ETV Bharat / briefs

রাখুন ভরসা রাখুন আস্থা, দেশ বাঁচাতে তৃণমূলই রাস্তা : মমতা

ফাইল ফোটো
author img

By

Published : Apr 16, 2019, 2:31 PM IST

Updated : Apr 16, 2019, 3:22 PM IST

2019-04-16 12:41:47

বুনিয়াদপুর, 16 এপ্রিল : বুনিয়াদপুরে লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এর আগে ইটাহারে জনসভা করেছেন তিনি। সেখান থেকে 1426 এ 42 এ 42 করার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আজকের জনসভায় নোট বাতিল, কৃষক সমস্যা একাধিক ইশুতে BJP কে আক্রমণ করেন তিনি।  

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন : 

  • নতুন ভোটারদের আমার শুভেচ্ছা
  • আমরা চৌকিদার চাই না। নেতা চাই
  • রাখুন ভরসা, রাখুন আস্থা দেশ বাঁচাতে তৃণমূলই রাস্তা 
  • সংসদে দাঁড়িয়ে অর্পিতা অনেক লড়াই করেছে
  • বিদেশি বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে
  • BJP  কে বলে দিন NRC কে গুটিয়ে দিন 
  • কোনও  NRC হবে না 
  • ওদের জিজ্ঞেস করুন তুমি 40 লাখ লোককে বাদ দিয়ে দিলে 
  • আগে দুটো ছিল এবার বাংলা থেকে রসগোল্লা পাবে
  • আগে হাফ প্যান্ট পরে ঘুরত
  • ভাষণ দিয়ে রেশন হয় না
  • অন্ধ্রপ্রদেশ, রাজস্থান,মধ্যপ্রদেশ. দিল্লি কোথাও BJP ভোট পাবে না 
  • কাঁহাসে আয়েগা BJP কা নাম্বার
  • BJP নেহি আয়েগা
  • এটা আমাদের দেশ নয় যারা মানুষে মানুষে লড়াই করে
  • স্বামী বিবেকানন্দ সংখ্যালঘুর বাড়ি গিয়ে তামাক খেয়েছিলেন
  • তোমার মানুষকে সুড়সুড়ি দিয়ে কী  একটি ধর্ম আমদানি করেছ
  • মোদি কোথা থেকে হিন্দুধর্ম আমদানি করলে?
  • আমার পদবী না থাকলে খুশি হতাম
  • আমার বাবা মা আমাকে কখনও শিক্ষা দেয়নি যে হিন্দু মুসলিমে কাটাকাটি কর
  • মোদিবাবু দেশটার বারোটা বাজিয়ে দিয়েছে
  • তাণ্ডব করে রাজনীতি করা যায় না ভালোবোসে রাজনীতি করতে হয়
  • একটা গ্যাস কিনতে গেলে, আর খাওয়ার জুটবে না
  • 1426 বাংলার মানুষ চায় 42 এ 42
  • আমরা হেরে গেলেও সাথে থাকি
  • এয়ারপোর্ট করা হচ্ছে এখানে 
  • বুনিয়াদপুরে ওয়াগান ফ্যাক্টারির ঘোষণাও আমিও করেছি
  • বালুরঘাটে নতুন বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি 
  • উত্তরবঙ্গ. কাঞ্চনকন্যা, শতাব্দী কার করে দেওয়া
  • যাদের ভোট দিয়েছিলেন তারা কি কোনও কাজ করেছে ? 
  • জন্ম থেকে মৃত্যু সব প্রকল্প করে দিয়েছি
  • কৃষকদের জন্য কৃষকবন্ধু 
  • সব খাজনা মকুব করা হয়েছে
  • শস্যবিমা প্রকল্প করা হচ্ছে
  • রুপশ্রী কন্যাশ্রী এমন কী কেউ মারা গেলেও সমব্যাথী প্রকল্প দেওয়া হয়েছে
  • 7.5 কোটি স্বাস্থ্যসাথীর আওতায় এসেছে
  • 8 কোটি মানুষ 2 টাকা কেজি চাল পায়
  • 1000 কোটি টাকার স্কিম করা হয়েছে 
  • শিক্ষাশ্রী স্কলারশিপ দিয়েছি
  • আদিবাসী জঙ্গলমহল সর্বত্র আমরা কাজ করেছি
  • আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ
  • আমাদের সরকার যে কাজ করেছে তা পৃথিবীর কাছে বিস্ময়
  • 34 বছর বামসরকার কোনও কাজ করতে পারেনি 
  • আগে বন্যার জল দেখতে আসতাম এখন রাস্তাঘাট হয়ে গেছে 
  • বালুরঘাট সংস্কৃতির পীঠস্থান

