ETV Bharat / briefs

বাড়তে পারে স্কুলছুটের সংখ্যা, আশঙ্কা প্রকাশ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের - কোরোনা

কোরোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ স্কুল । এই পরিস্থিতিতে পড়ুয়াদের নিয়মিত স্কুলে যাওয়ার অভ্যাস নষ্ট হচ্ছে । রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আশঙ্কা, এর জেরে আগামীদিনে বাড়তে পারে স্কুলছুটের সংখ্যা ।

West Bengal Child Protection Commission
author img

By

Published : Sep 29, 2020, 12:23 PM IST

বাঁকুড়া, 29 সেপ্টেম্বর : দীর্ঘদিন বন্ধের পর স্কুল খুললে স্কুলছুটের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করল রাজ্য শিশু সুরক্ষা কমিশন ।

গতকাল বাঁকুড়া সার্কিট হাউসে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এক প্রতিনিধিদল জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে । কোরোনা সংক্রমণের জেরে আগামীতে রাজ্যে স্কুলছুটের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছে কমিশন । মূলত কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে । পাশাপাশি অন্য বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয় । ছিলেন জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা, অতিরিক্ত জেলাশাসক সীমা হালদার, মন্ত্রী শ্যামল সাঁতরা । তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ।

পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "দেশে শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় পশ্চিমবঙ্গ প্রথম তিনটি রাজ্যের মধ্যে রয়েছে । এ কথা যেমন সত্যি তেমনই এই রাজ্যে শিশুদের উদ্ধার করার সংখ্যাটাও সর্বোচ্চ ।" NCRB-র দেওয়া পরিসংখ্যানের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, "NCRB শুধুমাত্র এই রাজ্যে অপরাধের সংখ্যার কথাটাই উল্লেখ করে অথচ যে সমস্ত শিশুদের বিরুদ্ধে এই অপরাধমূলক কাজকর্ম হয়ে থাকে তাদেরকে সবচাইতে বেশি উদ্ধার করেছে এ রাজ্যের পুলিশ প্রশাসন, সেই পরিসংখ্যানটাও তাদের দেওয়া উচিত ।" তিনি আরও বলেন," রাজ্যের মানুষ সচেতন হয়েছে বলেই কোন শিশু নিখোঁজ বা তার বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্ম হলে অভিযোগ দায়ের করেন । "

কমিশনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়, মহামারীর কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে আগামীদিনে স্কুলছুটের সংখ্যা বাড়তে পারে । যদিও অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেই ক্লাসে অংশগ্রহণ করা খুব সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রীদের পক্ষেই সম্ভব হচ্ছে । দীর্ঘদিন স্কুল যাওয়ার অভ্যাস বন্ধ হয়ে যাওয়ার ফলে আগামীদিনে যাতে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা থেকে দূরে সরে না যায় সে বিষয়ে কমিশন ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে । আর সেই কারণেই রাজ্যের জেলাগুলিতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করা হচ্ছে যাতে এই সমস্যার সমাধান করা সম্ভব হয় ।

বাঁকুড়া, 29 সেপ্টেম্বর : দীর্ঘদিন বন্ধের পর স্কুল খুললে স্কুলছুটের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করল রাজ্য শিশু সুরক্ষা কমিশন ।

গতকাল বাঁকুড়া সার্কিট হাউসে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এক প্রতিনিধিদল জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে । কোরোনা সংক্রমণের জেরে আগামীতে রাজ্যে স্কুলছুটের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছে কমিশন । মূলত কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে । পাশাপাশি অন্য বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয় । ছিলেন জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা, অতিরিক্ত জেলাশাসক সীমা হালদার, মন্ত্রী শ্যামল সাঁতরা । তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ।

পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "দেশে শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় পশ্চিমবঙ্গ প্রথম তিনটি রাজ্যের মধ্যে রয়েছে । এ কথা যেমন সত্যি তেমনই এই রাজ্যে শিশুদের উদ্ধার করার সংখ্যাটাও সর্বোচ্চ ।" NCRB-র দেওয়া পরিসংখ্যানের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, "NCRB শুধুমাত্র এই রাজ্যে অপরাধের সংখ্যার কথাটাই উল্লেখ করে অথচ যে সমস্ত শিশুদের বিরুদ্ধে এই অপরাধমূলক কাজকর্ম হয়ে থাকে তাদেরকে সবচাইতে বেশি উদ্ধার করেছে এ রাজ্যের পুলিশ প্রশাসন, সেই পরিসংখ্যানটাও তাদের দেওয়া উচিত ।" তিনি আরও বলেন," রাজ্যের মানুষ সচেতন হয়েছে বলেই কোন শিশু নিখোঁজ বা তার বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্ম হলে অভিযোগ দায়ের করেন । "

কমিশনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়, মহামারীর কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে আগামীদিনে স্কুলছুটের সংখ্যা বাড়তে পারে । যদিও অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেই ক্লাসে অংশগ্রহণ করা খুব সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রীদের পক্ষেই সম্ভব হচ্ছে । দীর্ঘদিন স্কুল যাওয়ার অভ্যাস বন্ধ হয়ে যাওয়ার ফলে আগামীদিনে যাতে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা থেকে দূরে সরে না যায় সে বিষয়ে কমিশন ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে । আর সেই কারণেই রাজ্যের জেলাগুলিতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করা হচ্ছে যাতে এই সমস্যার সমাধান করা সম্ভব হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.