ETV Bharat / briefs

মূর্তি ভাঙা তৃণমূলের ষড়যন্ত্র, বিচারপতিদের নিয়ে SIT গঠনের দাবি ABVP-র - BJP

ABVP-র বক্তব্য, বিদ্যাসাগর কলেজটি ইভিনিং নয় ।

সাংবাদিক বৈঠক ABVP-র
author img

By

Published : May 17, 2019, 7:31 PM IST

Updated : May 17, 2019, 10:39 PM IST

শিলিগুড়ি, 17 মে : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ABVP-র কোনও হাত নেই । রাজনৈতিক ফায়দার জন্য তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করেছে । আজ শিলিগুড়িতে ABVP-র ন্যাশনাল একজ়িকিউটিভ কাউন্সিলের তরফে এই দাবি করা হয় । পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবি জানায় তারা ।

মঙ্গলবার কলকাতায় অমিত শাহর রোড শো'কে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে তৃণমূল কংগ্রেস ও BJP-র কর্মী-সমর্থকরা ইট ছোড়াছুড়ি করে । দু'পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ হয় । বিদ্যাসাগর কলেজের সামনে উত্তেজনা আরও বাড়ে । ভেঙে ফেলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি । সেই দায় কার, তা নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে চাপানউতোর শুরু হয় । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগ তোলে । ভাঙচুরের ঘটনায় BJP-র শাখা সংগঠন ABVP-র নাম জড়ায় ।

সে প্রসঙ্গে ABVP-র ন্যাশনাল একজ়িকিউটিভ কাউন্সিলের সদস্য গণেশ কমতি বলেন, "এখানে ABVP-র কোনও যোগ ছিল না । BJP-র রোড-শো ছিল । মূর্তি ভেঙেছে তৃণমূল কংগ্রেসের লোকেরা । BJP-র লোকেরা কী করেছে সেটা তাদের বিষয় । ABVP-র নাম কেন বারবার তোলা হচ্ছে ?" তাঁর দাবি, ভোটের আগে তৃণমূলের লোকজন মূর্তি ভেঙে ABVP-র ঘাড়ে দোষ চাপাচ্ছে । তাঁর কথায়, "কলেজটি ইভিনিং কলেজ নয় । তাহলে সন্ধ্যা সাড়ে 6টার সময় সেখানে একটি ছেলে ছিল ! সে পড়ুয়া নয় । তারপর তাকে সাংবাদিক বৈঠকে বসিয়ে দাবি করা হল, তার হাত ভেঙে গেছে । পরে জানা গেল, চারদিন বাইক দুর্ঘটনায় তার হাত ভেঙে গেছে । ঘটনার দিন একজনের মাথায় ব্যান্ডেজ করা ছিল । 10 মিনিটের মধ্যে ব্যান্ডেজ খুলে মিছিলে সামিল হল । এটা পুরো ষড়যন্ত্র । তৃণমূল আমাদের ফাঁসানোর জন্য করেছে । "

যদিও গণেশের দাবি নিয়ে একাধিক মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে । তাদের যুক্তি, বিদ্যাসাগর কলেজের ভৌতবিজ্ঞান, ভূগোল সহ বেশ কয়েকটি বিষয়ের ক্লাস সন্ধ্যায় হয় । সেজন্য সেই সময় কলেজে চত্বরে ছাত্র থাকার মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই । পাশাপাশি, কলকাতা ও প্রেসিডেন্সি সহ কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়তে ক্লাস শেষের পরও পড়ুয়া থাকার রেওয়াজ রয়েছে । তাই ঘটনার দিন নির্দিষ্ট উদ্দেশ্যে পড়ুয়ারা কলেজ চত্বরে ছিল, এই যুক্তি যুক্তি ধোপে টেকে না ।

অপরদিকে, বিদ্যাসাগরের মূর্তির পিছনে একটি CCTV বসানো ছিল । ঘটনার পর BJP ও ABVP-র তরফে CCTV ফুটেজ প্রকাশের দাবি তোলা হয়েছে । গতকাল বিদ্যাসাগর কলেজের গৌতম কুণ্ডু জানান, CCTV খারাপ থাকায় কোনও ফুটেজ পাওয়া যায়নি । আর এটাকেই হাতিয়ার করেছে ABVP । তাদের বক্তব্য, "বিদ্যাসাগরের নামে ভোটব্যাঙ্কের রাজনীতির পরদা ফাঁস হয়ে গেছে । " এছাড়া, গতকাল মূর্তি ভাঙার ঘটনায় ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে কলকাতা পুলিশ । কিন্তু, সেই তদন্তে তাদের ভরসা নেই বলে দাবি ABVP-র । তাই গণেশ বলেন, "কলকাতা হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হোক ।"

শিলিগুড়ি, 17 মে : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ABVP-র কোনও হাত নেই । রাজনৈতিক ফায়দার জন্য তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করেছে । আজ শিলিগুড়িতে ABVP-র ন্যাশনাল একজ়িকিউটিভ কাউন্সিলের তরফে এই দাবি করা হয় । পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবি জানায় তারা ।

