কলকাতা, 8 মে : ISC-তে দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় হয়েছে গড়িয়াহাট থানার অ্যাডিশনাল OC-র মেয়ে রিচা সিং । সেজন্য তাঁকে সংবর্ধনা দিয়েছেন খোদ কলকাতার পুলিশ কমিশনার রাজেশ কুমার । পাশাপাশি, 12 ঘণ্টার জন্য রিচাকে কলকাতা পুলিশের সাউথ-ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনারের চেয়ারে বসানো হল । আর চেয়ারে বসে বাবাকে রিচার নির্দেশ, "আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে । "
গতকাল ISC-র ফল প্রকাশিত হয়েছে । 99.25 শতাংশ পেয়ে দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় হয়েছে রিচা । তার বাবা রাজেশ সিং গড়িয়াহাট থানার অ্যাডিশনাল OC পদে কর্মরত । ফল প্রকাশিত হওয়ার পরই কলকাতা পুলিশের সাউথ-ইস্ট ডিভিশনের তরফে রিচাকে টুইটারে শুভেচ্ছা জানানো হয় । টুইটারে লেখা হয়, "সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানাচ্ছি । তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি । " গতকাল DC সাউথ-ইস্ট ডিভিশনের অফিসে তাকে সংবর্ধনা দেওয়া হয় । রিচাকে উৎসাহিত করতে DC কল্যাণ মুখোপাধ্যায় ঘণ্টাখানেকের জন্য নিজের চেয়ার ছেড়ে দেন ।
তারপর আজ GD বিড়লা সেন্টার ফর এডুকেশনের ছাত্রীকে লালবাজারে সংবর্ধনা দেন কলকাতার পুলিশ কমিশনার । সকাল 6টা থেকে রিচাকে কলকাতা পুলিশের সাউথ-ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনারের চেয়ারে বসানো হয় । সন্ধ্যে 6টা পর্যন্ত "দায়িত্ব" সামলাবে সে । চেয়ারে বসে রিচা নিজের ভবিষ্যত পরিকল্পনা জানায় । সায়েন্স নিয়েই উচ্চশিক্ষার ইচ্ছা রয়েছে তার । আর সব দেখে চোখের কোণটা চিকচিক করছিল বাবা রাজেশ সিংয়ের । হবেই তো । মেয়ে যে তাঁকে গর্বিত করেছে ।