ETV Bharat / briefs

এলাকা দখলকে কেন্দ্র করে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম 5 - Trinamool Congress

স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, এলাকা দখলকে কেন্দ্র করে হারান ও সাবিরের মধ্যে আগে থেকেই রেষারেষি ছিল ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Apr 23, 2019, 11:19 AM IST


ভাঙড়, 23 এপ্রিল : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় । বেশ কয়েকজন তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করা হয়। তিনটি বাইকে ভাঙচুর চালানো হয়। ঘটনায় পাঁচজন জখম হয়েছেন । ঘটনাটি কলকাতা লেদার কমপ্লেক্স থানার কুলবেড়িয়ার ।

কুলবেড়িয়া সর্দারপাড়ার তৃণমূল বুথ সভাপতি হারান সর্দারের দাবি, গতরাতে তিনি এক বন্ধুর বাড়িতে গেছিলেন । রাত দেড়টার সময় শেখপাড়ার তৃণমূলের বুথ সভাপতি সাবির শেখ ও তাঁর লোকজন তাঁদের উপর হামলা চালায় । হারানকে বেধড়ক মারধর করা হয় । সাবির এলাকায় হারানের বিপক্ষ গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত । তিনি হারানকে খুন করার চেষ্টা করেন বলেও অভিযোগ । তাঁদের তিনটি বাইকেও ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, এলাকা দখলকে কেন্দ্র করে হারান ও সাবিরের মধ্যে আগে থেকেই রেষারেষি ছিল ।


ভাঙড়, 23 এপ্রিল : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় । বেশ কয়েকজন তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করা হয়। তিনটি বাইকে ভাঙচুর চালানো হয়। ঘটনায় পাঁচজন জখম হয়েছেন । ঘটনাটি কলকাতা লেদার কমপ্লেক্স থানার কুলবেড়িয়ার ।

কুলবেড়িয়া সর্দারপাড়ার তৃণমূল বুথ সভাপতি হারান সর্দারের দাবি, গতরাতে তিনি এক বন্ধুর বাড়িতে গেছিলেন । রাত দেড়টার সময় শেখপাড়ার তৃণমূলের বুথ সভাপতি সাবির শেখ ও তাঁর লোকজন তাঁদের উপর হামলা চালায় । হারানকে বেধড়ক মারধর করা হয় । সাবির এলাকায় হারানের বিপক্ষ গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত । তিনি হারানকে খুন করার চেষ্টা করেন বলেও অভিযোগ । তাঁদের তিনটি বাইকেও ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, এলাকা দখলকে কেন্দ্র করে হারান ও সাবিরের মধ্যে আগে থেকেই রেষারেষি ছিল ।

Intro:এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়।Body:তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়। এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে। কলকাতা লেদার কমপ্লেক্স থানার কুলবেড়িয়া এলাকার ঘটনা। স্থানীয় তৃণমূল নেতা সহ বেশ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের পাশাপাশি তাদের তিনটি বাইকে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। কুলবেড়িয়া সর্দার পাড়ার তৃণমূলের বুথ সভাপতি হারান সরদার কে বেধড়ক মারধরের পাশাপাশি তার সঙ্গে থাকা আরো কয়েকজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের অন্য গোষ্ঠীর নেতা সাবির সেখ এর বিরুদ্ধে। হারান সর্দারের দাবি পাশের পাড়াতে এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিল। সে সেখানেই বসে খাওয়া-দাওয়া করছিল। হঠাৎ এই সাবির সেখ দলবল নিয়ে এসে তাদের ওপর হামলা করে। হারান সর্দারকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে দাবি। মারার কারণ হিসেবে হারান সরদার জানিয়েছে মূলত এলাকা দখল কে কেন্দ্র করে দুজনের মধ্যে আগে থেকেই রেষারেষি ছিল। গতরাতে হারান সর্দার সাবির সেখ এর এলাকার কাছাকাছি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিল। সুযোগ পেয়ে দলবল নিয়ে এসে সাবির সেখ হামলা চালায় বলে অভিযোগ। মারধরের পাশাপাশি তাদের তিনটে বাইকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনার পর থেকেই সাবির সেখ সহ বাকি অভিযুক্তরা পলাতক বলে দাবি হারান গোষ্ঠীর। এই ঘটনায় হারান সহ চারজন মোট আহত হয়েছে বলে দাবি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।Conclusion:পুলিশ সূত্রে খবর ঘটনার পর সাবির শেখ গোষ্ঠীর দুজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.