ভাঙড়, 23 এপ্রিল : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় । বেশ কয়েকজন তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করা হয়। তিনটি বাইকে ভাঙচুর চালানো হয়। ঘটনায় পাঁচজন জখম হয়েছেন । ঘটনাটি কলকাতা লেদার কমপ্লেক্স থানার কুলবেড়িয়ার ।
কুলবেড়িয়া সর্দারপাড়ার তৃণমূল বুথ সভাপতি হারান সর্দারের দাবি, গতরাতে তিনি এক বন্ধুর বাড়িতে গেছিলেন । রাত দেড়টার সময় শেখপাড়ার তৃণমূলের বুথ সভাপতি সাবির শেখ ও তাঁর লোকজন তাঁদের উপর হামলা চালায় । হারানকে বেধড়ক মারধর করা হয় । সাবির এলাকায় হারানের বিপক্ষ গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত । তিনি হারানকে খুন করার চেষ্টা করেন বলেও অভিযোগ । তাঁদের তিনটি বাইকেও ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, এলাকা দখলকে কেন্দ্র করে হারান ও সাবিরের মধ্যে আগে থেকেই রেষারেষি ছিল ।