ETV Bharat / briefs

ধর্মীয় স্থানগুলি পুনরায় খোলার আবেদন , কেন্দ্রের মত চায় সুপ্রিম কোর্ট - ধর্মীয় স্থানগুলি খোলা নিয়ে কেন্দ্রের জবাব চাইছে সুপ্রিম কোর্ট

আহমেদাবাদের গিতার্থ গঙ্গা ট্রাস্ট-এর তীর্থস্থান খোলার আবেদন করে সুপ্রিম কোর্টে ৷ প্রধান বিচারপতি এস এ বোবদে-র বেঞ্চের অধীনে মামলাটি রয়েছে ৷ বোবদে ওই আবেদন সংক্রান্ত একটি নোটিশ পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৷ তিনি জানান , তীর্থস্থান খোলা সম্ভব কি না তার খোঁজ নিতেই নোটিশ জারি করেছি ৷

ধর্মায় স্থান খোলার আবেদন সুপ্রিম কোর্টে
ধর্মায় স্থান খোলার আবেদন সুপ্রিম কোর্টে
author img

By

Published : Sep 9, 2020, 6:52 PM IST

দিল্লি , 9 সেপ্টেম্বর : কোরোনা ভাইরাসের জেরে বন্ধ রয়েছে সমস্ত ধর্মীয় স্থান ৷ সেক্ষেত্রে ধর্মীয় স্থানগুলি পুনরায় খুলে দেওয়ার আবেদন জমা পড়েছ সুপ্রিম কোর্টে ৷ সেক্ষেত্রে সমস্ত দেশে ধর্মীয় স্থানগুলি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট ৷

আহমেদাবাদের গিতার্থ গঙ্গা ট্রাস্ট-এর তীর্থস্থান খোলার আবেদন করে সুপ্রিম কোর্টে ৷ প্রধান বিচারপতি এস এ বোবদে-র বেঞ্চের অধীনে মামলাটি রয়েছে ৷ বোবদে ওই আবেদন সংক্রান্ত একটি নোটিশ পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৷ তিনি জানান , তীর্থস্থান খোলা সম্ভব কি না তার খোঁজ নিতেই নোটিশ জারি করেছি ৷

উল্লেখ্য , কোরোনা ভাইরাসের প্রকোপ বাড়ার সঙ্গে মার্চ মাস থেকে দেশে লকডাউন শুরু হয়ে যায় ৷ ফলে বন্ধ হয়ে যায় স্কুল , কলেজ , অফিস , ধর্মীয় প্রতিষ্ঠান ৷ জুন মাস থেকে ফের পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে ৷ তবে ধর্মীয় স্থানগুলি এখনও বন্ধ ৷ সেগুলি পুনরায় খোলার আবেদন জানাচ্ছে বিভিন্ন ট্রাস্ট ৷

দিল্লি , 9 সেপ্টেম্বর : কোরোনা ভাইরাসের জেরে বন্ধ রয়েছে সমস্ত ধর্মীয় স্থান ৷ সেক্ষেত্রে ধর্মীয় স্থানগুলি পুনরায় খুলে দেওয়ার আবেদন জমা পড়েছ সুপ্রিম কোর্টে ৷ সেক্ষেত্রে সমস্ত দেশে ধর্মীয় স্থানগুলি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট ৷

আহমেদাবাদের গিতার্থ গঙ্গা ট্রাস্ট-এর তীর্থস্থান খোলার আবেদন করে সুপ্রিম কোর্টে ৷ প্রধান বিচারপতি এস এ বোবদে-র বেঞ্চের অধীনে মামলাটি রয়েছে ৷ বোবদে ওই আবেদন সংক্রান্ত একটি নোটিশ পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৷ তিনি জানান , তীর্থস্থান খোলা সম্ভব কি না তার খোঁজ নিতেই নোটিশ জারি করেছি ৷

উল্লেখ্য , কোরোনা ভাইরাসের প্রকোপ বাড়ার সঙ্গে মার্চ মাস থেকে দেশে লকডাউন শুরু হয়ে যায় ৷ ফলে বন্ধ হয়ে যায় স্কুল , কলেজ , অফিস , ধর্মীয় প্রতিষ্ঠান ৷ জুন মাস থেকে ফের পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে ৷ তবে ধর্মীয় স্থানগুলি এখনও বন্ধ ৷ সেগুলি পুনরায় খোলার আবেদন জানাচ্ছে বিভিন্ন ট্রাস্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.