ETV Bharat / briefs

'ধোনির ভূমিকা নোঙরের মতো, ওঁকে বলির পাঁঠা করা হচ্ছে;' মন্তব্য ছোটোবেলার কোচের

ধোনিকে বলির পাঁঠা করা ঠিক হচ্ছে না, বলছেন মাহির কোচ কেশব ব্যানার্জি । তাঁর কথায়, ''ধোনির ভূমিকাটা নোঙরের মতো। মারতে গিয়ে আউট হলে সমালোচনা হবে ।''

মহেন্দ্র সিং ধোনি
author img

By

Published : Jul 3, 2019, 1:06 PM IST

কলকাতা, 3 জুলাই : দেশ জুড়ে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পারফরমেন্সের সমালোচনা চলছে । তবে সে পথে হাঁটতে নারাজ মাহির ছোটোবেলার কোচ। কেশব ব্যানার্জি । প্রিয় শিষ্যের হয়ে বরং সাফাই দিলেন তিনি । তাঁর মত, ধোনির ব্যাটিংয়ের দিকে আঙুল তোলার আগে পরিস্থিতি বিচার করা উচিত । ইংল্যান্ড ম্যাচের ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে সবচেয়ে বেশি ।

মাহির কেশব স্যর বলছেন, “রোহিত শর্মা ছাড়া পুরো দল সেদিন ভালো খেলতে পারেনি । লোকেশ রাহুলকে 'মেক শিফট ওপেনার' করে অবস্থা সামাল দেওয়া হচ্ছে । চার নম্বর জায়গাটা এখনও নড়বড়ে । ঋষভ পন্থ আশা জাগিয়েছেন । কিন্তু বিশ্বকাপের চাপ আলাদা । তাই উপরের দিকের ভালো না খেলতে পারার যাবতীয় চাপ মাহির উপর পড়েছিল । ওকে পরাজয়ের জন্য বলির পাঁঠা করে লাভ নেই ।”

একই সঙ্গে মাহির প্রথম কোচ কিন্তু রাহুল, কোহলিদের উইকেটে থিতু হয়ে যাওয়ার পরে বড় রান করতে না পারার দিকে আঙুল তুলেছেন । তাঁর মত, “কে এল রাহুল 60 রান পার করার পরে আউট হচ্ছে । কোহলির ক্ষেত্রেও একই কথা বলা যায় । এই অবস্থায় প্রতিপক্ষ বোলাররা জায়গা পেয়ে যাচ্ছে। মিডল অর্ডারের টলমল অবস্থা দলের পক্ষে মোটেই ভাল লক্ষ্মণ নয় । ”

এই সংক্রান্ত আরও খবর : অধিনায়ক মোর্তাজা, উইকেটকিপার ধোনি ; দেখে নিন বিশ্বকাপের ব্যর্থ একাদশ

বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব দ্রুত উইকেট হারালে রান রেট পড়ে যাওয়ার দিকে আঙুল তুলেছেন। সেই দুর্বলতা দূর করতে ধোনির টিকে থাকার মানসিকতারও প্রশংসা করেছেন। ৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়কের যুক্তিতে সায় রয়েছে ধোনির স্যরেরও। তাঁর কথায়, ''মটা নোঙরের মতো। মারতে গিয়ে আউট হলে সমালোচনা হবে। আবার না মেরে ধরে রাখলেও কথা উঠবে। বিশ্বকাপের আগে ধোনির সঙ্গে কথা হয়েছে। সে সময় আগামী দিনে মাহির পথ চলা কোন পথে তার ইঙ্গিত পেয়েছেন।

দেশের ক্রিকেট ভক্তদের একাংশ বিশ্বকাপ জয়ী অধিনায়কের অবসর নিয়ে জল্পনা শুরু করেছেন । ব্যাটিংয়ে সেই পরিচিত 'রিফ্লেক্স' নেই, দাবি করছেন কেউ কেউ । “ এই জুলাইয়ে 38 বছরে পা দেবেন মাহি । বয়স বাড়লে রিফ্লেক্স খানিকটা কমে ঠিকই ।

কেশববাবুর কথায়, ''আটত্রিশে বাইশের রিফ্লেক্স আশা করা ভুল । তবে অবসর নিয়ে সিদ্ধান্তের ভারটা মাহির উপরে ছেড়ে দেওয়াই ভাল । টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সময় কোনও ইঙ্গিত দেয়নি । মনের কথা শুনেছিল । এবারও হয়ত তাই করবে ।''

Keshav Banerjee
কেশব ব্যানার্জী

ইংল্যান্ড বিশ্বকাপই ধোনির শেষ বিশ্বকাপ । চার বছর পর তাঁকে যে বিশ্বকাপে দেখা যাবে না তা সবাই জানেন । ইতিমধ্যেই তাঁর ব্যাটে বিগত দিনের স্পনসরদের লোগো দেখা যাচ্ছে । যা স্পনসরদের পৃষ্ঠপোষকতার কথা মাথায় রেখেই ব্যবহার করছেন প্রাক্তন অধিনায়ক ।

