ETV Bharat / briefs

পুলিশি তৎপরতায় ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 4 - ভাতার

ভাতারের নতুন গ্রাম এলাকায় ডাকাতির উদ্দেশ্য জড় হয়েছিল তারা । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় । পুলিশ সেখানে এলে পালানোর চেষ্টা করে তারা । কিন্তু দলের চার জনকে পুলিশ ধরে ফেলে ।

ডাকাতির ছক বানচাল
ডাকাতির ছক বানচাল
author img

By

Published : Sep 14, 2020, 2:07 PM IST


ভাতার, 14 সেপ্টেম্বর : ডাকাতির পরিকল্পনা বানচাল করে সফলতার নজির গড়ল ভাতার থানার পুলিশ । শনিবার রাত্রে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একটি দলকে হাতেনাতে ধরল পুলিশ।

এই দলের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার তরফে জানানো হয়েছে, শনিবার রাত্রে ভাতারের নতুন গ্রাম এলাকায় ডাকাতির উদ্দেশ্য জড় হয়েছিল তারা । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় । পুলিশ সেখানে এলে পালানোর চেষ্টা করে তারা । কিন্তু দলের চার জনকে পুলিশ ধরে ফেলে । বাকিরা পালিয়ে যায় ।

তাদের কাছ থেকে বেশকিছু দড়ি, লোহার রড বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম হারাধন রায়, চাঁদ কুমার মাঝি, হারাধন মাঝি ও অমিত মন্ডল । এদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি নারায়ণ পুর গ্রামে । অপর এক ব্যক্তি অমিত মন্ডল এর বাড়ি কামারপাড়ায় এলাকায় । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারে তদন্ত করছে পুলিশ ।


ভাতার, 14 সেপ্টেম্বর : ডাকাতির পরিকল্পনা বানচাল করে সফলতার নজির গড়ল ভাতার থানার পুলিশ । শনিবার রাত্রে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একটি দলকে হাতেনাতে ধরল পুলিশ।

এই দলের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার তরফে জানানো হয়েছে, শনিবার রাত্রে ভাতারের নতুন গ্রাম এলাকায় ডাকাতির উদ্দেশ্য জড় হয়েছিল তারা । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় । পুলিশ সেখানে এলে পালানোর চেষ্টা করে তারা । কিন্তু দলের চার জনকে পুলিশ ধরে ফেলে । বাকিরা পালিয়ে যায় ।

তাদের কাছ থেকে বেশকিছু দড়ি, লোহার রড বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম হারাধন রায়, চাঁদ কুমার মাঝি, হারাধন মাঝি ও অমিত মন্ডল । এদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি নারায়ণ পুর গ্রামে । অপর এক ব্যক্তি অমিত মন্ডল এর বাড়ি কামারপাড়ায় এলাকায় । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারে তদন্ত করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.