রায়গঞ্জ, 17 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনী না থাকায় পুলিশকে ধাক্কা মারল স্থানীয়রা। পাশাপাশি, ওই পুলিশ আধিকারিককে ঘিরে ধরে হেনস্থা করা হয়। আঙুল তুলে গালিগালাজ দেয় স্থানীয়রা। তিনি গাড়িতে উঠে গেলে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা হয়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয়দের কাছে রীতিমতো হাতজোড় করেন অপর এক পুলিশ আধিকারিক। ঘটনাটি উত্তর দিনাজপুরের ছত্রপুরের।
আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোটগ্রহণ হবে। সেজন্য আজ 35/189 নম্বর বুথে যান ভোটকর্মীরা। প্রথমে তাঁরা কোনও সমস্যার মুখে পড়েননি। কিছুক্ষণ পর খবর ছড়িয়ে পড়ে, সংশ্লিষ্ট বুথটিতে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়নি। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী দায়িত্ব সামলাবে। বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে ভোটকর্মীদের বের করে দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ।
এই সংক্রান্ত আরও খবর : "পঞ্চায়েত ভোটের সময় কোথায় ছিলেন ?" শুনতে হল OC-কে
তারপর আরও উত্তেজিত হয়ে ওঠে স্থানীয়রা। তাদের সঙ্গে এক পুলিশ আধিকারিক কথা বলতে গেলে তাঁকে ঘিরে ধরে ঠেলাঠেলি করা হয়। এক ব্যক্তি তাঁকে ধাক্কা মেরে এলাকা থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়। পরিস্থিতি সামলে কোনওক্রমে গাড়িতে উঠলে হাত ঢুকিয়ে তাঁকে বের করার চেষ্টা করা হয়। গাড়ির চালককেও হেনস্থা করা হয়। বাধ্য হয়ে এক পুলিশ আধিকারিক হাতজোড় করে উন্মত্ত জনতাকে শান্ত হওয়ার আর্জি জানান। কিন্তু, তাতেও রেহাই মেলেনি। ঘটনাস্থান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। পিছনে জনতা ধাওয়া করে। শেষপর্যন্ত কোনওক্রমে এলাকা ছেড়ে নিগৃহীত পুলিশ আধিকারিক বেরিয়ে যান।