ETV Bharat / briefs

NRS-এর ঘটনায় রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

রাজ্যজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক ।

আন্দোলনকারীরা
author img

By

Published : Jun 15, 2019, 4:35 PM IST

Updated : Jun 15, 2019, 5:45 PM IST

দিল্লি, 15 জুন : NRS-এ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । অ্যাডভাইজ়ারি জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক এই রিপোর্ট তলব করেছে । পাশাপাশি, 2016 সাল থেকে রাজ্যে রাজনৈতিক হিংসার পরিসংখ্যান নিয়েও রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ।

NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের জেরে এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । গুরুতর জখম হয় সে । এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছে । ভেঙে পড়েছে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা । মুখ্যমন্ত্রী SSKM-এ গিয়ে আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন । বাড়ে ক্ষোভের মাত্রা । আন্দোলনকারীদের সমর্থনে এগিয়ে আসেন চিকিৎসকরাও ।

ইতিমধ্যে গতকাল কিছুটা নমনীয় হয় রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের নবান্নে ডাকেন । এনিয়ে আজ বৈঠকে বসে আন্দোলনকারীরা । শেষপর্যন্ত, নবান্নে যেতে অস্বীকার করে তাঁরা জানান, বন্ধ ঘরে কোনওরকম আলোচনা করবেন না তাঁরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার জন্য NRS-এ আসতে হবে ।

অন্যদিকে, 2016 সাল থেকে রাজনৈতিক হিংসার বিস্তারিত পরিসংখ্যান জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । রাজনৈতিক হিংসার সংখ্যা কতটা বেড়েছে, অপরাধ দমনে কী ব‍্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে ।

দিল্লি, 15 জুন : NRS-এ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । অ্যাডভাইজ়ারি জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক এই রিপোর্ট তলব করেছে । পাশাপাশি, 2016 সাল থেকে রাজ্যে রাজনৈতিক হিংসার পরিসংখ্যান নিয়েও রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ।

NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের জেরে এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । গুরুতর জখম হয় সে । এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছে । ভেঙে পড়েছে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা । মুখ্যমন্ত্রী SSKM-এ গিয়ে আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন । বাড়ে ক্ষোভের মাত্রা । আন্দোলনকারীদের সমর্থনে এগিয়ে আসেন চিকিৎসকরাও ।

ইতিমধ্যে গতকাল কিছুটা নমনীয় হয় রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের নবান্নে ডাকেন । এনিয়ে আজ বৈঠকে বসে আন্দোলনকারীরা । শেষপর্যন্ত, নবান্নে যেতে অস্বীকার করে তাঁরা জানান, বন্ধ ঘরে কোনওরকম আলোচনা করবেন না তাঁরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার জন্য NRS-এ আসতে হবে ।

অন্যদিকে, 2016 সাল থেকে রাজনৈতিক হিংসার বিস্তারিত পরিসংখ্যান জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । রাজনৈতিক হিংসার সংখ্যা কতটা বেড়েছে, অপরাধ দমনে কী ব‍্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে ।

New Delhi, Jun 15 (ANI): While speaking to ANI, Deputy Chief Minister of Delhi, Manish Sisodia on Saturday said, "I have written to Sreedharan sahib and told him that Delhi Metro is running in losses. Its carrying capacity is 40 lakh passengers everyday but presently its carrying only 25 lakh passengers. Our proposal of 'free travel for women on Metro' will be beneficial for Delhi Metro, its ridership will increase and fares will come down. If Delhi government pays fare of women commuters, Delhi Metro should be happy with it." It comes after the former chief of DMRC, E Sreedharan has urged Prime Minister Narendra Modi not to agree to the proposal. Earlier this month, Delhi Chief Minister Arvind Kejriwal announced that it would make commute for women in public buses and metro trains free.
Last Updated : Jun 15, 2019, 5:45 PM IST

For All Latest Updates

TAGGED:

NRS
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.