সেমিফাইনাল জিতে ফাইনালে ভারত উঠলে অন্য ছবি সামনে আসবে । ভারত কাপ জিতলে ধোনির অবদান থাকবে কেশব বাবু নিশ্চিত । তবে অবসরের প্রস্তুতি নেওয়া প্রায় শুরু করে দিয়েছেন মাহি, এমনটা বললে ভুল হবে না ।

কলকাতা, 3 জুলাই : দেশ জুড়ে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পারফরমেন্সের সমালোচনা চলছে । তবে সে পথে হাঁটতে নারাজ মাহির ছোটোবেলার কোচ। কেশব ব্যানার্জি । প্রিয় শিষ্যের হয়ে বরং সাফাই দিলেন তিনি । তাঁর মত, ধোনির ব্যাটিংয়ের দিকে আঙুল তোলার আগে পরিস্থিতি বিচার করা উচিত । ইংল্যান্ড ম্যাচের ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে সবচেয়ে বেশি ।

মাহির কেশব স্যর বলছেন, “রোহিত শর্মা ছাড়া পুরো দল সেদিন ভালো খেলতে পারেনি । লোকেশ রাহুলকে 'মেক শিফট ওপেনার' করে অবস্থা সামাল দেওয়া হচ্ছে । চার নম্বর জায়গাটা এখনও নড়বড়ে । ঋষভ পন্থ আশা জাগিয়েছেন । কিন্তু বিশ্বকাপের চাপ আলাদা । তাই উপরের দিকের ভালো না খেলতে পারার যাবতীয় চাপ মাহির উপর পড়েছিল । ওকে পরাজয়ের জন্য বলির পাঁঠা করে লাভ নেই ।”

একই সঙ্গে মাহির প্রথম কোচ কিন্তু রাহুল, কোহলিদের উইকেটে থিতু হয়ে যাওয়ার পরে বড় রান করতে না পারার দিকে আঙুল তুলেছেন । তাঁর মত, “কে এল রাহুল 60 রান পার করার পরে আউট হচ্ছে । কোহলির ক্ষেত্রেও একই কথা বলা যায় । এই অবস্থায় প্রতিপক্ষ বোলাররা জায়গা পেয়ে যাচ্ছে। মিডল অর্ডারের টলমল অবস্থা দলের পক্ষে মোটেই ভাল লক্ষ্মণ নয় । ”

এই সংক্রান্ত আরও খবর : অধিনায়ক মোর্তাজা, উইকেটকিপার ধোনি ; দেখে নিন বিশ্বকাপের ব্যর্থ একাদশ

বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব দ্রুত উইকেট হারালে রান রেট পড়ে যাওয়ার দিকে আঙুল তুলেছেন। সেই দুর্বলতা দূর করতে ধোনির টিকে থাকার মানসিকতারও প্রশংসা করেছেন। ৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়কের যুক্তিতে সায় রয়েছে ধোনির স্যরেরও। তাঁর কথায়, ''মটা নোঙরের মতো। মারতে গিয়ে আউট হলে সমালোচনা হবে। আবার না মেরে ধরে রাখলেও কথা উঠবে। বিশ্বকাপের আগে ধোনির সঙ্গে কথা হয়েছে। সে সময় আগামী দিনে মাহির পথ চলা কোন পথে তার ইঙ্গিত পেয়েছেন।

দেশের ক্রিকেট ভক্তদের একাংশ বিশ্বকাপ জয়ী অধিনায়কের অবসর নিয়ে জল্পনা শুরু করেছেন । ব্যাটিংয়ে সেই পরিচিত 'রিফ্লেক্স' নেই, দাবি করছেন কেউ কেউ । “ এই জুলাইয়ে 38 বছরে পা দেবেন মাহি । বয়স বাড়লে রিফ্লেক্স খানিকটা কমে ঠিকই ।

কেশববাবুর কথায়, ''আটত্রিশে বাইশের রিফ্লেক্স আশা করা ভুল । তবে অবসর নিয়ে সিদ্ধান্তের ভারটা মাহির উপরে ছেড়ে দেওয়াই ভাল । টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সময় কোনও ইঙ্গিত দেয়নি । মনের কথা শুনেছিল । এবারও হয়ত তাই করবে ।''

Keshav Banerjee
কেশব ব্যানার্জী

ইংল্যান্ড বিশ্বকাপই ধোনির শেষ বিশ্বকাপ । চার বছর পর তাঁকে যে বিশ্বকাপে দেখা যাবে না তা সবাই জানেন । ইতিমধ্যেই তাঁর ব্যাটে বিগত দিনের স্পনসরদের লোগো দেখা যাচ্ছে । যা স্পনসরদের পৃষ্ঠপোষকতার কথা মাথায় রেখেই ব্যবহার করছেন প্রাক্তন অধিনায়ক ।

