ETV Bharat / briefs

রায়গঞ্জে প্রায় তিন লাখ টাকার গাঁজা সহ গ্রেপ্তার 3

author img

By

Published : Jul 2, 2020, 10:24 PM IST

প্রায় তিন লাখ টাকা গাঁজা বাজেয়াপ্ত রায়গঞ্জে । এক মহিলাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ তাদের আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

Rai
Rai

রায়গঞ্জ, 2 জুলাই : প্রায় নয় কেজি গাঁজাসহ এক মহিলা ও দুই ব্যক্তি গ্রেপ্তারকরল রায়গঞ্জ পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং রায়গঞ্জ থানা । সোহরাই মোড় থেকে আজ বাসন্তী রায়, পরিচ্ছন্ন জমাদার এবং জগন্নাথ রজককে গ্রেপ্তার করা হয় । বাজেয়াপ্ত গাঁজার মূল্য প্রায় তিন লাখ টাকা বলে প্রাথমিক অনুমান তদন্তকারী আধিকারিকদের ।

নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরের বাসিন্দা বাসন্তীর বয়স 59 বছর । বাকি দুইজন রায়গঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দা । তাঁদের থেকে বাজেয়াপ্ত করা প্রায় নয় কেজি গাঁজা । আজ ওই তিনজনকে রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাদের সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

রায়গঞ্জ শহরে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার এবং গাঁজা পাচার করার জন্য ক্যারিয়ার হিসেবে কাজে লাগানো হচ্ছে মাঝবয়সী বা বয়স্ক মহিলাদের । অন্ততপক্ষে গতকাল ওই তিনজনকে গ্রেপ্তার করে এইরকম তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারী অফিসাররা । তদন্তকারীদের ধারণা, মূলত মহিলাদের এই ব্যবসার সঙ্গে জড়িত হওয়ার সম্ভাবনা কম । তাই এইভাবে পুলিশের নজর এড়ানো যাবে বলে মনে করছে গাঁজা এবং মাদক পাচার চক্র । সেই কারণেই বয়স্ক বা মাঝবয়সী মহিলাদের এই কাজে যুক্ত করা হয় বলেই দাবি করেছে তদন্তকারীদের একাংশ ।

পুলিশ জানিয়েছে, সূত্র মারফত জানা যায় শিলিগুড়ি থেকে গাঁজা নিয়ে ওই মহিলা বাসে করে রায়গঞ্জে উদ্দেশে আসছিল । বিষয়টি জানার পর থেকেই স্পেশাল অপারেশন এবং রায়গঞ্জ থানার পুলিশ সক্রিয় হয় । বুধবার রাতে তাকে শহর সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । তার বয়ান অনুযায়ী অন্য দুই সহযোগীকে পরবর্তীকালে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ ।

এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, “মহিলাদের ক্যারিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে গাঁজা পাচারকারীরা । আমরা গতকাল রায়গঞ্জ শহর সংলগ্ন এলাকা থেকে এক মহিলা এবং দুই ব্যক্তিকে নয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছি । ধৃত মহিলার বয়স 59 । কীভাবে চক্র মহিলাদের কাজে লাগাচ্ছে সেই বিষয়টি জানতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি । ওই তিনজনকে পুলিশ হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।”

রায়গঞ্জ, 2 জুলাই : প্রায় নয় কেজি গাঁজাসহ এক মহিলা ও দুই ব্যক্তি গ্রেপ্তারকরল রায়গঞ্জ পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং রায়গঞ্জ থানা । সোহরাই মোড় থেকে আজ বাসন্তী রায়, পরিচ্ছন্ন জমাদার এবং জগন্নাথ রজককে গ্রেপ্তার করা হয় । বাজেয়াপ্ত গাঁজার মূল্য প্রায় তিন লাখ টাকা বলে প্রাথমিক অনুমান তদন্তকারী আধিকারিকদের ।

নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরের বাসিন্দা বাসন্তীর বয়স 59 বছর । বাকি দুইজন রায়গঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দা । তাঁদের থেকে বাজেয়াপ্ত করা প্রায় নয় কেজি গাঁজা । আজ ওই তিনজনকে রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাদের সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

রায়গঞ্জ শহরে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার এবং গাঁজা পাচার করার জন্য ক্যারিয়ার হিসেবে কাজে লাগানো হচ্ছে মাঝবয়সী বা বয়স্ক মহিলাদের । অন্ততপক্ষে গতকাল ওই তিনজনকে গ্রেপ্তার করে এইরকম তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারী অফিসাররা । তদন্তকারীদের ধারণা, মূলত মহিলাদের এই ব্যবসার সঙ্গে জড়িত হওয়ার সম্ভাবনা কম । তাই এইভাবে পুলিশের নজর এড়ানো যাবে বলে মনে করছে গাঁজা এবং মাদক পাচার চক্র । সেই কারণেই বয়স্ক বা মাঝবয়সী মহিলাদের এই কাজে যুক্ত করা হয় বলেই দাবি করেছে তদন্তকারীদের একাংশ ।

পুলিশ জানিয়েছে, সূত্র মারফত জানা যায় শিলিগুড়ি থেকে গাঁজা নিয়ে ওই মহিলা বাসে করে রায়গঞ্জে উদ্দেশে আসছিল । বিষয়টি জানার পর থেকেই স্পেশাল অপারেশন এবং রায়গঞ্জ থানার পুলিশ সক্রিয় হয় । বুধবার রাতে তাকে শহর সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । তার বয়ান অনুযায়ী অন্য দুই সহযোগীকে পরবর্তীকালে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ ।

এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, “মহিলাদের ক্যারিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে গাঁজা পাচারকারীরা । আমরা গতকাল রায়গঞ্জ শহর সংলগ্ন এলাকা থেকে এক মহিলা এবং দুই ব্যক্তিকে নয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছি । ধৃত মহিলার বয়স 59 । কীভাবে চক্র মহিলাদের কাজে লাগাচ্ছে সেই বিষয়টি জানতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি । ওই তিনজনকে পুলিশ হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.