ETV Bharat / briefs

BJP-কে ভোট দেওয়ায় 'শাস্তির' পর 'শাস্তি' তৃণমূলের ! - bjp

100 দিনের কাজের জবকার্ড চাওয়ায় BJP কর্মীদের মারধর । ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কঙ্কালীতলা ।

এলাকায় পুলিশ বাহিনী
author img

By

Published : May 26, 2019, 11:41 PM IST

বোলপুর, 26 মে : টিউবওয়েলের হাতল খুলে নেওয়ার পর এবার 100 দিনের কাজের জবকার্ড চাওয়ায় BJP কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাস্থান বীরভূমের কঙ্কালীতলা । গতকাল পঞ্চায়েতের মহুলারা গ্রামে 10টিরও বেশি টিউবওয়েলের হাতল খুলে নেয় বলে অভিযোগ উঠে । আজ 100 দিনের কাজের জবকার্ড চাইতে গেলে BJP কর্মীদের মারধর করা হয় । যদিও, পালটা প্রতিরোধ করে BJP । উত্তপ্ত হয়ে ওঠে গোপালপুর গ্রাম । এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী । নামে কমব্যাট ফোর্স ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

দেখুন ভিডিয়ো

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় বোলপুরের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে লিড রয়েছে BJP-র । এরপর থেকেই BJP-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয় গোপালপুর গ্রাম । গতকাল ১০টি টিউবওয়েলের হাতল খুলে নেয় তৃণমূল কর্মীরা । চরম জল সংকটে পড়েন গ্রামবাসী । একদিকে তীব্র গরম, সঙ্গে জলের কষ্ট । দিন কাটতে না কাটতেই আজ আবার জবকার্ড নিয়ে মারধর । স্থানীয়দের কথায়, BJP-কে ভোট দেওয়ায় গ্রামবাসীদের শাস্তির পর শাস্তি দিচ্ছে তৃণমূল ।

যদিও গতকালের মতোই আজও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

বোলপুর, 26 মে : টিউবওয়েলের হাতল খুলে নেওয়ার পর এবার 100 দিনের কাজের জবকার্ড চাওয়ায় BJP কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাস্থান বীরভূমের কঙ্কালীতলা । গতকাল পঞ্চায়েতের মহুলারা গ্রামে 10টিরও বেশি টিউবওয়েলের হাতল খুলে নেয় বলে অভিযোগ উঠে । আজ 100 দিনের কাজের জবকার্ড চাইতে গেলে BJP কর্মীদের মারধর করা হয় । যদিও, পালটা প্রতিরোধ করে BJP । উত্তপ্ত হয়ে ওঠে গোপালপুর গ্রাম । এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী । নামে কমব্যাট ফোর্স ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

দেখুন ভিডিয়ো

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় বোলপুরের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে লিড রয়েছে BJP-র । এরপর থেকেই BJP-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয় গোপালপুর গ্রাম । গতকাল ১০টি টিউবওয়েলের হাতল খুলে নেয় তৃণমূল কর্মীরা । চরম জল সংকটে পড়েন গ্রামবাসী । একদিকে তীব্র গরম, সঙ্গে জলের কষ্ট । দিন কাটতে না কাটতেই আজ আবার জবকার্ড নিয়ে মারধর । স্থানীয়দের কথায়, BJP-কে ভোট দেওয়ায় গ্রামবাসীদের শাস্তির পর শাস্তি দিচ্ছে তৃণমূল ।

যদিও গতকালের মতোই আজও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

New Delhi, May 26 (ANI): Abhishek Bachchan who shares a strong bond with his nephew AgastyaNanda, took to social media to congratulate him for completing his graduation. Taking to Instagram, Abhishek shared a picture of Agastya who is seen with sister Navya Naveli at his college, and called himself a "proud mamu". Abhishek captioned the post, "Congratulations on your graduation Agastya. You're growing up too fast and way too tall!!"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.