ETV Bharat / briefs

"জাতীয় গর্বে আপস করা হবে না", ভারত-চিন সীমান্ত প্রসঙ্গে বললেন রাজনাথ -  ISIS-র পতাকা

BJP-র ভার্চুয়াল ব়্যালিতে আজ ভাষণ দেন প্রতিরক্ষামন্ত্রী । সেখানে চিন-ভারত প্রসঙ্গ টেনে বলেন, ভারতের জাতীয় গর্বের সঙ্গে আপস করা হবে না ।

rajnath
rajnath
author img

By

Published : Jun 15, 2020, 6:32 AM IST

দিল্লি, 14জুন : ভার্চুয়াল ব়্যালিতে চিন-ভারত দ্বন্দ্ব প্রসঙ্গ টেনে আজ কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । কোনও বিরোধী পক্ষকে ধন্দে রাখা হবে না । ভারতের জাতীয় গর্বের সঙ্গে আপস করা হবে না বলে স্পষ্ট জানান রাজনাথ । পাশাপাশি কাশ্মীরের পরিস্থিতির কথা উল্লেখ করে দাবি করেন, কাশ্মীরের ছবি বদলে গিয়েছে ।

চিন-ভারত দ্বন্দ্ব নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বিরোধীরা । সীমান্ত পরিস্থিতি সম্পর্কিত সঠিক তথ্য দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ আসে । লাদাখে কি চিনা সেনারা প্রবেশ করেছে এবং ভারতের এলাকা দখল করেছে বলে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । আজ মূলত বিরোধীদের প্রশ্নের উত্তর দেন রাজনাথ । কাউকে অন্ধকারে রাখা হবে না বলে স্পষ্ট জানান । রাজনাথ বলেন, “চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে । আমি নিশ্চিতভাবে জানাচ্ছি, ভারতের জাতীয় গর্বের সঙ্গে কোনওভাবেই আপস করা হবে না । বিরোধীদের অন্ধকারে রাখা হবে না । সঠিক সময়ে সঠিক তথ্য জানানো হবে ।”

BJP-র ভার্চুয়াল ব়্যালিতে আজ ভাষণ দেন প্রতিরক্ষামন্ত্রী । 370 ধারা প্রত্যাহার প্রসঙ্গ টেনে জাতীয়বাদের পক্ষে জোরদার সওয়াল করেন । কেন্দ্রের 370 ধারা প্রত্যাহারের পদক্ষেপকে সমর্থন জানান রাজনাথ । তিনি বলেন, “কাশ্মীরের যেসব স্থানে আগে ISIS-র পতাকা উড়ত, এখন সেখানে ভারতের পতাকা ওড়ে । কেন্দ্র সম্পূর্ণ ছবিই বদলে দিয়েছে ।” পাশাপাশি হিন্দু পণ্ডিতের খুনের ঘটনায় নিন্দা জানান ।

আজ রাজনাথ বলেন, “আগে কাশ্মীরে প্রতিবাদকারীরা ‘স্বাধীন কাশ্মীর’-র জন্য আওয়াজ তুলত । এখন সেখানে শুধুই ভারতের পতাকা দেখা যায় ।”

পাকিস্তানকে এক হাত নেন রাজনাথ সিং । সতর্ক করেন যে, এখন পরিবেশ পালটিয়েছে । তিনি বলেন, “পাকিস্তান অধিকৃত কাশ্মীর অঞ্চলের বাসিন্দারা দ্রুত ভারতের সঙ্গেই থাকতে চাইবেন । পাকিস্তানের শাসনাধীন হতে চাইবেন না তাঁরা । ”

দিল্লি, 14জুন : ভার্চুয়াল ব়্যালিতে চিন-ভারত দ্বন্দ্ব প্রসঙ্গ টেনে আজ কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । কোনও বিরোধী পক্ষকে ধন্দে রাখা হবে না । ভারতের জাতীয় গর্বের সঙ্গে আপস করা হবে না বলে স্পষ্ট জানান রাজনাথ । পাশাপাশি কাশ্মীরের পরিস্থিতির কথা উল্লেখ করে দাবি করেন, কাশ্মীরের ছবি বদলে গিয়েছে ।

চিন-ভারত দ্বন্দ্ব নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বিরোধীরা । সীমান্ত পরিস্থিতি সম্পর্কিত সঠিক তথ্য দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ আসে । লাদাখে কি চিনা সেনারা প্রবেশ করেছে এবং ভারতের এলাকা দখল করেছে বলে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । আজ মূলত বিরোধীদের প্রশ্নের উত্তর দেন রাজনাথ । কাউকে অন্ধকারে রাখা হবে না বলে স্পষ্ট জানান । রাজনাথ বলেন, “চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে । আমি নিশ্চিতভাবে জানাচ্ছি, ভারতের জাতীয় গর্বের সঙ্গে কোনওভাবেই আপস করা হবে না । বিরোধীদের অন্ধকারে রাখা হবে না । সঠিক সময়ে সঠিক তথ্য জানানো হবে ।”

BJP-র ভার্চুয়াল ব়্যালিতে আজ ভাষণ দেন প্রতিরক্ষামন্ত্রী । 370 ধারা প্রত্যাহার প্রসঙ্গ টেনে জাতীয়বাদের পক্ষে জোরদার সওয়াল করেন । কেন্দ্রের 370 ধারা প্রত্যাহারের পদক্ষেপকে সমর্থন জানান রাজনাথ । তিনি বলেন, “কাশ্মীরের যেসব স্থানে আগে ISIS-র পতাকা উড়ত, এখন সেখানে ভারতের পতাকা ওড়ে । কেন্দ্র সম্পূর্ণ ছবিই বদলে দিয়েছে ।” পাশাপাশি হিন্দু পণ্ডিতের খুনের ঘটনায় নিন্দা জানান ।

আজ রাজনাথ বলেন, “আগে কাশ্মীরে প্রতিবাদকারীরা ‘স্বাধীন কাশ্মীর’-র জন্য আওয়াজ তুলত । এখন সেখানে শুধুই ভারতের পতাকা দেখা যায় ।”

পাকিস্তানকে এক হাত নেন রাজনাথ সিং । সতর্ক করেন যে, এখন পরিবেশ পালটিয়েছে । তিনি বলেন, “পাকিস্তান অধিকৃত কাশ্মীর অঞ্চলের বাসিন্দারা দ্রুত ভারতের সঙ্গেই থাকতে চাইবেন । পাকিস্তানের শাসনাধীন হতে চাইবেন না তাঁরা । ”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.