ETV Bharat / briefs

ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্ত চানু - রূপের অভিযোগ থেকে মুক্ত ভারতীয় অ্যাথলিট

চানুর দাবি, IWF টোকিয়ো অলিম্পিকে তাঁর যোগ্যতা অর্জন করার সুযোগ ছিনিয়ে নিয়েছে। এছাড়া তাঁকে মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং এই সবকিছুর ক্ষতিপূরণ IWF কে দিতে হবে।

Imave
Sanjida chanu
author img

By

Published : Jun 10, 2020, 4:32 PM IST

দিল্লি, 10 জুন: ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেন ভারতীয় ওয়েট লিফটার কে সঞ্জিতা চানু । তার নমুনায় মাত্রাঅতিরিক্ত কোনও ড্রাগ পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক ওয়েটলিফটিং ফেডারেশন। যদিও পুরো ঘটনার জন্য IWF কে ক্ষতিপূরণ ও ক্ষমা চাওয়ার দাবি করেছেন কমনওয়েলথে সোনাজয়ী সঞ্জিতা চানু ।

IWF পুরো সিদ্ধান্তটি নিয়েছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির বা WADA এর মতামত অনুযায়ী । যদিও 26 বছরের সঞ্জিতা প্রথম থেকেই দাবি করেছিলেন তিনি নির্দোষ । সঞ্জিতা নির্দোষ, একথা মেইলের মাধ্যমে জানান IWF এর আইনি সহযোগি লায়লা সাগি।

তবে এদিন IWF বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এই ভারতীয় ওয়েট লিফটার । সংবাদসংস্থা PTI কে দেওয়া এক সাক্ষাৎকারে চানু বলেছেন, " আমি খুশি এটা ভেবে যে অবশেষে এবং সরকারিভাবে ডোপিংয়ের অভিযোগ থেকে আমি মুক্ত । কিন্তু যে সুযোগ গুলো আমি হারালাম সেগুলোর কী হবে? যে মানসিক চাপ নিয়ে আমি বেঁচেছিলাম তার দায় কে নেবে? প্রতিটা ধাপে যে ভুলগুলো হয়েছে তার দায় কে নেবে। একজন অ্যাথলিটকে বছরের-পর-বছর নির্বাচন দিয়ে দিচ্ছ কোনও বিচার ছাড়াই, এবং একদিন তুমি ই-মেইল করে বলছ তুমি সব অভিযোগ থেকে মুক্ত ।”

চানু এদিন আরও অভিযোগ করেন যে, IWF টোকিয়ো অলিম্পিকে যোগ্যতা অর্জন করা করার সুযোগ তাঁর থেকে ছিনিয়ে নিয়েছে। এবং IWF কে অবশ্যই তাঁর কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেন চানু।

চানু বলেন , " এটা কি কোনও মজা হচ্ছে ? IWF এর কী কোনও এথেলেটের কেরিয়ার নিয়ে কোনও দায়বদ্ধতা নেই ? আমার অলিম্পিকের সুযোগ হরণ করাটা কি IWF এর ইচ্ছাকৃত? প্রতিটা এথেলেটের অলিম্পিকে মেডেল জেতাটা স্বপ্ন থাকে । কিন্তু আমার ক্ষেত্রে IWF সেই সুযোগ তা হরণ করেছে ।”

গোল্ড কোস্টতে 2018 কমনওয়েলথ গেমসের 53 কেজি বিভাগে সোনা জেতেন চানু। কিন্তু সেই বছরই 15 ই মে তাঁকে সাময়িক নির্বাসন দেয় IWF । 2018 সালের 11 সেপ্টেম্বর তাঁর B নমুনা পজিটিভ হয়। যদিও 22 জানুয়ারি 2019-এ তাঁর সাময়িক নির্বাসন তুলে নেওয়া হয় ।

দিল্লি, 10 জুন: ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেন ভারতীয় ওয়েট লিফটার কে সঞ্জিতা চানু । তার নমুনায় মাত্রাঅতিরিক্ত কোনও ড্রাগ পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক ওয়েটলিফটিং ফেডারেশন। যদিও পুরো ঘটনার জন্য IWF কে ক্ষতিপূরণ ও ক্ষমা চাওয়ার দাবি করেছেন কমনওয়েলথে সোনাজয়ী সঞ্জিতা চানু ।

IWF পুরো সিদ্ধান্তটি নিয়েছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির বা WADA এর মতামত অনুযায়ী । যদিও 26 বছরের সঞ্জিতা প্রথম থেকেই দাবি করেছিলেন তিনি নির্দোষ । সঞ্জিতা নির্দোষ, একথা মেইলের মাধ্যমে জানান IWF এর আইনি সহযোগি লায়লা সাগি।

তবে এদিন IWF বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এই ভারতীয় ওয়েট লিফটার । সংবাদসংস্থা PTI কে দেওয়া এক সাক্ষাৎকারে চানু বলেছেন, " আমি খুশি এটা ভেবে যে অবশেষে এবং সরকারিভাবে ডোপিংয়ের অভিযোগ থেকে আমি মুক্ত । কিন্তু যে সুযোগ গুলো আমি হারালাম সেগুলোর কী হবে? যে মানসিক চাপ নিয়ে আমি বেঁচেছিলাম তার দায় কে নেবে? প্রতিটা ধাপে যে ভুলগুলো হয়েছে তার দায় কে নেবে। একজন অ্যাথলিটকে বছরের-পর-বছর নির্বাচন দিয়ে দিচ্ছ কোনও বিচার ছাড়াই, এবং একদিন তুমি ই-মেইল করে বলছ তুমি সব অভিযোগ থেকে মুক্ত ।”

চানু এদিন আরও অভিযোগ করেন যে, IWF টোকিয়ো অলিম্পিকে যোগ্যতা অর্জন করা করার সুযোগ তাঁর থেকে ছিনিয়ে নিয়েছে। এবং IWF কে অবশ্যই তাঁর কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেন চানু।

চানু বলেন , " এটা কি কোনও মজা হচ্ছে ? IWF এর কী কোনও এথেলেটের কেরিয়ার নিয়ে কোনও দায়বদ্ধতা নেই ? আমার অলিম্পিকের সুযোগ হরণ করাটা কি IWF এর ইচ্ছাকৃত? প্রতিটা এথেলেটের অলিম্পিকে মেডেল জেতাটা স্বপ্ন থাকে । কিন্তু আমার ক্ষেত্রে IWF সেই সুযোগ তা হরণ করেছে ।”

গোল্ড কোস্টতে 2018 কমনওয়েলথ গেমসের 53 কেজি বিভাগে সোনা জেতেন চানু। কিন্তু সেই বছরই 15 ই মে তাঁকে সাময়িক নির্বাসন দেয় IWF । 2018 সালের 11 সেপ্টেম্বর তাঁর B নমুনা পজিটিভ হয়। যদিও 22 জানুয়ারি 2019-এ তাঁর সাময়িক নির্বাসন তুলে নেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.