সিডনি, 8 জুন : ভারতীয় রিস্ট স্পিনার কুলদীপযাদব এর উপর বাজি ধরছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল। তাঁর আসন্নভারত অস্ট্রেলিয়া সিরিজে অজিদের জন্য বড় সমস্যা হতে চলেছেন কুলদীপ যাদব।
একটিক্রিকেট ওয়েবসাইটের নিজের কলামের চ্যাপেল লেখেন, "অস্ট্রেলিয়ার পিচ রিস্ট স্পিনার দেরজন্য আদর্শ । তাই ভারতীয় রিস্ট স্পিনার কুলদীপ যাদব অজিদের ত্রাস হয়ে উঠতে পারেন।
এশিয়ারপ্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় করে ইতিহাস তৈরি করেছিল ভারত।ভারতের সেই দলে ছিলেন কুলদীপ যাদব। প্রথম টেস্ট ম্যাচ হেরে যাবার পরও সিরিজ জয়করে দেশে ফেরে ভারত ।
এইবাঁহাতি স্পিনার চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচের ভারতীয় দলে ছিলেন। বৃষ্টির কারণেসিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেই টেস্ট ম্যাচ ড্র হয়। কিন্তু অস্ট্রেলিয়ার প্রথমইনিংসে তিনি পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন। ভারতের 622 রানের জবাবে প্রথম ইনিংসেঅস্ট্রেলিয়া মাত্র 300 রানেঅলউইকেট হয়ে যায় ।
চ্যাপেলএর মতে, ভারতীয়নির্বাচন এর কাছে কাজটা খুব কঠিন। রবীচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ এরমধ্যে বেছে নিতে হবে একজনকে।
এদিনতিনি বলেন, “স্পিনারদেরবেছে নেয়াটাই ভারতীয় নির্বাচকদের কাছে সবথেকে বড় মাথা ব্যাথা। অসিনের দুরন্তরেকর্ড আছে কিন্তু অস্ট্রেলিয়া সেভাবে সফল নন তিনি। অন্যদিকে রবীন্দ্র জাদেজারঅলরাউন্ডার কোয়ালিটি আছে। কিন্তু বোলিংটা আরো মাজা ঘষা করার প্রয়োজন। ”
সূচিঅনুযায়ী ব্রিসবেনে 3 ডিসেম্বরঅজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে চলেছে ভারত । পরের ম্যাচ গুলি হবে অ্যাডিলেড, মেলবোর্ন, সিডনিতে।