কলকাতা, 5 জুন : ইদ উপলক্ষে কলকাতার রেডরোডে আজ সকালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি বক্তব্য রাখেন । BJP-কে উদ্দেশ্য করে বলেন, "হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা ।" অভিযোগ করেন সদ্য সমাপ্ত লোকসভা ভোটে EVM লুট হয়েছে । এজন্য তিনি নাম না করে BJP-কে দায়ি করেন । সবকিছু ভগবানের ইচ্ছা বলেও মন্তব্য করেন মমতা ।
আজ খুশির ইদ । সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কলকাতার রেডরোডে নমাজ় পড়ার আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে নিজের ভাষণে তিনি EVM ইশুতে BJP-কে কটাক্ষ করেন । বলেন, ভয়ের কোনও কারণ নেই । যত তাড়াতাড়ি EVM লুট করেছে তত তাড়াতাড়ি (BJP) চলেও যাবে ।
রেডরোডে আজ ইদের নমাজ়ে প্রচুর মানুষের সমাগম হয়েছিল । মমতা সেখানে রাজ্যের সম্প্রীতি ও পরম্পরার কথা মনে করিয়ে বক্তব্য রাখেন । বলেন, "বাংলার মাটি সবার জন্য । সবাই আমরা এক । হিন্দু-মুসলিম-শিখ সবাই ভাইয়ের মতো থাকুন । ত্যাগের নাম হিন্দু, ইমানের নাম মুসলমান, এটাই আমাদের হিন্দুস্থান । এই ভারতকে আমরা রক্ষা করব ।" মমতা সেখানে উপস্থিত সবাইকে ইদের শুভেচ্ছাও জানান ।