ভাটপাড়া, 2 মে : রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া । এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ভাটপাড়া গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র । তিনি বলেন, "ভাটপাড়া জুড়ে একটাই আওয়াজ, অর্জুন হটাও । ভাটপাড়া বাঁচাও । আমরা তৈরি যুদ্ধের জন্য ।"
গত দু'দিন ধরে উত্তপ্ত ভাটপাড়া । সোমবার রাতে ভাটপাড়ার 13 নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি পথসভাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত । BJP-র অভিযোগ, সেই পথসভা চলাকালীন তৃণমূল কর্মীরা পাশেই তাদের একটি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে । কিন্তু বোমা গিয়ে পড়ে পাশের একটি বাড়িতে । ওই বাড়ির দুই সদস্য গুরুতর আহত হন । তাঁদের ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় ।
এরপর এলাকার বাসিন্দারা ওই পথসভায় হামলা চালায় । সভামঞ্চে আগুনও ধরিয়ে দেওয়া হয় । এই ঘটনার পর কামারহাটি থেকে কয়েকজন এসে BJP-র কার্যালয়ে হামলা চালায় । কয়েকটি বাইকেও আগুন ধরিয়ে দেয় । সূত্রের খবর, বহিরাগতরা মদন মিত্র অনুগামী । সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে আসে জগদ্দল থানার পুলিশ । আসে কেন্দ্রীয় বাহিনীও । তাদের সামনেই চলে বোমাবাজি । এরপর গতকাল সকাল থেকেই ভাটপাড়ায় জারি হয় 144 ধারা ।
এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে ভাটপাড়া যান মদন । সেখানে তিনি বলেন, "আমরা শান্তিতে বিশ্বাস করি, লড়াইয়ে নয় । তবে স্যাঁকরার টুকটাক, লোহারের (পড়ুন কামার) এক ঘা । এই লোহার ভাটপাড়ার জনগণ । আর সেই লোহার ঘা দেবে 6 মে । তবে, আমি ভাটপাড়ার ঘটনাটি নির্বাচন কমিশনে জানাব ।"
কয়েকদিন আগে BJP-তে যোগ দেন অর্জুন সিং । ছাড়েন বিধায়ক পদও । তাঁকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করে BJP । তাঁর ছেড়ে যাওয়া ভাটপাড়া কেন্দ্রেই হবে উপনির্বাচন । তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে মদন মিত্রকে । BJP প্রার্থী হয়েছেন অর্জুনপুত্র পবন সিং ।