ETV Bharat / briefs

Bengal Civil Poll 2022: 108 পৌর নির্বাচন নিয়ে জেলাশাসক ও এসপিদের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন - দুয়ারে সরকার প্রকল্প

ফেব্রুয়ারির শেষে রাজ্যে শতাধিক পৌরনির্বাচন । বৃহস্পতিবার ঘোষণার পরেই জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন (SEC holds meeting over Civil Poll 2022) ।

Bengal Civic Poll News
State Election Commission
author img

By

Published : Feb 4, 2022, 9:01 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যে 108টি পৌরনিগমে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন । তার প্রস্তুতি নিতে জেলাশাসক ও এসপিদের সঙ্গে তড়িঘড়ি বৈঠক সারেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা (SEC holds meeting over Civil Poll 2022) । কমিশন সূত্রে জানা গিয়েছে, যে সব জায়গায় পৌর নির্বাচন হবে, সেখানে এখন থেকে দুয়ারে সরকার প্রকল্প বন্ধ থাকবে ।

বৃহস্পতিবার শহরের একটি বিলাসবহুল হোটেলে এসপি ও ডিএম-দের সঙ্গে বৈঠকে করে কমিশন । 72 ঘণ্টার পরিবর্তে 48 ঘণ্টা আগে প্রচার বন্ধ করা সম্ভব কি না, নির্বাচনী প্রচারের সময় এক ঘণ্টা বাড়ানো নিয়ে কথা হয় । অন্যদিকে সীমান্ত এলাকা সিল করা, নাকা চেকিং বাড়ানো, দাগি আসামিদের উপর নজরদারি বৃদ্ধির নির্দেশও দেওয়া হয় এই বৈঠকে । করোনা স্বাস্থ্যবিধি মেনে চলা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে । সর্বোপরি রাজ্য নির্বাচন কমিশনের ভাবমূর্তি যাতে কোনও ভাবে ক্ষুণ্ণ না হয়, সেই দিকে বিশেষ যত্নবান থাকার উপর জোর দিতে বলা হয়েছে ।

আরও পড়ুন : WB Civic Poll 2022 : রাজ্যের বাকি 108 পৌরসভায় ভোট 27 ফেব্রুয়ারি, বিজ্ঞপ্তি জারি কমিশনের

কাল থেকে নির্বাচনী এলাকায় আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি হয়েছে । 2 হাজার 272টি বুথেই থাকবে সিসিটিভি ক্যামেরা । প্রতি বুথেই রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা থাকবে । এদিন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, বৃহস্পতিবার বিকেলে 20টি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের পর বাহিনী মোতায়েনের সংখ্যা নিশ্চিত করা হবে । বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত।

10 ফেব্রুয়ারি স্ক্রুটিনি এবং 12 ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ধার্য করা হয়েছে । সব রাজনৈতিক দলকে কোভিড বিধি মেনে প্রচারের আবেদন জানানো হয়েছে । কোনও রাজনৈতিক দল অভিযোগ করলে, তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস ।

108 টি পৌর নির্বাচনে গণনার দিন এখনও জানানো হয়নি । তবে গণনার ক্ষেত্রেও একই রকম কড়া বিধিনিষেধ ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে । তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দমদম দক্ষিণে 29 নম্বর ওয়ার্ডের নির্বাচন এর মধ্যে হবে না । পরবর্তী সময়ে হাইকোর্ট ফের নির্দেশ দিলে তখন সেখানে ভোট করাতে পারবে রাজ্য নির্বাচন কমিশন ।

কলকাতা, 4 ফেব্রুয়ারি : আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যে 108টি পৌরনিগমে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন । তার প্রস্তুতি নিতে জেলাশাসক ও এসপিদের সঙ্গে তড়িঘড়ি বৈঠক সারেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা (SEC holds meeting over Civil Poll 2022) । কমিশন সূত্রে জানা গিয়েছে, যে সব জায়গায় পৌর নির্বাচন হবে, সেখানে এখন থেকে দুয়ারে সরকার প্রকল্প বন্ধ থাকবে ।

বৃহস্পতিবার শহরের একটি বিলাসবহুল হোটেলে এসপি ও ডিএম-দের সঙ্গে বৈঠকে করে কমিশন । 72 ঘণ্টার পরিবর্তে 48 ঘণ্টা আগে প্রচার বন্ধ করা সম্ভব কি না, নির্বাচনী প্রচারের সময় এক ঘণ্টা বাড়ানো নিয়ে কথা হয় । অন্যদিকে সীমান্ত এলাকা সিল করা, নাকা চেকিং বাড়ানো, দাগি আসামিদের উপর নজরদারি বৃদ্ধির নির্দেশও দেওয়া হয় এই বৈঠকে । করোনা স্বাস্থ্যবিধি মেনে চলা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে । সর্বোপরি রাজ্য নির্বাচন কমিশনের ভাবমূর্তি যাতে কোনও ভাবে ক্ষুণ্ণ না হয়, সেই দিকে বিশেষ যত্নবান থাকার উপর জোর দিতে বলা হয়েছে ।

আরও পড়ুন : WB Civic Poll 2022 : রাজ্যের বাকি 108 পৌরসভায় ভোট 27 ফেব্রুয়ারি, বিজ্ঞপ্তি জারি কমিশনের

কাল থেকে নির্বাচনী এলাকায় আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি হয়েছে । 2 হাজার 272টি বুথেই থাকবে সিসিটিভি ক্যামেরা । প্রতি বুথেই রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা থাকবে । এদিন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, বৃহস্পতিবার বিকেলে 20টি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের পর বাহিনী মোতায়েনের সংখ্যা নিশ্চিত করা হবে । বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত।

10 ফেব্রুয়ারি স্ক্রুটিনি এবং 12 ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ধার্য করা হয়েছে । সব রাজনৈতিক দলকে কোভিড বিধি মেনে প্রচারের আবেদন জানানো হয়েছে । কোনও রাজনৈতিক দল অভিযোগ করলে, তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস ।

108 টি পৌর নির্বাচনে গণনার দিন এখনও জানানো হয়নি । তবে গণনার ক্ষেত্রেও একই রকম কড়া বিধিনিষেধ ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে । তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দমদম দক্ষিণে 29 নম্বর ওয়ার্ডের নির্বাচন এর মধ্যে হবে না । পরবর্তী সময়ে হাইকোর্ট ফের নির্দেশ দিলে তখন সেখানে ভোট করাতে পারবে রাজ্য নির্বাচন কমিশন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.