ETV Bharat / briefs

চিনের সঙ্গে চুক্তির পর চাবাহার রেল প্রজেক্ট থেকে ভারতকে বাদ দিলে ইরান - ভারত ইরান সম্পর্ক

চারবছর আগে চাবাহার বন্দর থেকে জাহিদান পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য নয়া দিল্লি ও তেহরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । কথা ছিল আফগানিস্তানে সীমানা বরাবর রেললাইনটি নির্মাণ করা । যদিও ভারতকে বাদ দিয়ে এখন নিজেই রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইরানের সরকার বলে দাবি সেদেশের সংবাদমাধ্যমের একাংশের ।

Iran drops india from cha bahar railway project
Iran drops india from cha bahar railway project
author img

By

Published : Jul 14, 2020, 9:47 PM IST

হায়দরাবাদ, 14 জুলাই : চিনের সঙ্গে সহযোগিতার খসড়া অনুমোদনের পর ভারতকে চাবাহার রেল প্রজেক্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ইরানের । সেদেশের একটি সংবাদমাধ্যমের দাবি, নয়া দিল্লির তরফে ফান্ডিংয়ে দেরি হওয়ায় এই সিদ্ধান্ত তেহরানের ।

সম্প্রতি বেজিংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তেহরান । সেক্ষেত্রে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর উল্লেখযোগ্য ছাড় এবং দু'বছর পর্যন্ত পেমেন্ট বিলম্বিত করার ক্ষমতা-সহ বেশ কয়েকটি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে । এরপরেই ভারতকে চাবাহার রেল প্রজেক্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ইরানের বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের একাংশ ।

চারবছর আগে চাবাহার বন্দর থেকে জাহিদান পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য নয়া দিল্লি ও তেহরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । কথা ছিল আফগানিস্তানে সীমানা বরাবর রেললাইনটি নির্মাণ করা । যদিও ভারতকে বাদ দিয়ে এখন নিজেই রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইরানের সরকার বলে দাবি সেদেশের সংবাদমাধ্যমের একাংশের ।

গত সপ্তাহেই ইসলামিক রিপাবলিকের ট্রান্সপোর্ট এবং আরবান মন্ত্রী মহম্মদ এসলামি চাবাহার থেকে জাহিদান পর্যন্ত 628 কিলোমিটার রেলপথের উদ্বোধন করেন ।

হায়দরাবাদ, 14 জুলাই : চিনের সঙ্গে সহযোগিতার খসড়া অনুমোদনের পর ভারতকে চাবাহার রেল প্রজেক্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ইরানের । সেদেশের একটি সংবাদমাধ্যমের দাবি, নয়া দিল্লির তরফে ফান্ডিংয়ে দেরি হওয়ায় এই সিদ্ধান্ত তেহরানের ।

সম্প্রতি বেজিংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তেহরান । সেক্ষেত্রে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর উল্লেখযোগ্য ছাড় এবং দু'বছর পর্যন্ত পেমেন্ট বিলম্বিত করার ক্ষমতা-সহ বেশ কয়েকটি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে । এরপরেই ভারতকে চাবাহার রেল প্রজেক্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ইরানের বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের একাংশ ।

চারবছর আগে চাবাহার বন্দর থেকে জাহিদান পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য নয়া দিল্লি ও তেহরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । কথা ছিল আফগানিস্তানে সীমানা বরাবর রেললাইনটি নির্মাণ করা । যদিও ভারতকে বাদ দিয়ে এখন নিজেই রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইরানের সরকার বলে দাবি সেদেশের সংবাদমাধ্যমের একাংশের ।

গত সপ্তাহেই ইসলামিক রিপাবলিকের ট্রান্সপোর্ট এবং আরবান মন্ত্রী মহম্মদ এসলামি চাবাহার থেকে জাহিদান পর্যন্ত 628 কিলোমিটার রেলপথের উদ্বোধন করেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.