ETV Bharat / briefs

দূষণ নিয়ে ভারতের কোনও ধারণা নেই : ট্রাম্প - Pollution

ট্রাম্পের দাবি, বিশ্বের অন্যতম বিশুদ্ধ জলবায়ু অ্যামেরিকার । আর ভারত, চিন ও রাশিয়ার দূষণ নিয়ে কোনও ধারণা নেই ।

ডোনাল্ড ট্রাম্প
author img

By

Published : Jun 6, 2019, 2:01 AM IST

লন্ডন, 6 জুন : জলবায়ু পরিবর্তন নিয়ে ভারত, চিন ও রাশিয়াকে একযোগে আক্রমণ করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেন, "দূষণ ও পরিচ্ছন্নতা নিয়ে চিন, ভারত ও রাশিয়ার ধারণা নেই । "

তিন দিনের সফরে সোমবার ইংল্যান্ডে এসেছেন ট্রাম্প । একটি স্থানীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, "বিশ্বের অন্যতম বিশুদ্ধ জলবায়ু অ্যামেরিকার । আর তা আরও ভালো হচ্ছে । " পাশাপাশি, আবহাওয়া পরিবর্তন নিয়ে প্রিন্স চালর্সের মনোভাবেরও তারিফ করেন তিনি ।

এরপরই ভারত, চিন ও রাশিয়াকে কটাক্ষ করেন ট্রাম্প । বলেন, "ভারত, চিন ও রাশিয়া সহ কয়েকটি দেশে বায়ুর অবস্থা ভালো নয় । জলেরও একই অবস্থা । দূষণ ও পরিচ্ছন্নতা নিয়ে ধারণা নেই । কয়েকটি শহরে যদি যান, সেখানে শ্বাস-প্রশ্বাসও নিতে পারবেন না । শহরগুলির নাম আমি বলছি না । এরা নিজেদের দায়িত্ব পালন করে না । "

উল্লেখ্য, প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে প্রথম থেকেই বিষোদগার করেছেন ট্রাম্প । প্রেসিডেন্ট হওয়ার আগেই হুমকি দিয়েছিলেন, ওবামার জলবায়ু সংক্রান্ত নীতি পালটে দেবেন । প্যারিস চুক্তিতে আমেরিকার অংশগ্রহণ বাতিল করবেন । উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলিকে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে একটি ডলারও দেবেন না । সেইমতো ক্ষমতায় আসার পর প্যারিস চুক্তি থেকে সরে যান । তাঁর অভিযোগ ছিল, এটা অত্যন্ত বাজে চুক্তি । ভারত, চিন ও ইউরোপকে যখন ছাড় দেওয়া হচ্ছে তখন এই চুক্তি অ্যামেরিকার উপর খড়গহস্ত হচ্ছে ।

লন্ডন, 6 জুন : জলবায়ু পরিবর্তন নিয়ে ভারত, চিন ও রাশিয়াকে একযোগে আক্রমণ করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেন, "দূষণ ও পরিচ্ছন্নতা নিয়ে চিন, ভারত ও রাশিয়ার ধারণা নেই । "

তিন দিনের সফরে সোমবার ইংল্যান্ডে এসেছেন ট্রাম্প । একটি স্থানীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, "বিশ্বের অন্যতম বিশুদ্ধ জলবায়ু অ্যামেরিকার । আর তা আরও ভালো হচ্ছে । " পাশাপাশি, আবহাওয়া পরিবর্তন নিয়ে প্রিন্স চালর্সের মনোভাবেরও তারিফ করেন তিনি ।

এরপরই ভারত, চিন ও রাশিয়াকে কটাক্ষ করেন ট্রাম্প । বলেন, "ভারত, চিন ও রাশিয়া সহ কয়েকটি দেশে বায়ুর অবস্থা ভালো নয় । জলেরও একই অবস্থা । দূষণ ও পরিচ্ছন্নতা নিয়ে ধারণা নেই । কয়েকটি শহরে যদি যান, সেখানে শ্বাস-প্রশ্বাসও নিতে পারবেন না । শহরগুলির নাম আমি বলছি না । এরা নিজেদের দায়িত্ব পালন করে না । "

উল্লেখ্য, প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে প্রথম থেকেই বিষোদগার করেছেন ট্রাম্প । প্রেসিডেন্ট হওয়ার আগেই হুমকি দিয়েছিলেন, ওবামার জলবায়ু সংক্রান্ত নীতি পালটে দেবেন । প্যারিস চুক্তিতে আমেরিকার অংশগ্রহণ বাতিল করবেন । উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলিকে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে একটি ডলারও দেবেন না । সেইমতো ক্ষমতায় আসার পর প্যারিস চুক্তি থেকে সরে যান । তাঁর অভিযোগ ছিল, এটা অত্যন্ত বাজে চুক্তি । ভারত, চিন ও ইউরোপকে যখন ছাড় দেওয়া হচ্ছে তখন এই চুক্তি অ্যামেরিকার উপর খড়গহস্ত হচ্ছে ।

Fulbari (West Bengal), Jun 05 (ANI): On the occasion of Eid-ul-Fitr, Border Security Force personnel exchanged sweets with Border Guards Bangladesh personnel in Fulbari, at Indo-Bangladesh border near Siliguri in West Bengal. They wished each other on the occasion. Every year, jawans from the two neighbouring countries exchange sweets on the auspicious occasion.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.