হাওড়া , 19 সেপ্টেম্বর : ক্ষমতা দখল নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেলুড়ের লালবাবা কলেজে ৷ নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলার সময় তাদের মধ্যে গন্ডগোল বাধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে বেলুড় থানার পুলিশ ।
অনেক দিন ধরেই কলেজে ক্ষমতা দখল করা নিয়ে TMCP-র দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল ৷ আজ দুপুর একটা নাগাদ দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় মারামারি ৷ কলেজের এক TMCP নেতা অভিজিৎ রায় অভিযোগ করেন , কলেজের প্রাক্তন ইউনিট সভাপতি আজ সকালে কলেজে আসেন এবং এক ছাত্রীকে মারধরও করেন ৷ তার সঙ্গে কয়েকজন বহিরাগত ছিল ৷ বাধা দিতে গেলে তারা ঝামেলা শুরু করে ৷
আরও পড়ুন : শিক্ষক দিবসে সংবর্ধনা দিতে বাধা ABVP-কে, লাঠি হাতে গেট আটকাল TMCP
এদিকে নিজেকে কলেজের ইউনিট সভাপতি বলে দাবি করে সুমনা ব্যানার্জি অভিযোগ করেন যে অভিজিৎ রায় ও আরও কয়েকজন পরিকল্পনা করে তাঁকে হেনস্থা করে এবং মারধর করে । তাঁর বক্তব্য, বালির বিধায়ক বৈশালি ডালমিয়ার নির্দেশেই তিনি নবীনবরনের অনুষ্ঠান পরিচালনা করছিলেন ৷ আজকেও সেই অনুষ্ঠানের জন্য নাচের প্রস্তুতি চলছিল । সেই সময় ওই কলেজের কয়েকজন ছাত্র মেয়েদের কমনরুমে ঢুকে তাঁকে হুমকি দেয় ও নাচের রিহার্সাল বন্ধ করতে বলে ।