লন্ডন, 6 জুন : প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল অ্যাথারটন মনে করেন মাঠে আহত ক্রিকেটারদের জন্য পরিবর্ত দেওয়া দরকার। তবে যদি সেই ক্রিকেটারকে চিকিৎসার জন্য হাসপাতাল যেতে হয় তবেই এই পরিবর্তন দিতে হবে বলে তিনি মনে করেন।
কোরোনার জেরে খেলা বন্ধ হওয়ার পর ফের মাঠে ফিরতে চলেছে ক্রিকেট । জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলার জন্য ইংল্যান্ড যাবে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দল ।
কোরোনা সংক্রমনের জেরে খেলা বন্ধ হওয়ার পর এটাই সম্ভবত প্রথম টুর্নামেন্ট হতে চলেছে।
54 টি টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া মাইকেল অ্যাথারটন বলেন, “ যদি এই রকম পরিস্থিতি আসে, তখন আমার মনে হয় কনকাশন নিয়মে পরিবর্তন করা দরকার। কারণ যদি কারুর আঘাত লাগে, এবং তাঁকে হাসপাতাল যেতে হয়। তাঁর জন্য সম্ভবত পরিবর্ত দেওয়া দরকার । তাতে তাঁর, আঙ্গুল ভাঙুক বা হ্যামস্ট্রিং এ চোট লাগুক।”
52 বছরের এই ব্যাটসম্যানটি দেশের হয়ে 7728 রান করেছেন। ইংল্যান্ডের হয়ে খেলেছেন 115 টি টেস্ট। পরিবর্ত পরিস্থিতিতে, ICC ও COVID-19 পরিবর্তর কথা ভাবছে।