ETV Bharat / briefs

শান্তিপুরে কালী মন্দির থেকে লক্ষাধিক টাকার গহনা চুরি - কালী মূর্তি থেকে গয়না চুরি

শান্তিপুরের চুনুরি পাড়ায় কালী মন্দির থেকে লক্ষাধিক টাকার গহনা চুরি । খোয়া গেছে সোনার বালা, রুপোর 500 গ্রাম ওজনের গলার হার, কানের দুল, সোনার টায়রা, টিকলিসহ একাধিক অলংকার ।

Stealing jewellery from kali idol
Stealing jewellery from kali idol
author img

By

Published : Jul 8, 2020, 4:14 PM IST

শান্তিপুর, 8 জুলাই : মূর্তি থেকে চুরি গেল লক্ষাধিক টাকার অলংকার । নদিয়ার শান্তিপুরের চুনুরি পাড়ার ঘটনা ।

গতকাল সন্ধ্যায় চুনুরি পাড়ার বাসিন্দা সুব্রত বিশ্বাসের বাড়ির কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে । পারিবারিক সূত্রে খবর, প্রতিদিনের মত গতকাল পুজো দিয়ে বাড়ির ভিতরে গিয়েছিলেন সুব্রতবাবু । 10 মিনিট পর প্রসাদ নিতে এসে দেখেন মন্দিরের দরজা খোলা রয়েছে। ভিতরে গিয়ে দেখেন কালী মূর্তির সোনার অলংকারগুলি নেই। চিৎকার করতেই ছুটে আসেন প্রতিবেশীরা ।

সুব্রতবাবু জানান, সোনার বালা, রুপোর 500 গ্রাম ওজনের গলার হার, কানের দুল, সোনার টায়রা, টিকলি-সহ একাধিক গয়না চুরি গেছে । সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার গয়না ছিল ।

খবর দেওয়া হলে ঘটনাস্থানে পৌঁছায় শান্তিপুর থানায় পুলিশ । পরিবারের তরফে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও এখনও পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।

শান্তিপুর, 8 জুলাই : মূর্তি থেকে চুরি গেল লক্ষাধিক টাকার অলংকার । নদিয়ার শান্তিপুরের চুনুরি পাড়ার ঘটনা ।

গতকাল সন্ধ্যায় চুনুরি পাড়ার বাসিন্দা সুব্রত বিশ্বাসের বাড়ির কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে । পারিবারিক সূত্রে খবর, প্রতিদিনের মত গতকাল পুজো দিয়ে বাড়ির ভিতরে গিয়েছিলেন সুব্রতবাবু । 10 মিনিট পর প্রসাদ নিতে এসে দেখেন মন্দিরের দরজা খোলা রয়েছে। ভিতরে গিয়ে দেখেন কালী মূর্তির সোনার অলংকারগুলি নেই। চিৎকার করতেই ছুটে আসেন প্রতিবেশীরা ।

সুব্রতবাবু জানান, সোনার বালা, রুপোর 500 গ্রাম ওজনের গলার হার, কানের দুল, সোনার টায়রা, টিকলি-সহ একাধিক গয়না চুরি গেছে । সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার গয়না ছিল ।

খবর দেওয়া হলে ঘটনাস্থানে পৌঁছায় শান্তিপুর থানায় পুলিশ । পরিবারের তরফে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও এখনও পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.