বুনিয়াদপুর, 16 এপ্রিল : বুনিয়াদপুরে লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এর আগে ইটাহারে জনসভা করেছেন তিনি। সেখান থেকে 1426 এ 42 এ 42 করার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আজকের জনসভায় নোট বাতিল, কৃষক সমস্যা একাধিক ইশুতে BJP কে আক্রমণ করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন :
- নতুন ভোটারদের আমার শুভেচ্ছা
- আমরা চৌকিদার চাই না। নেতা চাই
- রাখুন ভরসা, রাখুন আস্থা দেশ বাঁচাতে তৃণমূলই রাস্তা
- সংসদে দাঁড়িয়ে অর্পিতা অনেক লড়াই করেছে
- বিদেশি বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে
- BJP কে বলে দিন NRC কে গুটিয়ে দিন
- কোনও NRC হবে না
- ওদের জিজ্ঞেস করুন তুমি 40 লাখ লোককে বাদ দিয়ে দিলে
- আগে দুটো ছিল এবার বাংলা থেকে রসগোল্লা পাবে
- আগে হাফ প্যান্ট পরে ঘুরত
- ভাষণ দিয়ে রেশন হয় না
- অন্ধ্রপ্রদেশ, রাজস্থান,মধ্যপ্রদেশ. দিল্লি কোথাও BJP ভোট পাবে না
- কাঁহাসে আয়েগা BJP কা নাম্বার
- BJP নেহি আয়েগা
- এটা আমাদের দেশ নয় যারা মানুষে মানুষে লড়াই করে
- স্বামী বিবেকানন্দ সংখ্যালঘুর বাড়ি গিয়ে তামাক খেয়েছিলেন
- তোমার মানুষকে সুড়সুড়ি দিয়ে কী একটি ধর্ম আমদানি করেছ
- মোদি কোথা থেকে হিন্দুধর্ম আমদানি করলে?
- আমার পদবী না থাকলে খুশি হতাম
- আমার বাবা মা আমাকে কখনও শিক্ষা দেয়নি যে হিন্দু মুসলিমে কাটাকাটি কর
- মোদিবাবু দেশটার বারোটা বাজিয়ে দিয়েছে
- তাণ্ডব করে রাজনীতি করা যায় না ভালোবোসে রাজনীতি করতে হয়
- একটা গ্যাস কিনতে গেলে, আর খাওয়ার জুটবে না
- 1426 বাংলার মানুষ চায় 42 এ 42
- আমরা হেরে গেলেও সাথে থাকি
- এয়ারপোর্ট করা হচ্ছে এখানে
- বুনিয়াদপুরে ওয়াগান ফ্যাক্টারির ঘোষণাও আমিও করেছি
- বালুরঘাটে নতুন বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি
- উত্তরবঙ্গ. কাঞ্চনকন্যা, শতাব্দী কার করে দেওয়া
- যাদের ভোট দিয়েছিলেন তারা কি কোনও কাজ করেছে ?
- জন্ম থেকে মৃত্যু সব প্রকল্প করে দিয়েছি
- কৃষকদের জন্য কৃষকবন্ধু
- সব খাজনা মকুব করা হয়েছে
- শস্যবিমা প্রকল্প করা হচ্ছে
- রুপশ্রী কন্যাশ্রী এমন কী কেউ মারা গেলেও সমব্যাথী প্রকল্প দেওয়া হয়েছে
- 7.5 কোটি স্বাস্থ্যসাথীর আওতায় এসেছে
- 8 কোটি মানুষ 2 টাকা কেজি চাল পায়
- 1000 কোটি টাকার স্কিম করা হয়েছে
- শিক্ষাশ্রী স্কলারশিপ দিয়েছি
- আদিবাসী জঙ্গলমহল সর্বত্র আমরা কাজ করেছি
- আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ
- আমাদের সরকার যে কাজ করেছে তা পৃথিবীর কাছে বিস্ময়
- 34 বছর বামসরকার কোনও কাজ করতে পারেনি
- আগে বন্যার জল দেখতে আসতাম এখন রাস্তাঘাট হয়ে গেছে
- বালুরঘাট সংস্কৃতির পীঠস্থান