ETV Bharat / briefs

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল শিবপুরের যুবক

author img

By

Published : Sep 17, 2020, 9:52 PM IST

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবক সাঁতার না জানার কারণে তলিয়ে যায় ।

Howrah news
গঙ্গায় তলিয়ে যাওয়া যুবক

হাওড়া, 17 সেপ্টেম্বর : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক । দুর্ঘটনাটি ঘটে আজ দুপুর তিনটে নাগাদ । হাওড়া শিবপুর রামকৃষ্ণপুর ঘাটে স্নান করতে নেমে ঘটে দুর্ঘটনা । নিখোঁজ যুবকের নাম নাম ওয়াইসি শামীম (18) । তার বাড়ি হাওড়ার শিবপুর থানার অতীন্দ্র মুখার্জি লেন এলাকায় ।

আজ দুপুরে বাড়ি থেকে বেরিয়ে রামকৃষ্ণপুর ফেরি ঘাটে তিন বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে নামে ওই যুবক । স্নান করার সময় গঙ্গায় ভাঁটার টান ছিল যথেষ্ট । সেই টানেই শামীম হঠাৎ তলিয়ে যায় বলে অনুমান ।


এদিকে দুর্ঘটনার খবর জানতে পেরে এলাকায় আসে শিবপুর থানার পুলিশ । হাওড়া সিটি পুলিশের পাশাপাশি লালবাজার বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রিভার ট্রাফিক পুলিশ তল্লাশি শুরু করে । ওই যুবকের দেহ উদ্ধার করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন : গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল 2 ভাই, উদ্ধার 1

প্রাথমিক তদন্তে জানা গেছে ওই যুবক সাঁতার না জানার কারণে তলিয়ে যায় । এর পাশাপাশি আজ মহালয়া থাকার কারণে শিবপুর রামকৃষ্ণপুর ঘাটে তর্পণের ভিড় ছিল যথেষ্ট । ফলে ভিড়ের মধ্যে হঠাৎই তলিয়ে যায় ওই যুবক । শিবপুর থানা এলাকায় তার বাড়িতে পরিজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

হাওড়া, 17 সেপ্টেম্বর : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক । দুর্ঘটনাটি ঘটে আজ দুপুর তিনটে নাগাদ । হাওড়া শিবপুর রামকৃষ্ণপুর ঘাটে স্নান করতে নেমে ঘটে দুর্ঘটনা । নিখোঁজ যুবকের নাম নাম ওয়াইসি শামীম (18) । তার বাড়ি হাওড়ার শিবপুর থানার অতীন্দ্র মুখার্জি লেন এলাকায় ।

আজ দুপুরে বাড়ি থেকে বেরিয়ে রামকৃষ্ণপুর ফেরি ঘাটে তিন বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে নামে ওই যুবক । স্নান করার সময় গঙ্গায় ভাঁটার টান ছিল যথেষ্ট । সেই টানেই শামীম হঠাৎ তলিয়ে যায় বলে অনুমান ।


এদিকে দুর্ঘটনার খবর জানতে পেরে এলাকায় আসে শিবপুর থানার পুলিশ । হাওড়া সিটি পুলিশের পাশাপাশি লালবাজার বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রিভার ট্রাফিক পুলিশ তল্লাশি শুরু করে । ওই যুবকের দেহ উদ্ধার করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন : গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল 2 ভাই, উদ্ধার 1

প্রাথমিক তদন্তে জানা গেছে ওই যুবক সাঁতার না জানার কারণে তলিয়ে যায় । এর পাশাপাশি আজ মহালয়া থাকার কারণে শিবপুর রামকৃষ্ণপুর ঘাটে তর্পণের ভিড় ছিল যথেষ্ট । ফলে ভিড়ের মধ্যে হঠাৎই তলিয়ে যায় ওই যুবক । শিবপুর থানা এলাকায় তার বাড়িতে পরিজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.