কাঠমান্ডু, 14 জুলাই : দলের স্বার্থে ফের নতুন করে আলোচনায় মুখোমুখি নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং শাসকদলের সহ সভাপতি পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড । শুক্রবার দলের স্ট্যান্ডিং কমিটির বৈঠক । সেদিনই প্রধানমন্ত্রী ওলির রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে তা ঠিক হওয়ার কথা । কিন্তু তার আগেই নেপাল কমিউনিস্ট পার্টির (NCP) দুই নেতা আলোচনার টেবিলে ।
রবিবার নিজের হোম টাউনে দলীয় বৈঠকে প্রচণ্ড জানিয়েছিলেন, দলের মধ্যে মতভেদ বিতর্ক থাকবে, এটাই স্বাভাবিক । তবে তিনি দলের একতা ভাঙতে দেবেন না ।
জুন মাসে প্রধানমন্ত্রী ওলির উদ্যোগেই নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে সেদেশের নতুন একটি রাজনৈতিক মানচিত্র পাশ হয়েছিল । যেখানে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে নেপালের অংশ হিসাবে দেখানো হয়েছিল । যা আদপে ভারতের অধিকৃত এলাকার মধ্যে পড়ে ।
এর পর বিভিন্ন ইশুতে তাঁর সরকারের 'ব্যর্থতা' এবং বিশেষত ভারত সরকার 'তাঁকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে' এমন প্রকাশ্য বিবৃতির পর, দলের অভ্যন্তরে ও বাইরে তীব্র সমালোচিত হন প্রধানমন্ত্রী ওলি । এর আগে জুনের 30 তারিখ স্ট্যান্ডিং কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি জানিয়েছিলেন বেশিরভাগ সদস্য ।