ETV Bharat / briefs

বিনামূল্যে চিকিৎসা করব, বলল উচ্চমাধ্যমিকে চতুর্থ মহাকাশ

author img

By

Published : May 27, 2019, 11:39 AM IST

Updated : May 27, 2019, 12:41 PM IST

বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র মহাকাশ ডাক্তার হয়ে বিনামূল্যে চিকিৎসা করতে চায় ।

মহাকাশ রক্ষিত

বাঁকুড়া, 27 মে : "আমি ডাক্তার হয়ে সেবা করার চেষ্টা করব । কারও টাকা না থাকলে জোর করে টাকা আদায় করব না । বিনামূল্যে চিকিৎসা করব ।" বলল উচ্চমাধ্যমিকে চতুর্থ মহাকাশ রক্ষিত । তার প্রাপ্ত নম্বর 492 ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র মহাকাশ পরবর্তীকালে ডাক্তার হতে চায় । গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করতে চায় সে । রেজ়াল্ট ভালো হবে আশা করেছিল সে । কিন্তু এতটা ভালো অপ্রত্যাশিত ছিল । সে দিনে 7-8 ঘণ্টা পড়াশোনা করত । তার মতে এই রেজ়াল্টের জন্য মায়ের ভূমিকা সবথেকে বেশি ।

বাঁকুড়া, 27 মে : "আমি ডাক্তার হয়ে সেবা করার চেষ্টা করব । কারও টাকা না থাকলে জোর করে টাকা আদায় করব না । বিনামূল্যে চিকিৎসা করব ।" বলল উচ্চমাধ্যমিকে চতুর্থ মহাকাশ রক্ষিত । তার প্রাপ্ত নম্বর 492 ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র মহাকাশ পরবর্তীকালে ডাক্তার হতে চায় । গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করতে চায় সে । রেজ়াল্ট ভালো হবে আশা করেছিল সে । কিন্তু এতটা ভালো অপ্রত্যাশিত ছিল । সে দিনে 7-8 ঘণ্টা পড়াশোনা করত । তার মতে এই রেজ়াল্টের জন্য মায়ের ভূমিকা সবথেকে বেশি ।

Intro:উচ্চমাধ্যমিকে 492 পেয়ে চতুর্থ স্থান অধিকার করলেন বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র মহাকাশ রক্ষিত।


Body:বিজ্ঞান বিভাগের ছাত্র মহাকাশ মাধ্যমিকে দশম হয়েছিলেন। উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করার ইচ্ছে একটা ছিল তবে এতটা ভালো হবে নিজেও ভাবতে পারেনি মহাকাশ এমনটাই বললেন তিনি। বাবা ধনঞ্জয় রক্ষিত পুরুলিয়া সিধু কানু বিরশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মা কাকলি রক্ষিত গৃহবধূ। এক ভাই ও এক বোন। দিদি শতভিষা রক্ষিত এমএসসি ফিজিক্সের ছাত্রী।
ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন মহাকাশের। তবে অবশ্যই গরিব মানুষের সেবার তেই এই ডাক্তার হওয়ার স্বপ্ন।


Conclusion:ব ইট মহাকাশ রক্ষিত
ব ইট কাকলি রক্ষিত মহাকাশের মা
Last Updated : May 27, 2019, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.