হুগলি, 2জুন : মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করে প্রতীকী প্রতিবাদ করল BJP। কার্যত পাশবালিশ নিয়ে রাস্তার পাশেই শুয়ে পড়লেন কয়েকজন সদস্য । কয়েকজন বসে রইলেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কোরোনাকে পাশবালিশ করার’ মন্তব্যই মূল নিশানা ছিল BJP শেওড়াফুলি মণ্ডলের সদস্যদের ।
শুক্রবার নবান্নে কোরোনা পরিস্থিতি নিয়ে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মানুষকে তৈরি থাকতে হবে । 1জুন থেকে ‘আনলক 1’ শুরু হচ্ছে । সবাইকে ফিরতে হবে কাজে । সেইক্ষেত্রে কোরোনা সংক্রমণকে সঙ্গে নিয়ে চলতেই হবে । এই বিষয়ে বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কোরোনাকে নিয়ে ঘুমান । কোরোনাকে পাশবালিশ করে নিন ।” মমতার এই বক্তব্যের পরেই আলোচনা শুরু হয় সোশাল মিডিয়ায় । ট্রোল করেন নেটিজ়েনরা ।
মুখ্যমন্ত্রীর প্রতি এইবার অভিযোগ আনল BJP-ও । আসলে কোরোনা সংক্রমণ মোকাবিলায় ব্যর্থতা ঢাকতেই মুখ্যমন্ত্রীএই ধরনের মন্তব্য করছেন বলে অভিযোগ করেন তাঁরা । পাশাপাশি আনলক 1 শুরু হওয়ায় রাজ্যে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না । প্রশাসনও কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ । আজ থেকে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করলেন BJP-র শেওড়াফুলি মণ্ডলের সদস্যরা ।
BJP-র হুগলি জেলার সাধারণ সম্পাদক অমানিস আইয়ার বলেন, “মুখ্যমন্ত্রীর সমস্ত প্যারামিটারে ব্যর্থ । তাই রাজ্যের জনসাধারণকে নিদান দিয়েছেন । কোরোনা এবার থেকে আমাদের শয্যাসঙ্গী পাশবালিশ হয়ে যাবে । তাঁর এই ব্যর্থতাকে প্রকাশ্যে আনার জন্য এই প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি । আমরা রাজনৈতিকভাবে লড়াই করছি । সরকারের অপদার্থতার কারণে জীবন-মরণের প্রশ্ন আসবে, বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিষয়টি প্রকাশ্যে আনা আমাদের কর্তব্য । তাই পথে নামতে হয়েছে আমাদের । আমরা সংক্রমিত হওয়ার ভয় মাথায় নিয়েই আজ পথে নেমেছি । মানুষকে বাঁচানোর তাগিদে এই আন্দোলন করা । মমতা বন্দ্যোপাধ্যায় অফিস খুলে দিচ্ছেন । সামাজিক দূরত্বে মানা হচ্ছে না । এটা চলতে পারে না ।”
BJP-র এই বক্তব্যের পালটা জবাব দেয় হুগলি জেলা তৃণমূল । কেন্দ্রের তরফেই আনলকের সিদ্ধান্ত জানানো হয়েছে বলে মনে করিয়ে দেয় । সভাপতি দিলীপ যাদব বলেন, “BJP অর্ধ মূর্খ এবং পুরো মূর্খের দল । আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ করেছেন । পরে কেন্দ্র সরকার তাই করেছে। BJP জানে না রাজ্য যা করছে, একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই নির্দেশ দিয়েছেন । প্রধানমন্ত্রী বলেছেন, কোরোনা সংক্রমণ সঙ্গে নিয়ে চলতে হবে । তাহলে কি সে কথা BJP শোনেনি । এই দল আমফান বা কোরোনা সংক্রমণ, কখনওই মানুষের জন্য কিছুই করেনি । তাঁরা তামাশা করার জন্যই এইসব করে বেড়াচ্ছেন । ”