ETV Bharat / briefs

BJP এজেন্টকে মারধরের অভিযোগ, বুথে বসিয়ে এলেন রাহুল - kolkata

BJP এজেন্টকে মারধরের অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে ওই এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে আসেন উত্তর কলকাতার BJP প্রার্থী রাহুল সিনহা । ওই বুথে ভুয়ো ভোট পড়েছে বলেও তিনি অভিযোগ করেন ।

রাহুল সিনহা
author img

By

Published : May 19, 2019, 12:23 PM IST

Updated : May 19, 2019, 12:29 PM IST

কলকাতা, 19 মে : BJP এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল । ওই এজেন্টের নাম বাবু দাস । বেলেঘাটার 176 নম্বর বুথের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে বাবুকে বুথে বসিয়ে দিয়ে আসেন উত্তর কলকাতার BJP প্রার্থী রাহুল সিনহা । ওই বুথে ভুয়ো ভোট পড়েছে বলেও তিনি অভিযোগ করেন ।

রাহুল বলেন, "আমার এজেন্ট বলছে প্রিজ়াইডিং অফিসারের সামনেই ভুয়ো ভোট দেওয়া হয়েছে । এজেন্টকে হুমকি দেওয়া হয় । প্রায় সাড়ে চার ঘণ্টা এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি । এই ঘটনার জন্য প্রিজ়াইডিং অফিসার দায়ি । আমি এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে এসেছি । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP এজেন্ট বাবু দাস বলেন, "তৃণমূল কংগ্রেসের লোকজন ভোট দিতে দিচ্ছে না । বুথে বসতে দিচ্ছে না ।" যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

কলকাতা, 19 মে : BJP এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল । ওই এজেন্টের নাম বাবু দাস । বেলেঘাটার 176 নম্বর বুথের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে বাবুকে বুথে বসিয়ে দিয়ে আসেন উত্তর কলকাতার BJP প্রার্থী রাহুল সিনহা । ওই বুথে ভুয়ো ভোট পড়েছে বলেও তিনি অভিযোগ করেন ।

রাহুল বলেন, "আমার এজেন্ট বলছে প্রিজ়াইডিং অফিসারের সামনেই ভুয়ো ভোট দেওয়া হয়েছে । এজেন্টকে হুমকি দেওয়া হয় । প্রায় সাড়ে চার ঘণ্টা এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি । এই ঘটনার জন্য প্রিজ়াইডিং অফিসার দায়ি । আমি এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে এসেছি । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP এজেন্ট বাবু দাস বলেন, "তৃণমূল কংগ্রেসের লোকজন ভোট দিতে দিচ্ছে না । বুথে বসতে দিচ্ছে না ।" যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

Intro:বিজেপি এজেন্টকে মারধর করে বার করে দেওয়া হয়। অভিযোগ তৃণমূলের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাহুল সিনহা। এজেন্টকে বসিয়ে দেন তিনিBody:হConclusion:
Last Updated : May 19, 2019, 12:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.