সেমিফাইনাল জিতে ফাইনালে ভারত উঠলে অন্য ছবি সামনে আসবে । ভারত কাপ জিতলে ধোনির অবদান থাকবে কেশব বাবু নিশ্চিত । তবে অবসরের প্রস্তুতি নেওয়া প্রায় শুরু করে দিয়েছেন মাহি, এমনটা বললে ভুল হবে না ।

Intro:ধোনিকে বলির পাঠা করা ঠিক হচ্ছে না, বলছেন মাহির কোচ
কলকাতা,৩জুলাইঃ দেশ জুড়ে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পারফরম্যান্সের সমালোচনা হলেও সেই পথে হাঁটতে নারাজ কেশব ব্যানার্জী। প্রিয় শিষ্যের হয়ে বরং ব্যাটিং করলেন। তাঁর মতে ধোনির ব্যাটিংয়ের দিকে আঙুল তোলার আগে পরিস্থিতি বিচার করা উচিত। ইংল্যান্ড ম্যাচের ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে সবচেয়ে বেশি। মাহির কেশব স্যার বলছেন, “রোহিত শর্মা ছাড়া পুরো দল সেদিন ভালো খেলতে পারেনি। কেএল রাহুলকে মেক শিফট ওপেনার করে অবস্থা সামাল দেওয়া হচ্ছে। চার নম্বর জায়গাটা এখনও নড়বড়ে। ঋষভ পন্থ আশা জাগিয়েছেন। কিন্তু বিশ্বকাপের চাপ আলাদা। তাই ওপরের দিকের ভালো না খেলতে পারার যাবতীয় চাপ মাহির ওপর পড়েছিল। ওকে পরাজয়ের জন্য বলির পাঠা করে লাভ নেই। ”একই সঙ্গে তিনি রাহুল, কোহলিদের উইকেটে থিতু হয়ে যাওয়ার পরে বড় রান করতে না পারার দিকে আঙুল তুলেছেন। তাঁর মতে,“ কে এল রাহুল ষাট রান পার করার পরে আউট হচ্ছে। কোহলির ক্ষেত্রেও একই কথা বলা যায়। এই অবস্থায় প্রতিপক্ষ বোলাররা জায়গা পেয়ে যাচ্ছে। মিডল অর্ডারের টলমল অবস্থা দলের পক্ষে মোটেই ভালো লক্ষণ নয়। ”
কিংবদন্তী কপিল দেব দ্রুত উইকেট হারালে রান রেট পড়ে যাওয়ার শঙ্কার দিকে আঙুল তুলেছেন। সেই শঙ্কা দূর করতে ধোনির টিকে থাকার মানসিকতাররপ্রশংসাও করেছেন। ৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়কের যুক্তিতে সায় রয়েছে ধোনির ব্যানার্জী স্যারের। তাঁর কথায় ধোনির ভূমিকাটা নোঙরের মতো। মারতে গিয়ে আউট হলে সমালোচনা হবে। আবার না মেরে ধরে রাখলেও কথা উঠবে। বিশ্বকাপের আগে ধোনির সঙ্গে কথা হয়েছে। সেসময় আগামী দিনে এমএস এর পদক্ষেপ কোন পথে তার ইঙ্গিত পেয়েছেন।
দেশের ক্রিকেট ভক্তদের একাংশ বিশ্বকাপ জয়ী অধিনায়কের অবসর নিয়ে জল্পনা শুরু করেছেন। ব্যাটিংয়ে সেই পরিচিত রিফ্লেক্স নেই বলে বলা হচ্ছে। “ এই জুলাইয়ে ৩৮ বছরে পা দেবে মাহি। বয়স বাড়লে রিফ্লেক্স কমবে স্বাভাবিক । আটত্রিশে আপনি বাইশের রিফ্লেক্স আশা করতে পারেন না। তবে অবসর নিয়ে সিদ্ধান্তের ভারটা ওর ওপর ছেড়ে দেওয়াই ভালো। টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সময় কোনও ইঙ্গিত দেয়নি। মনের কথা শুনেছিল। এবারও হয়ত তাই করবে,” জানিয়েছেন কেশব ব্যানার্জী।
ইংল্যান্ড বিশ্বকাপই ধোনির শেষ কাপ যাত্রা। চার বছরর পরে তাঁকে যে পাওয়া যাবে না তা সবাই জানেন। ইতিমধ্যেই তাঁর ব্যাটে বিগত দিনের স্পনসরদের লোগো দেখা যাচ্ছে। যা স্পনসরদের পৃষ্ঠপোষকতার কথা মাথায় রেখে প্রতিদান হিসেবে ইচ্ছে করেই করছেন প্রাক্তন অধিনায়ক।
“সেমিফাইনাল জিতে ফাইনালে ভারত উঠলে অন্য ছবি সামনে আসবে। ভারত কাপ জিতলে ধোনির অবদান থাকবে আমি নিশ্চিত। সেসময় আবেগ মাখা ঘটনা ঘটতেও পারে,” ইঙ্গিত মাহির কেশব স্যারের। তাই বলা যায় ধোনি শেষের পাতা সম্ভবত লিখতে শুরু করেছেন।Body:DhoniConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.