2019-04-16 12:41:47

বুনিয়াদপুর, 16 এপ্রিল : বুনিয়াদপুরে লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এর আগে ইটাহারে জনসভা করেছেন তিনি। সেখান থেকে 1426 এ 42 এ 42 করার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আজকের জনসভায় নোট বাতিল, কৃষক সমস্যা একাধিক ইশুতে BJP কে আক্রমণ করেন তিনি।  

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন : 

  • নতুন ভোটারদের আমার শুভেচ্ছা
  • আমরা চৌকিদার চাই না। নেতা চাই
  • রাখুন ভরসা, রাখুন আস্থা দেশ বাঁচাতে তৃণমূলই রাস্তা 
  • সংসদে দাঁড়িয়ে অর্পিতা অনেক লড়াই করেছে
  • বিদেশি বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে
  • BJP  কে বলে দিন NRC কে গুটিয়ে দিন 
  • কোনও  NRC হবে না 
  • ওদের জিজ্ঞেস করুন তুমি 40 লাখ লোককে বাদ দিয়ে দিলে 
  • আগে দুটো ছিল এবার বাংলা থেকে রসগোল্লা পাবে
  • আগে হাফ প্যান্ট পরে ঘুরত
  • ভাষণ দিয়ে রেশন হয় না
  • অন্ধ্রপ্রদেশ, রাজস্থান,মধ্যপ্রদেশ. দিল্লি কোথাও BJP ভোট পাবে না 
  • কাঁহাসে আয়েগা BJP কা নাম্বার
  • BJP নেহি আয়েগা
  • এটা আমাদের দেশ নয় যারা মানুষে মানুষে লড়াই করে
  • স্বামী বিবেকানন্দ সংখ্যালঘুর বাড়ি গিয়ে তামাক খেয়েছিলেন
  • তোমার মানুষকে সুড়সুড়ি দিয়ে কী  একটি ধর্ম আমদানি করেছ
  • মোদি কোথা থেকে হিন্দুধর্ম আমদানি করলে?
  • আমার পদবী না থাকলে খুশি হতাম
  • আমার বাবা মা আমাকে কখনও শিক্ষা দেয়নি যে হিন্দু মুসলিমে কাটাকাটি কর
  • মোদিবাবু দেশটার বারোটা বাজিয়ে দিয়েছে
  • তাণ্ডব করে রাজনীতি করা যায় না ভালোবোসে রাজনীতি করতে হয়
  • একটা গ্যাস কিনতে গেলে, আর খাওয়ার জুটবে না
  • 1426 বাংলার মানুষ চায় 42 এ 42
  • আমরা হেরে গেলেও সাথে থাকি
  • এয়ারপোর্ট করা হচ্ছে এখানে 
  • বুনিয়াদপুরে ওয়াগান ফ্যাক্টারির ঘোষণাও আমিও করেছি
  • বালুরঘাটে নতুন বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি 
  • উত্তরবঙ্গ. কাঞ্চনকন্যা, শতাব্দী কার করে দেওয়া
  • যাদের ভোট দিয়েছিলেন তারা কি কোনও কাজ করেছে ? 
  • জন্ম থেকে মৃত্যু সব প্রকল্প করে দিয়েছি
  • কৃষকদের জন্য কৃষকবন্ধু 
  • সব খাজনা মকুব করা হয়েছে
  • শস্যবিমা প্রকল্প করা হচ্ছে
  • রুপশ্রী কন্যাশ্রী এমন কী কেউ মারা গেলেও সমব্যাথী প্রকল্প দেওয়া হয়েছে
  • 7.5 কোটি স্বাস্থ্যসাথীর আওতায় এসেছে
  • 8 কোটি মানুষ 2 টাকা কেজি চাল পায়
  • 1000 কোটি টাকার স্কিম করা হয়েছে 
  • শিক্ষাশ্রী স্কলারশিপ দিয়েছি
  • আদিবাসী জঙ্গলমহল সর্বত্র আমরা কাজ করেছি
  • আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ
  • আমাদের সরকার যে কাজ করেছে তা পৃথিবীর কাছে বিস্ময়
  • 34 বছর বামসরকার কোনও কাজ করতে পারেনি 
  • আগে বন্যার জল দেখতে আসতাম এখন রাস্তাঘাট হয়ে গেছে 
  • বালুরঘাট সংস্কৃতির পীঠস্থান
Intro:দেশ কার হাতে তাই দিদির কান্না পায়, মোদির বালাকোট প্রসঙ্গে মোদিকে বিঁধলেন ফিরহাদ।।

