ছাতনা, 4 জুলাই : কোরোনা আক্রান্ত BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । সংবাদমাধ্যমে গতকাল এই খবর পেয়ে আজই সাংসদের আরোগ্য কামনায় বাঁকুড়ার ছাতনায় বাশুলী মন্দিরে পুজো দিলেন BJP-র পঞ্চায়েত প্রতিনিধি ও অনুগামীরা ।
পুজোর উদ্যোক্তা ছাতনা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের BJP প্রতিনিধি মনিকা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য কিষাণ মোর্চার সদস্য জীবন চক্রবর্তী । মনিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “লকেট চট্টোপাধ্যায় আমার আদর্শ নেত্রী এবং ওনাকে দেখেই আমার রাজনীতিতে আসা । ওনার জন্য হয়তো বেশি কিছু করতে পারব না কিন্তু, আমার বাড়ির কেউ অসুস্থ হলে আমি যেভাবে বাশুলী মায়ের মন্দিরে ছুটে আসি আজও তাই ছুটে এসেছি ওনার আরোগ্য কামনায় মায়ের কাছে পুজো দিতে ।”
মনিকাদেবী ছাড়াও এ'দিন আরও 50 জন BJP কর্মী-সমর্থক সামাজিক দূরত্ব বজায় রেখে ছাতনার সুপ্রাচীন এই বাশুলী মন্দিরে পুজো দেন সাংসদের আরোগ্য কামনায় । গতকাল সংবাদমাধ্যমেই এই এলাকার মানুষ জানতে পারেন, লকেট চট্টোপাধ্যায় কোরোনা আক্রান্ত হয়েছেন । BJP কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য জীবন চক্রবর্তী বলেন, “লকেট চট্টোপাধ্যায় আমাদের দলের একজন লড়াকু নেত্রী । তিনি সর্বদা সুস্থ থাকুন এবং মানুষের জন্য কাজ করুন এটাই আমরা প্রার্থনা করি । কোরোনার মত রোগ থেকে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা জানিয়ে আমরা আজ বাশুলী মাতার মন্দিরে পুজো দিলাম।”