ETV Bharat / briefs

তিস্তায় লাল ও মহানন্দায় হলুদ সতর্কতা জারি

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, মহানন্দা, কালজানি, তোর্ষা সহ একাধিক নদী । জলস্তর বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই সেচ দপ্তরের তরফে তিস্তায় লাল ও মহানন্দায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে ।

Heavy rainfall in North bengal, red alart for teesta, yellow alart for mahananda
Heavy rainfall in North bengal, red alart for teesta, yellow alart for mahananda
author img

By

Published : Jul 10, 2020, 7:01 PM IST

শিলিগুড়ি, 10 জুলাই : উত্তরবঙ্গে ভারী বৃষ্টি । সমতলের পাশাপাশি দার্জিলিং ও সিকিমেও শুরু হয়েছে ভারী বৃষ্টি । বৃষ্টির জেরে জলস্তর বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই তিস্তায় লাল সংকেত ও মহানন্দায় হলুদ সংকেত জারি করা হয়েছে । পাশাপাশি, পাহাড়ে ধসের আশঙ্কায় সতর্ক করা হয়েছে প্রশাসনকে।

সিকিমের আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপিনাথ রাহা বলেন, গত 24 ঘণ্টায় শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে 86.6 মিমি । সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝালংয়ে । সেখানে বৃষ্টিপাতের পরিমাণ 245.3 মিমি। এছাড়া সামসিং এলাকায় বৃষ্টি হয়েছে 213.4 মিমি । জলঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ 165 মিমি । হাসিমারায় বৃষ্টি হয়েছে 101.0 মিমি । পাশাপাশি ডুয়ার্সের মূর্তিতে বৃষ্টি হয়েছে 95.8 মিমি।

সকাল থেকে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে । প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন । টানা বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, মহানন্দা, কালজানি, তোর্ষা সহ একাধিক নদী। পাহাড়ে টানা বৃষ্টির জেরে জল বেড়েছে তিস্তায় । এর জেরে জলপাইগুড়িতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে । শিলিগুড়ি সংলগ্ন এলাকায় মহানন্দায় হলুদ সতর্কতা জারি করেছে সেচদপ্তর ।

অন্যদিকে সিকিমের চার জেলায় টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

শিলিগুড়ি, 10 জুলাই : উত্তরবঙ্গে ভারী বৃষ্টি । সমতলের পাশাপাশি দার্জিলিং ও সিকিমেও শুরু হয়েছে ভারী বৃষ্টি । বৃষ্টির জেরে জলস্তর বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই তিস্তায় লাল সংকেত ও মহানন্দায় হলুদ সংকেত জারি করা হয়েছে । পাশাপাশি, পাহাড়ে ধসের আশঙ্কায় সতর্ক করা হয়েছে প্রশাসনকে।

সিকিমের আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপিনাথ রাহা বলেন, গত 24 ঘণ্টায় শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে 86.6 মিমি । সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝালংয়ে । সেখানে বৃষ্টিপাতের পরিমাণ 245.3 মিমি। এছাড়া সামসিং এলাকায় বৃষ্টি হয়েছে 213.4 মিমি । জলঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ 165 মিমি । হাসিমারায় বৃষ্টি হয়েছে 101.0 মিমি । পাশাপাশি ডুয়ার্সের মূর্তিতে বৃষ্টি হয়েছে 95.8 মিমি।

সকাল থেকে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে । প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন । টানা বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, মহানন্দা, কালজানি, তোর্ষা সহ একাধিক নদী। পাহাড়ে টানা বৃষ্টির জেরে জল বেড়েছে তিস্তায় । এর জেরে জলপাইগুড়িতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে । শিলিগুড়ি সংলগ্ন এলাকায় মহানন্দায় হলুদ সতর্কতা জারি করেছে সেচদপ্তর ।

অন্যদিকে সিকিমের চার জেলায় টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.