ETV Bharat / briefs

বেলুড়ের লালবাবা কলেজে TMCP-র গোষ্ঠী সংঘর্ষ - Tmcp

বেলুড়ের লালবাবা কলেজে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ৷ নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীন গন্ডগোল শুরু হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বেলুড় থানার পুলিশ ৷

আক্রান্ত ছাত্রী
author img

By

Published : Sep 19, 2019, 8:35 PM IST

Updated : Sep 19, 2019, 9:50 PM IST

হাওড়া , 19 সেপ্টেম্বর : ক্ষমতা দখল নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেলুড়ের লালবাবা কলেজে ৷ নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলার সময় তাদের মধ্যে গন্ডগোল বাধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে বেলুড় থানার পুলিশ ।

অনেক দিন ধরেই কলেজে ক্ষমতা দখল করা নিয়ে TMCP-র দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল ৷ আজ দুপুর একটা নাগাদ দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় মারামারি ৷ কলেজের এক TMCP নেতা অভিজিৎ রায় অভিযোগ করেন , কলেজের প্রাক্তন ইউনিট সভাপতি আজ সকালে কলেজে আসেন এবং এক ছাত্রীকে মারধরও করেন ৷ তার সঙ্গে কয়েকজন বহিরাগত ছিল ৷ বাধা দিতে গেলে তারা ঝামেলা শুরু করে ৷

আরও পড়ুন : শিক্ষক দিবসে সংবর্ধনা দিতে বাধা ABVP-কে, লাঠি হাতে গেট আটকাল TMCP

এদিকে নিজেকে কলেজের ইউনিট সভাপতি বলে দাবি করে সুমনা ব্যানার্জি অভিযোগ করেন যে অভিজিৎ রায় ও আরও কয়েকজন পরিকল্পনা করে তাঁকে হেনস্থা করে এবং মারধর করে । তাঁর বক্তব্য, বালির বিধায়ক বৈশালি ডালমিয়ার নির্দেশেই তিনি নবীনবরনের অনুষ্ঠান পরিচালনা করছিলেন ৷ আজকেও সেই অনুষ্ঠানের জন্য নাচের প্রস্তুতি চলছিল । সেই সময় ওই কলেজের কয়েকজন ছাত্র মেয়েদের কমনরুমে ঢুকে তাঁকে হুমকি দেয় ও নাচের রিহার্সাল বন্ধ করতে বলে ।

দেখুন ভিডিয়ো

হাওড়া , 19 সেপ্টেম্বর : ক্ষমতা দখল নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেলুড়ের লালবাবা কলেজে ৷ নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলার সময় তাদের মধ্যে গন্ডগোল বাধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে বেলুড় থানার পুলিশ ।

অনেক দিন ধরেই কলেজে ক্ষমতা দখল করা নিয়ে TMCP-র দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল ৷ আজ দুপুর একটা নাগাদ দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় মারামারি ৷ কলেজের এক TMCP নেতা অভিজিৎ রায় অভিযোগ করেন , কলেজের প্রাক্তন ইউনিট সভাপতি আজ সকালে কলেজে আসেন এবং এক ছাত্রীকে মারধরও করেন ৷ তার সঙ্গে কয়েকজন বহিরাগত ছিল ৷ বাধা দিতে গেলে তারা ঝামেলা শুরু করে ৷

আরও পড়ুন : শিক্ষক দিবসে সংবর্ধনা দিতে বাধা ABVP-কে, লাঠি হাতে গেট আটকাল TMCP

এদিকে নিজেকে কলেজের ইউনিট সভাপতি বলে দাবি করে সুমনা ব্যানার্জি অভিযোগ করেন যে অভিজিৎ রায় ও আরও কয়েকজন পরিকল্পনা করে তাঁকে হেনস্থা করে এবং মারধর করে । তাঁর বক্তব্য, বালির বিধায়ক বৈশালি ডালমিয়ার নির্দেশেই তিনি নবীনবরনের অনুষ্ঠান পরিচালনা করছিলেন ৷ আজকেও সেই অনুষ্ঠানের জন্য নাচের প্রস্তুতি চলছিল । সেই সময় ওই কলেজের কয়েকজন ছাত্র মেয়েদের কমনরুমে ঢুকে তাঁকে হুমকি দেয় ও নাচের রিহার্সাল বন্ধ করতে বলে ।

দেখুন ভিডিয়ো
Intro:হাওড়ার বেলুড় লালবাবা কলেজে একটি অনুষ্ঠানের রিহার্সাল চলাকালীন টিএমসিপি র দুই গোষ্ঠীর মধ্যে মারামারি। প্রথমে কলেজের ছাত্রীদের মধ্যে হাতাহাতি শুরু হয়।খবর পেয়ে আসে বেলুড় থানার পুলিশ। কলেজে ক্ষমতা দখল নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল অনেকদিন ধরেই। কলেজে টিএমসিপি নেতা অভিজিৎ রায় অভিযোগ করেন, সুমনা ব্যানার্জি যিনি প্রাক্তন ইউনিট সভাপতি তিনি আজ কলেজে এসে এক ছাত্রীকে মারধর করেন ও তার সঙ্গে বহিরাগতরা ছিল।Body:তাদেরকে বাধা দেওয়া হলে তারা অন্যদের সাথে ঝামেলা শুরু করে। অন্যদিকে নিজেকে কলেজের ইউনিট সভাপতি বলে দাবি করে সুমনা ব্যানার্জি অভিযোগ করেন অভিজিৎ রায় সহ আরও কয়েকজন দলের সদস্য তাকে পরিকল্পনা করে হেনস্থা করে মারধর করে। তিনি আরো জানান আজকে ছাত্র সংসদের অনুষ্ঠানের জন্য নাচের প্রস্তুতি চলছিল। সেই সময় ওই কলেজের কয়েকজন ছাত্র মেয়েদের কমনরুমে ঢুকে তাকে শাশানি দেয় ও তাকে নাচের রিহার্সাল বন্ধ করতে বলে। তিনি দাবি করেন বালির স্থানীয় বিধায়িকা বৈশালী ডালমিয়ার নির্দেশেই তিনি এই ফ্রেশার্সের অনুষ্ঠান পরিচালনা করছেন। তিনি এই বিষয়ে উচ্চতর নেতৃত্বের কাছে অভিযোগ করেছেন।
বাইট..১..অভিজিৎ রায়(টিএমসিপি নেতা)
২..সুমনা ব্যানার্জি(ইউনিট সভাপতি)Conclusion:
Last Updated : Sep 19, 2019, 9:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.