কলম্বো, 22 এপ্রিল : ইস্টারের প্রার্থনা চলাকালীন কলম্বোতে ধারাবাহিক বিস্ফোরণের জের । আজ মধ্যরাত থেকে দেশজুড়ে জরুরি অবস্থা জারি হবে । শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার মিডিয়া ইউনিটের তরফে বিবৃতিতে একথা জানানো হয়। পাশাপাশি, হামলার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে ।
গতকাল গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো । উত্তর অংশের কোচ্চিকাড়ে, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণ হয় । শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলও বিস্ফোরণে কেঁপে ওঠে । তার ঘণ্টাখানেক পরই আরও দুটি বিস্ফোরণ হয়। ঘটনায় কমপক্ষে 290 জনের মৃত্যু হয়েছে । জখম হয়েছেন 500-রও বেশি । মৃত ও জখমদের মধ্যে অনেক বিদেশি নাগরিকও রয়েছেন । তাঁদের মধ্যে পাঁচ ভারতীয় নাগরিকও রয়েছেন ।
এখনও পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার না করেনি । তবে সরকারের অনুমান, বিস্ফোরণের পিছনে ন্যাশনাল থৌহিথ জামাথ (NTJ) নামে কট্টরপন্থী ইসলামিক সংগঠনের হাত রয়েছে । সরকারের মুখপাত্র রঞ্জিথা সেনারত্নে আজ একথা জানিয়েছেন । তিনি জানান, সংগঠনটি কোনও বৈদেশিক সাহায্য পেয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।
এর আগে, গতকাল বিস্ফোরণের পর একটি গোয়ন্দাবার্তা প্রকাশ্যে আসে । 11 এপ্রিল শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজুথ জয়াসুন্দরা সেই সতর্কতা জারি করেছিলেন । বার্তাতে বলা হয়, "একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, দেশের একাধিক গুরুত্বপূর্ণ চার্চ ও কলম্বোয় ভারতের হাইকমিশনে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে ন্যাশনাল থৌহিথ জামাথ (NTJ) ।"