ETV Bharat / briefs

13 জনকে নিয়ে নিখোঁজ বায়ুসেনার বিমান

বিমানটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে বায়ুসেনা ।

author img

By

Published : Jun 3, 2019, 4:20 PM IST

Updated : Jun 3, 2019, 8:36 PM IST

বায়ুসেনা

দিল্লি, 3 জুন : পাঁচ যাত্রী ও আটজন বিমানকর্মীসহ নিখোঁজ ভারতীয় বায়ুসেনার একটি বিমান । বিমানটির খোঁজে অভিযান শুরু করেছে বায়ুসেনা । বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে একটি সূত্র থেকে দাবি করা হলেও বায়ুসেনার তরফে তা স্বীকার করা হয়নি ।

আজ বেলা 12টা 25 মিনিটে অসমের জোরহাট থেকে ভারতীয় বায়ুসেনার অ্যান্টোনোভ An-32 বিমানটি ছাড়ে । সেটির গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের মেচুকার মিলিটারি ল্যান্ডিং স্ট্রিপ । সেই পথ অতিক্রম করতে 50 মিনিট সময় লাগে । দুপুর একটার সময় বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ করা গেছিল । তারপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ।

বিমানটির খোঁজে একটি An-32 বিমান , C-130J স্পেশাল অপারেশন এয়ারক্রাফট, Mi-17 ও ভারতীয় সেনার ALH হেলিকপ্টার নামিয়েছে বায়ুসেনা । লেফটান্যান্ট কর্নেল পি খনঘসাই জানান, ভারতীয় সেনা ও ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশকে নামানো হয়েছে ।

পরে টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । লেখেন, "কয়েক ঘণ্টা ধরে নিখোঁজ An-32 বিমান নিয়ে ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল রাকেশ সিংয়ের সঙ্গে কথা বলেছি । " পরে বায়ুসেনার তরফে একটি টুইটে লেখা হয়, "ভারতীয় সেনা, বিভিন্ন সরকারি ও অসামরিক সংস্থার সঙ্গে বায়ুসেনা একসঙ্গে কাজ করছে । রাতে আকাশপথ ও স্থলপথে অভিযান জারি থাকবে । "

দিল্লি, 3 জুন : পাঁচ যাত্রী ও আটজন বিমানকর্মীসহ নিখোঁজ ভারতীয় বায়ুসেনার একটি বিমান । বিমানটির খোঁজে অভিযান শুরু করেছে বায়ুসেনা । বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে একটি সূত্র থেকে দাবি করা হলেও বায়ুসেনার তরফে তা স্বীকার করা হয়নি ।

আজ বেলা 12টা 25 মিনিটে অসমের জোরহাট থেকে ভারতীয় বায়ুসেনার অ্যান্টোনোভ An-32 বিমানটি ছাড়ে । সেটির গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের মেচুকার মিলিটারি ল্যান্ডিং স্ট্রিপ । সেই পথ অতিক্রম করতে 50 মিনিট সময় লাগে । দুপুর একটার সময় বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ করা গেছিল । তারপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ।

বিমানটির খোঁজে একটি An-32 বিমান , C-130J স্পেশাল অপারেশন এয়ারক্রাফট, Mi-17 ও ভারতীয় সেনার ALH হেলিকপ্টার নামিয়েছে বায়ুসেনা । লেফটান্যান্ট কর্নেল পি খনঘসাই জানান, ভারতীয় সেনা ও ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশকে নামানো হয়েছে ।

পরে টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । লেখেন, "কয়েক ঘণ্টা ধরে নিখোঁজ An-32 বিমান নিয়ে ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল রাকেশ সিংয়ের সঙ্গে কথা বলেছি । " পরে বায়ুসেনার তরফে একটি টুইটে লেখা হয়, "ভারতীয় সেনা, বিভিন্ন সরকারি ও অসামরিক সংস্থার সঙ্গে বায়ুসেনা একসঙ্গে কাজ করছে । রাতে আকাশপথ ও স্থলপথে অভিযান জারি থাকবে । "

Srinagar (J-K), Jun 03 (ANI): An exhibition for women entrepreneurs was organised in Jammu and Kashmir's Srinagar. The exhibition showcased designer clothes by local businesswomen. Women appreciated the platform provided to them to exhibit their talent. Clothes for varying occasions from casual to formal could be found at the exhibition. The exhibition was a heaven for customers who like to support women entrepreneurs.

Last Updated : Jun 3, 2019, 8:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.