ETV Bharat / briefs

রাজ্যে ভোট শান্তিপূর্ণ, গ্রেপ্তার 33 : কমিশন - Peaceful Election

আটজনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। মোট 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে নির্দিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছে

আরিজ় আফতাব ও সিদ্ধিনাথ গুপ্তা
author img

By

Published : Apr 18, 2019, 7:19 PM IST

Updated : Apr 18, 2019, 9:12 PM IST

কলকাতা, 18 এপ্রিল : কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে। সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই দাবি করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব। তিনি বলেন, "কোনও বড় ঘটনা ঘটেনি। কিছু EVM মেশিন বিকলের খবর এসেছিল। সঙ্গে সঙ্গে তা পালটে দেওয়া হয়েছে। তাছাড়া, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোথাও কোনও সমস্যা হয়নি। যে যে অভিযোগ পেয়েছি, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।" পাশাপাশি, ফোন নিয়ে এক ভোটদাতা বুথে ঢোকায় একজন প্রিজ়াইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যের ADG (আইন-শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা বলেন, "মোট 8টি FIR হয়েছে। কালিম্পঙে তিনটি কেস হয়েছে। এর মধ্যে দুটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের কেস। যেটা CEO বললেন। এছাড়া, একটি গাড়িতে করে ভোটারদের নিয়ে যাওয়া হচ্ছিল। অপরটি মারামারির ঘটনা। উত্তর দিনাজপুরে এখনও পর্যন্ত দুটি FIR দায়ের হয়েছে। একটি হল-সাংবাদিকের গাড়ি ভাঙা নিয়ে FIR দায়ের হয়েছে। অপরটি হল- জাতীয় সড়কে অবরোধ নিয়েও FIR দায়ের করা হয়েছে। যেখানে EVM ভাঙা হয়েছিল, সেখানকার প্রিজ়াইডিং অফিসার বলেছেন, ভোটপর্ব মেটার পর FIR দায়ের করবেন। উত্তর দিনাজপুরে মোটি 4টি FIR হবে বলে মনে হচ্ছে। একটি ছোটো ঘটনা নিয়ে জলপাইগুড়িতে 1টি FIR দায়ের হয়েছে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বৈঠকে জানানো হয়, তিনজনকে নির্দিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর দিনাজপুরে 2 জন, কালিম্পঙে 1 জনকে নির্দিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছে। 30 জনকে গ্রেপ্তার। এছাড়াও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, উত্তর দিনাজপুরে পাঁচজন পুলিশ ও দুজন সাধারণ মানুষ জখম হয়েছেন।

গোয়ালপোখরে সাংবাদিকদের উপর হামলার প্রসঙ্গে রাজ্যের ADG (আইন-শৃঙ্খলা) বলেন, "সাংবাদিকদের উপর হামলা নিয়ে কিছুক্ষণ আগেই অভিযোগ দায়ের পেয়েছি। কয়েকজন অজ্ঞাতপরচিয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। আমরা দ্রুত ব্যবস্থা নেব।" আজ বিকেলে জলপাইগুড়িতে বুথের ভিতরে গুলি চালানোর অভিযোগ ওঠে। সে প্রসঙ্গে সিদ্ধিনাথ গুপ্তা বলেন, "বিকেল চারটে নাগাদ অভিযোগ পেয়েছি। অভিযোগ করা হয়, কেউ বুথে ঢুকে পড়ে গুলি চালিয়েছি। যদিও প্রিজ়াইডিং অফিসার জানিয়েছেন, এরকম কোনও ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও আমরা তদন্ত করছি।"

দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়াতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছি। তা নিয়ে ADG (আইন-শৃঙ্খলা) বলেন, "না। এরকম কোনও ঘটনা ঘটেনি। পুলিশ টিয়ার গ্যাস চালায়। গুলি চালায়নি।"

অপরদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, সবমিলিয়ে EVM বিকলের 56টি অভিযোগ জমা পড়েছে। সেখানে পুনর্নির্বাচন করা হবে কি না সে প্রসঙ্গে আরিজ় আফতাব বলেন, "বিষয়টি আগামীকাল পর্যবেক্ষকের সামনে স্ক্রুটিনি হবে। EVM-র সঙ্গে VVPAT থাকে। প্রিজ়াইডিং অফিসারের রিপোর্ট নিয়ে বাকিটা ঠিক করা হবে।"

