দিল্লি, 6 জুন : বিনিয়োগের পরিমাণ ও নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দুটি কমিটির নেতৃত্ব দেবেন খোদ প্রধানমন্ত্রী ।
বিনিয়োগ ও বৃদ্ধি সংক্রান্ত কমিটিতে রয়েছেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল । অন্যদিকে, কর্মসংস্থান সংক্রান্ত কমিটিতে স্বরাষ্টমন্ত্রী, অর্থমন্ত্রী ও রেলমন্ত্রীর ছাড়াও 6 জন মন্ত্রী রয়েছেন । তাঁরা হলেন - কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, পেট্রোলিয়াম ধর্মেন্দ্র প্রধান, শ্রম মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার সহ অন্যরা ।
সূত্রের খবর, ট্রানজ়াকশন অফ বিজ়নেস রুলে বিভিন্ন বিষয় নিয়ে ক্যাবিনেট কমিটি গঠনের শর্ত রয়েছে । কিন্তু, নিজের প্রথম ইনিংসে এরকম কোনও কমিটি গঠন করেননি মোদি ।
সম্প্রতি শ্রমমন্ত্রকের রিপোর্টে দেখা যায়, 2017-18 সালে দেশে বেকারত্বের হার ছিল 6.1 শতাংশ । যা 45 বছরে সর্বোচ্চ । লোকসভা ভোটেও দেশে বেকারত্ব ও কর্মসংস্থান নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল মোদি সরকারকে । ওয়াকিবহল মহলের ধারণা, তাই এবার বিশেষ কমিটি গঠন করে কর্মসংস্থান তৈরির উপর বাড়তি গুরুত্ব দিতে চাইছেন মোদি ।