কুমারগঞ্জ, ৪ এপ্রিল: বালাকোটে এয়ার স্ট্রাইকে পাকিস্তানিদের কান্নার কথা। সেখানে নাকি দিদির কান্না পাচ্ছে গতকাল কলকাতা ও শিলিগুড়ির সভায় এমন মন্তব্য করে নরেন্দ্র মোদি। মোদির সেই মন্তব্যের পাল্টা দিলাম রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার বিকেলে কুমারগঞ্জের মোমিনপুরে বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের প্ৰচারে এসে ফিরহাদ হাকিম বলেন আমাদের দিদির কান্না পায় না। তবে দেশের শত্রু যখন নরেন্দ্র মোদি তাই কান্না পায় আমাদের দিদির।

তিনি বলেন, ভারতীয় সেনার অস্তিত্ব কে সঙ্কটকে করছে? আমরা জানি ভারতীয় সেনা আছে বলে আমরা শান্তিতে ঘুমোতে পারি। তবে ভারতীয় সেনার গোপন তথ্য রাজনৈতিক নেতা হিসাবে নরেন্দ্র মোদি বলে দেন তাহলে দেশের সব থেকে বড় শত্রু কে? একজন রাজনৈতিক নেতা যদি সেনাদের তথ্য বরাও করে প্রচার করেন তাহলে তো অন্যদেশ সতর্ক হয়ে যাবে। তাই দিদির কান্না পায় কার হাতে দেশ সোপেছে মানুষ। যে কিনা রাজনৈতিক মঞ্চে সেনাদের সব তথ্য ফাঁস করেন। এইজন্যই দিদির কান্না পায়। দিদি হায় হায় করে। উপরে অন্য ভেতরে ভেতরে সব গটাপ বলে মোদিকে কটাক্ষ করেন ফিরহাদ।

পাশাপাশি কুমারগঞ্জের দিওরের সভা থেকে মোদিকে ফের কটাক্ষ করেন ফিরহাদ। বাংলা স্পিড বেকার কেন লাগাবে না দিদি। সব রাজ্যের প্রকল্প আপনি আপনার নামে করবেন সেটা তো আর হতে পারে না।

প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের প্রচারে জেলায় গতকাল আসেন পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা করপোরশনের মেয়র ফিরহাদ হাকিম। বুধবার বিকেলে হরিরামপুরে তিনটি জায়গায় পথসভা করেন। এবং আজ গঙ্গারামপুরে একটি ও কুমারগঞ্জে দুটি সভা করেন মন্ত্রী। ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ, জেলা সভাপতি বিপ্লব মিত্র, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল সহ অন্যান্য জেলা নেতৃত্ব।


Body:Kumarganj


Conclusion:Kumarganj
Last Updated : Apr 16, 2019, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.