ETV Bharat / briefs

ফি বেড়েছে বহুগুণ, আন্দোলন বিশ্বভারতীর পড়ুয়াদের - fee

ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে নামল বিশ্বভারতীর পড়ুয়ারা। উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তাঁদের। বর্তমানে ভারতীয় পড়ুয়াদের ফি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। অন্যদিকে বিদেশি পড়ুয়াদের ফি বৃদ্ধি করে তা দশগুণ করা হয়েছে। সেই কারণেই গতকাল প্রতিবাদ মিছিল করেন পড়ুয়ারা।

ব্যানার হাতে পড়ুয়ারা
author img

By

Published : May 15, 2019, 2:39 PM IST

Updated : May 15, 2019, 3:13 PM IST

শান্তিনিকেতন, 15 মে : ভরতি ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল বিশ্বভারতীর পড়ুয়ারা । বিদেশি পড়ুয়াদের ভরতির ক্ষেত্রে দশগুণ ফি বৃদ্ধি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এছাড়া, ভারতীয় পড়ুয়াদের ভরতির ক্ষেত্রেও দ্বিগুণ ফি বৃদ্ধি করা হয়েছে । হঠাৎ করে এই ফি বৃদ্ধির প্রতিবাদে পথে নামেন পড়ুয়ারা।

বিশ্বভারতীতে স্নাতক স্তরে ভরতির ক্ষেত্রে ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০০০ টাকা। স্নাতকোত্তর স্তরে ফি ১৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০০০ টাকা। এছাড়া সার্ক অন্তর্ভূক্ত দেশগুলির বিদেশি পড়ুয়াদের ভরতির ক্ষেত্রে ফি করা হয়েছে ৫০০০ টাকা । অন্যান্য বিদেশি পড়ুয়াদের ভরতি ফি দশগুণ বাড়িয়ে ১০০০০ টাকা করা হয়েছে । হঠাৎ করে এই ফি বৃদ্ধির জন্য প্রতিবাদে পথে নামেন বিশ্বভারতীর পড়ুয়ারা ।

গতকাল প্রতিবাদ মিছিলের জন্য গৌরপ্রাঙ্গণে জমায়েত হন পড়ুয়ারা। পরে সেখান থেকে আশ্রমজুড়ে হাতে ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করেন। পড়ুয়াদের অভিযোগ, কোনওরকম আলোচনা ছাড়াই হঠাৎ করে ফি বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধির হার না কমালে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তাঁরা। স্বপ্ননীল হোসেন নামে এক পড়ুয়ার বক্তব্য, "ফি বৃদ্ধি আমরা একেবারেই মানতে পারছি না। ভারতীয় পড়ুয়াদের জন্য ফি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে দশগুণ বাড়ানো হয়েছে । শুধু ফি বৃদ্ধি নয় । হস্টেল ফি ও অ্যাডমিশন ফি-ও বাড়ছে । আমরা এই বিষয়গুলো মানতে পারছি না । সেই কারণেই এই প্রতিবাদ । ডেপুটেশন জমা দেব । আমরা উপাচার্যের সঙ্গে আলোচনায় বসব । উনিও আমাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন । শান্তিপূর্ণভাবে আলোচনা করার কথাই ভেবেছি। যদি উপাচার্য আমাদের দাবি না মানেন তবে অবস্থান চলবে ।"

দেখুন ভিডিয়ো

শান্তিনিকেতন, 15 মে : ভরতি ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল বিশ্বভারতীর পড়ুয়ারা । বিদেশি পড়ুয়াদের ভরতির ক্ষেত্রে দশগুণ ফি বৃদ্ধি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এছাড়া, ভারতীয় পড়ুয়াদের ভরতির ক্ষেত্রেও দ্বিগুণ ফি বৃদ্ধি করা হয়েছে । হঠাৎ করে এই ফি বৃদ্ধির প্রতিবাদে পথে নামেন পড়ুয়ারা।

বিশ্বভারতীতে স্নাতক স্তরে ভরতির ক্ষেত্রে ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০০০ টাকা। স্নাতকোত্তর স্তরে ফি ১৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০০০ টাকা। এছাড়া সার্ক অন্তর্ভূক্ত দেশগুলির বিদেশি পড়ুয়াদের ভরতির ক্ষেত্রে ফি করা হয়েছে ৫০০০ টাকা । অন্যান্য বিদেশি পড়ুয়াদের ভরতি ফি দশগুণ বাড়িয়ে ১০০০০ টাকা করা হয়েছে । হঠাৎ করে এই ফি বৃদ্ধির জন্য প্রতিবাদে পথে নামেন বিশ্বভারতীর পড়ুয়ারা ।

গতকাল প্রতিবাদ মিছিলের জন্য গৌরপ্রাঙ্গণে জমায়েত হন পড়ুয়ারা। পরে সেখান থেকে আশ্রমজুড়ে হাতে ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করেন। পড়ুয়াদের অভিযোগ, কোনওরকম আলোচনা ছাড়াই হঠাৎ করে ফি বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধির হার না কমালে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তাঁরা। স্বপ্ননীল হোসেন নামে এক পড়ুয়ার বক্তব্য, "ফি বৃদ্ধি আমরা একেবারেই মানতে পারছি না। ভারতীয় পড়ুয়াদের জন্য ফি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে দশগুণ বাড়ানো হয়েছে । শুধু ফি বৃদ্ধি নয় । হস্টেল ফি ও অ্যাডমিশন ফি-ও বাড়ছে । আমরা এই বিষয়গুলো মানতে পারছি না । সেই কারণেই এই প্রতিবাদ । ডেপুটেশন জমা দেব । আমরা উপাচার্যের সঙ্গে আলোচনায় বসব । উনিও আমাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন । শান্তিপূর্ণভাবে আলোচনা করার কথাই ভেবেছি। যদি উপাচার্য আমাদের দাবি না মানেন তবে অবস্থান চলবে ।"

দেখুন ভিডিয়ো
sample description
Last Updated : May 15, 2019, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.