অপরদিকে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বণ্টন নিয়ে বিরোধীরা একাধিক অভিযোগ তুলেছে। সে প্রসঙ্গে বলা হয়, "DO, SP, অবজ়ারভার খতিয়ে দেখেন। তারপরই বাহিনী মোতায়েন করা হয়।"

কলকাতা, 18 এপ্রিল : কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে। সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই দাবি করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব। তিনি বলেন, "কোনও বড় ঘটনা ঘটেনি। কিছু EVM মেশিন বিকলের খবর এসেছিল। সঙ্গে সঙ্গে তা পালটে দেওয়া হয়েছে। তাছাড়া, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোথাও কোনও সমস্যা হয়নি। যে যে অভিযোগ পেয়েছি, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।" পাশাপাশি, ফোন নিয়ে এক ভোটদাতা বুথে ঢোকায় একজন প্রিজ়াইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যের ADG (আইন-শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা বলেন, "মোট 8টি FIR হয়েছে। কালিম্পঙে তিনটি কেস হয়েছে। এর মধ্যে দুটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের কেস। যেটা CEO বললেন। এছাড়া, একটি গাড়িতে করে ভোটারদের নিয়ে যাওয়া হচ্ছিল। অপরটি মারামারির ঘটনা। উত্তর দিনাজপুরে এখনও পর্যন্ত দুটি FIR দায়ের হয়েছে। একটি হল-সাংবাদিকের গাড়ি ভাঙা নিয়ে FIR দায়ের হয়েছে। অপরটি হল- জাতীয় সড়কে অবরোধ নিয়েও FIR দায়ের করা হয়েছে। যেখানে EVM ভাঙা হয়েছিল, সেখানকার প্রিজ়াইডিং অফিসার বলেছেন, ভোটপর্ব মেটার পর FIR দায়ের করবেন। উত্তর দিনাজপুরে মোটি 4টি FIR হবে বলে মনে হচ্ছে। একটি ছোটো ঘটনা নিয়ে জলপাইগুড়িতে 1টি FIR দায়ের হয়েছে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বৈঠকে জানানো হয়, তিনজনকে নির্দিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর দিনাজপুরে 2 জন, কালিম্পঙে 1 জনকে নির্দিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছে। 30 জনকে গ্রেপ্তার। এছাড়াও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, উত্তর দিনাজপুরে পাঁচজন পুলিশ ও দুজন সাধারণ মানুষ জখম হয়েছেন।

গোয়ালপোখরে সাংবাদিকদের উপর হামলার প্রসঙ্গে রাজ্যের ADG (আইন-শৃঙ্খলা) বলেন, "সাংবাদিকদের উপর হামলা নিয়ে কিছুক্ষণ আগেই অভিযোগ দায়ের পেয়েছি। কয়েকজন অজ্ঞাতপরচিয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। আমরা দ্রুত ব্যবস্থা নেব।" আজ বিকেলে জলপাইগুড়িতে বুথের ভিতরে গুলি চালানোর অভিযোগ ওঠে। সে প্রসঙ্গে সিদ্ধিনাথ গুপ্তা বলেন, "বিকেল চারটে নাগাদ অভিযোগ পেয়েছি। অভিযোগ করা হয়, কেউ বুথে ঢুকে পড়ে গুলি চালিয়েছি। যদিও প্রিজ়াইডিং অফিসার জানিয়েছেন, এরকম কোনও ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও আমরা তদন্ত করছি।"

দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়াতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছি। তা নিয়ে ADG (আইন-শৃঙ্খলা) বলেন, "না। এরকম কোনও ঘটনা ঘটেনি। পুলিশ টিয়ার গ্যাস চালায়। গুলি চালায়নি।"

অপরদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, সবমিলিয়ে EVM বিকলের 56টি অভিযোগ জমা পড়েছে। সেখানে পুনর্নির্বাচন করা হবে কি না সে প্রসঙ্গে আরিজ় আফতাব বলেন, "বিষয়টি আগামীকাল পর্যবেক্ষকের সামনে স্ক্রুটিনি হবে। EVM-র সঙ্গে VVPAT থাকে। প্রিজ়াইডিং অফিসারের রিপোর্ট নিয়ে বাকিটা ঠিক করা হবে।"

অপরদিকে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বণ্টন নিয়ে বিরোধীরা একাধিক অভিযোগ তুলেছে। সে প্রসঙ্গে বলা হয়, "DO, SP, অবজ়ারভার খতিয়ে দেখেন। তারপরই বাহিনী মোতায়েন করা হয়।"

Last Updated : Apr 18, 2019, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.