মঙ্গলবার কলকাতায় অমিত শাহর রোড শো'কে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে তৃণমূল কংগ্রেস ও BJP-র কর্মী-সমর্থকরা ইট ছোড়াছুড়ি করে । দু'পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ হয় । বিদ্যাসাগর কলেজের সামনে উত্তেজনা আরও বাড়ে । ভেঙে ফেলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি । সেই দায় কার, তা নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে চাপানউতোর শুরু হয় । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগ তোলে । ভাঙচুরের ঘটনায় BJP-র শাখা সংগঠন ABVP-র নাম জড়ায় ।

সে প্রসঙ্গে ABVP-র ন্যাশনাল একজ়িকিউটিভ কাউন্সিলের সদস্য গণেশ কমতি বলেন, "এখানে ABVP-র কোনও যোগ ছিল না । BJP-র রোড-শো ছিল । মূর্তি ভেঙেছে তৃণমূল কংগ্রেসের লোকেরা । BJP-র লোকেরা কী করেছে সেটা তাদের বিষয় । ABVP-র নাম কেন বারবার তোলা হচ্ছে ?" তাঁর দাবি, ভোটের আগে তৃণমূলের লোকজন মূর্তি ভেঙে ABVP-র ঘাড়ে দোষ চাপাচ্ছে । তাঁর কথায়, "কলেজটি ইভিনিং কলেজ নয় । তাহলে সন্ধ্যা সাড়ে 6টার সময় সেখানে একটি ছেলে ছিল ! সে পড়ুয়া নয় । তারপর তাকে সাংবাদিক বৈঠকে বসিয়ে দাবি করা হল, তার হাত ভেঙে গেছে । পরে জানা গেল, চারদিন বাইক দুর্ঘটনায় তার হাত ভেঙে গেছে । ঘটনার দিন একজনের মাথায় ব্যান্ডেজ করা ছিল । 10 মিনিটের মধ্যে ব্যান্ডেজ খুলে মিছিলে সামিল হল । এটা পুরো ষড়যন্ত্র । তৃণমূল আমাদের ফাঁসানোর জন্য করেছে । "

যদিও গণেশের দাবি নিয়ে একাধিক মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে । তাদের যুক্তি, বিদ্যাসাগর কলেজের ভৌতবিজ্ঞান, ভূগোল সহ বেশ কয়েকটি বিষয়ের ক্লাস সন্ধ্যায় হয় । সেজন্য সেই সময় কলেজে চত্বরে ছাত্র থাকার মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই । পাশাপাশি, কলকাতা ও প্রেসিডেন্সি সহ কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়তে ক্লাস শেষের পরও পড়ুয়া থাকার রেওয়াজ রয়েছে । তাই ঘটনার দিন নির্দিষ্ট উদ্দেশ্যে পড়ুয়ারা কলেজ চত্বরে ছিল, এই যুক্তি যুক্তি ধোপে টেকে না ।

অপরদিকে, বিদ্যাসাগরের মূর্তির পিছনে একটি CCTV বসানো ছিল । ঘটনার পর BJP ও ABVP-র তরফে CCTV ফুটেজ প্রকাশের দাবি তোলা হয়েছে । গতকাল বিদ্যাসাগর কলেজের গৌতম কুণ্ডু জানান, CCTV খারাপ থাকায় কোনও ফুটেজ পাওয়া যায়নি । আর এটাকেই হাতিয়ার করেছে ABVP । তাদের বক্তব্য, "বিদ্যাসাগরের নামে ভোটব্যাঙ্কের রাজনীতির পরদা ফাঁস হয়ে গেছে । " এছাড়া, গতকাল মূর্তি ভাঙার ঘটনায় ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে কলকাতা পুলিশ । কিন্তু, সেই তদন্তে তাদের ভরসা নেই বলে দাবি ABVP-র । তাই গণেশ বলেন, "কলকাতা হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হোক ।"

Intro:বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় হাইকোর্টের বিচারপতিদের রেখে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করার দাবি জানান এবিভিপি।

শিলিগুড়িতে এবিভিপি ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য গণেশ কমতি বলেন রাজ্য সিট গঠন করেছে। কিন্তু আমরা চাই বিচারপতিদের দিয়ে নিরপেক্ষ তদন্ত হোক।

এদিক সাংবাদিক বৈঠকে গণেশ কমতি বলেন বিজেপির ওই সভায় এবিভিপির কেউ ছিলেন না। কলকাতায় একশো শতাংশ ভোটদান করানো নিয়ে পৃথক প্রচার কর্মসূচিতে ছিলেন এবিভিপির সকলে। অথচ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরে বাছাই করে এবিভিপি কর্মিনেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা নানা ফুটেজ পরীক্ষা করে ষড়যন্ত্র ও চক্রান্তের গন্ধ পাচ্ছি। ওই কলেজের ভিতর থেকে ইট ও মদের বোতল ছোড়া হয়েছিল শুনেছি। করা এসব আনল? সংঘর্র্ষে হাত ভেঙেছে বলে যাকে দেখানো হল তিনিও অন্য এক দুর্ঘটনায় হাত ভেঙেছিলেন। যার কপাল বেয়ে রক্ত ঝরছে দেখানো হল, পরক্ষনেই তিনি ব্যান্ডেজ খুলেই আন্দোলনে সামিন হলেন? এর আগেও নানা বিষয়ে সিট গঠন করলেও তারা তদন্ত করেনি। বরং তদন্ত ধামাচাপা দিয়েছে। তাই আমরা চাই বিচারপতিদের দিয়ে তদন্ত হোক।




Body:।


Conclusion:
Last Updated : May 17, 2019, 10:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.