ETV Bharat / briefs

কাঁকসায় 100 দিনের কাজের দাবিতে বিক্ষোভ - কোরোনা

দীর্ঘ দুই বছর আদিবাসী সম্প্রদায়ভুক্ত শতাধিক মানুষ 100 দিনের কাজ থেকে বঞ্চিত বলে অভিযোগ । লকডাউনের জেরে কাজ হারিয়েছে অনেকেই । এই পরিস্থিতিতে পেটের টানে 100 দিনের কাজের দাবিতে বিক্ষোভে শামিল আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন ।

100 days work
100 days work
author img

By

Published : Sep 15, 2020, 3:59 PM IST

দুর্গাপুর, 15 সেপ্টেম্বর : পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকার বেলডাঙা গ্রামের প্রায় 174 টি আদিবাসী সম্প্রদায়ভুক্ত পরিবার । অভিযোগ, দীর্ঘ দুই বছর ধরে এই পরিবারগুলি 100 দিনের কাজ থেকে বঞ্চিত । কোরোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারিয়েছে অনেকেই । পেটের টানে আজ তাই 100 দিনের কাজের দাবিতে BDO অফিসে বিক্ষোভে শামিল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন । পাশাপাশি BDO-কে স্মারকলিপি জমা দেয় তারা ।

বিগত দু'বছর ধরে 100 দিনের কাজ বন্ধ কাঁকসার বেলডাঙা গ্রামে । যার ফলে সমস্যায় পড়তে হয়েছে গ্রামবাসীকে । কোরোনা আবহে একদিকে চলছে সাপ্তাহিক লকডাউন, তার উপর কলকারখানায় কাজ না থাকায় সমস্যায় পড়তে হয়েছে গ্রামের মানুষদের । এই পরিস্থিতিতে 100 দিনের কাজের দাবিতে কাঁকসার BDO-র দ্বারস্থ হয় বেলডাঙা গ্রামবাসী । BDO সুদীপ্ত আচার্য বিষয়টি খতিয়ে দেখে দ্রুত 100 দিনের কাজ চালু করার আশ্বাস দিয়েছেন ।

আপাতত BDO-র আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নিয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা । তবে সমস্যার সমাধান না হলে ফের BDO-র কাছে নিজেদের সমস্যার কথা জানাবেন বলে জানিয়েছেন তাঁরা ।

দুর্গাপুর, 15 সেপ্টেম্বর : পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকার বেলডাঙা গ্রামের প্রায় 174 টি আদিবাসী সম্প্রদায়ভুক্ত পরিবার । অভিযোগ, দীর্ঘ দুই বছর ধরে এই পরিবারগুলি 100 দিনের কাজ থেকে বঞ্চিত । কোরোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারিয়েছে অনেকেই । পেটের টানে আজ তাই 100 দিনের কাজের দাবিতে BDO অফিসে বিক্ষোভে শামিল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন । পাশাপাশি BDO-কে স্মারকলিপি জমা দেয় তারা ।

বিগত দু'বছর ধরে 100 দিনের কাজ বন্ধ কাঁকসার বেলডাঙা গ্রামে । যার ফলে সমস্যায় পড়তে হয়েছে গ্রামবাসীকে । কোরোনা আবহে একদিকে চলছে সাপ্তাহিক লকডাউন, তার উপর কলকারখানায় কাজ না থাকায় সমস্যায় পড়তে হয়েছে গ্রামের মানুষদের । এই পরিস্থিতিতে 100 দিনের কাজের দাবিতে কাঁকসার BDO-র দ্বারস্থ হয় বেলডাঙা গ্রামবাসী । BDO সুদীপ্ত আচার্য বিষয়টি খতিয়ে দেখে দ্রুত 100 দিনের কাজ চালু করার আশ্বাস দিয়েছেন ।

আপাতত BDO-র আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নিয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা । তবে সমস্যার সমাধান না হলে ফের BDO-র কাছে নিজেদের সমস্যার কথা জানাবেন বলে জানিয়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.