কোরোনা আক্রান্ত পুলিশ সুপারের বাংলোর কর্মী - সোয়াব টেস্ট
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের বাংলোর এক নিরাপত্তারক্ষী কোরোনা পজ়িটিভ।ওই নিরাপত্তারক্ষীর সংস্পর্শে আসা আরও পাঁচ জনের সোয়াব টেস্টের রিপোর্ট এখনও আসেনি।
মেদিনীপুর,22 জুলাই : জেলার পুলিশ সুপারের বাংলোর এক নিরাপত্তারক্ষী কোরোনা পজ়িটিভ।বছর 35 এর পুলিশ সুপারের ওই নিরাপত্তারক্ষীর সংস্পর্শে আসা আরও পাঁচ জনের সোয়াব টেস্ট করেছে জেলা প্রশাসন । তবে, তাদের রিপোর্ট এখনও আসেনি।
পশ্চিম মেদিনীপুর জেলায় ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের BDO অভিষেক মিশ্র এবং কেশিয়াড়ি BDO সৌগত রায়। পাশাপাশি আক্রান্ত এক পুলিশ আধিকারিক সহ কয়েকজন পুলিশ কর্মী। কোরোনার আক্রমণে ওই পুলিশকর্মী পরিবারেও। এছাড়া রেল হাসপাতাল,শালবনি কোরোনা হাসপাতাল এবং ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল মিলিয়ে একাধিক ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।
এছাড়াও সোমবার দাসপুরের তাতারপুরে একই পরিবারের চারজন কোরোনাতে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার খড়গপুর শহরের গোল বাজারের এক ব্যবসায়ী পরিবারের চারজন আক্রান্ত হন। তাছাড়া ডেবরা থানার বাকলসা সেবকরাম গ্রামে কোরোনা আক্রান্ত হয়ে এক পোস্টমাস্টার মৃত্যুর পর তার 78 বছর বয়সী মা ও 57 বছর বয়সী দাদারও কোরোনা ধরা পড়ে। জেলায় মোট কোরোনা আক্রান্ত 805 জন মারা গিয়েছে 12 জন।পুলিশ সুপারের বাংলোর কোরোনা ধরা পড়ায় স্যানিটাইজ়েসন এর পাশাপাশি যাবতীয় সংক্রমণ আটকানোর ব্যবস্থা নিচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর।