাড়ছে কেন? দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে এর জন্য জবাবদিহি করতে হবে। নির্বাচনের সময় গালভরা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেন তাঁরা। মানুষকে আচ্ছে দিনের মিথ্যে স্বপ্ন দেখানো হয়। ভোট পর্ব মিটে গেলেই দুই সরকার মানুষকে ভুলে যায়। ” তিনি আরও প্রশ্ন করেন, PM কেয়ার ফান্ডের টাকা কোথায় গেল? তিনি দাবি তুলে বলেন, “কেয়ার ফান্ডের টাকা চুরি হয়েছে। অবিলম্বে অডিট করাতে হবে। না হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে ছাত্ররা।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, " তৃণমূল কংগ্রেসের সব চাল-চোরেদের শাস্তি দিতে হবে দ্রুত। মুখ্যমন্ত্রীর কাছে আমরা এর আগেও আবেদন জানিয়েছি। আবার আগামীকাল (রবিবার) এর প্রতিবাদে পথে নামব। গোটা দেশের সঙ্গে লাগামহীনভাবে বেড়েছে এ রাজ্যের বিদ্যুৎ খরচ । লকডাউনে বিপর্যস্ত মানুষ কর্মহীন হয়েছেন। এই অবস্থায় বিদ্যুতের বিল মেটানো বহু মানুষের ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ছে। আমাদের দাবি কলকাতায় 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মুকুব করতে হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.