ETV Bharat / briefs

Hasnabad Arms Dealer Arrest : হাসনাবাদে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ব্যবসায়ী - Hasnabad Arms Dealer Arrest

হাসনাবাদ পুলিশের জালে ধরা পড়ল অস্ত্র ব্যবসায়ী। পাশাপাশি উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র (Arms seized in Hasband) ।

Hasnabad Crime News
হাসনাবাদে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
author img

By

Published : Jan 22, 2022, 6:44 PM IST

হাসনাবাদ, 22 জানুয়ারি : বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী কালো ওরফে আবু কাশেম মণ্ডল শেষে পুলিশের জালে ধরা পড়ল । তার কাছ থেকে 4টি ওয়ান সাটার পাইপগান, 10 রাউন্ড 8 এমএম কার্তুজ, একটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ (Arms seized in Hasnabad) । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার শিমূলতলা হাসপাতাল মোড় এলাকায় ।

উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদ থানার অন্তর্গত ডেবিয়া চৌমাথার উত্তর মোরালিশা এলাকার বাসিন্দা আবু কাশেম মণ্ডল ।গোপনে বেআইনি আগ্নেয়াস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছিল সে। পুলিশের কাছে খবর থাকলেও তাকে ধরতে পারা যাচ্ছিল না । পুলিশের পাতা ফাঁদ এড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল রাজ্যের বিভিন্ন জেলায় ।

এর মধ্যে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, শুক্রবার রাতে বেআইনি আগ্নেয়াস্ত্র সরবরাহ করার জন্য বাইক চালিয়ে বাসন্তীতে আসবে কালো । এমন তথ্য গোপনে পৌঁছে যায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের কাছে । কোনরকম ঝুঁকি না নিয়ে তিনি ও বাসন্তী থানার আইসি আব্দুর রব খান বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাসন্তীর শিমূলতলা হাসপাতাল মোড় এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন । পুলিশের এই তল্লাশি অভিযানেই ধরা পড়ে যায় কুখ্যাত বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারি কলো । তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ ।

পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । এদিন রাতে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বরাত কে দিয়েছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল সেসব জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । পাশাপাশি ধৃতের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে সেসব জানার চেষ্টা চলছে ।

আরও পড়ুন : একযোগে হেমতাবাদ পার্সেল বিস্ফোরণের তদন্তে নামল পুলিশ-বিএসএফ

হাসনাবাদ, 22 জানুয়ারি : বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী কালো ওরফে আবু কাশেম মণ্ডল শেষে পুলিশের জালে ধরা পড়ল । তার কাছ থেকে 4টি ওয়ান সাটার পাইপগান, 10 রাউন্ড 8 এমএম কার্তুজ, একটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ (Arms seized in Hasnabad) । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার শিমূলতলা হাসপাতাল মোড় এলাকায় ।

উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদ থানার অন্তর্গত ডেবিয়া চৌমাথার উত্তর মোরালিশা এলাকার বাসিন্দা আবু কাশেম মণ্ডল ।গোপনে বেআইনি আগ্নেয়াস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছিল সে। পুলিশের কাছে খবর থাকলেও তাকে ধরতে পারা যাচ্ছিল না । পুলিশের পাতা ফাঁদ এড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল রাজ্যের বিভিন্ন জেলায় ।

এর মধ্যে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, শুক্রবার রাতে বেআইনি আগ্নেয়াস্ত্র সরবরাহ করার জন্য বাইক চালিয়ে বাসন্তীতে আসবে কালো । এমন তথ্য গোপনে পৌঁছে যায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের কাছে । কোনরকম ঝুঁকি না নিয়ে তিনি ও বাসন্তী থানার আইসি আব্দুর রব খান বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাসন্তীর শিমূলতলা হাসপাতাল মোড় এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন । পুলিশের এই তল্লাশি অভিযানেই ধরা পড়ে যায় কুখ্যাত বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারি কলো । তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ ।

পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । এদিন রাতে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বরাত কে দিয়েছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল সেসব জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । পাশাপাশি ধৃতের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে সেসব জানার চেষ্টা চলছে ।

আরও পড়ুন : একযোগে হেমতাবাদ পার্সেল বিস্ফোরণের তদন্তে নামল পুলিশ-বিএসএফ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.