ETV Bharat / briefs

Union Budget 2022 : বাজেটে এলআইসি'র শেয়ার বিক্রির ঘোষণা অর্থমন্ত্রীর

বিমা সংস্থা এলআইসি'র আইপিও আসা নিয়ে কানাঘুষো চলছিল । আজ বাজেট পেশ করে সেই ইঙ্গিতকে চূড়ান্ত ছাড়পত্র দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union Budget 2022)।

Union Budget 2022
বাজেটে এলআইসি'র শেয়ার বিক্রির ঘোষণা অর্থমন্ত্রীর
author img

By

Published : Feb 1, 2022, 1:40 PM IST

Updated : Feb 1, 2022, 2:42 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : খুব শিগগিরি বাজারে আসছে এলআইসি-র (Life Insurance Corporation of India, LIC) শেয়ার (IPO) । আজ তাঁর চতুর্থ বাজেট পেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন, আগামী অর্থবর্ষে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা 9.27 শতাংশ ধার্য করা হয়েছে । বিমা কোম্পানির আইপিও প্রক্রিয়া চলছে । সাধারণ মানুষ এর সুবিধে পাবেন (FM Nirmala Sitharaman says LIC IPO expected shortly in budget speech) ।

বাজেট পেশের আগের দিনই মন্ত্রকের উচ্চআধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন নির্মলা সীতারমন । এলআইসির বিলগ্নীকরণ বাজারে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোচনা হয় আধিকারিকদের সঙ্গে । বর্তমানে এলআইসি-র 100 শতাংশ শেয়ার কেন্দ্রীয় সরকারের । এলআইসির আইপিও খুবই গুরুত্বপূর্ণ । কারণ, চলতি অর্থবর্ষের শেষে মার্চ, 2022-এ 1.75 লক্ষ টাকার বেসরকারি বিনিয়োগের লক্ষ্য রেখেছে সরকার, তা পূর্ণ করতে এলআইসি আইপিওর একটা ভূমিকা রয়েছে । সম্প্রতি এলআইসির চেয়ারম্যান এম আর কুমারের মেয়াদ 2023-এর মার্চ পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র সরকার ।

আরও পড়ুন : Union Budget 2022: 60 লাখ কর্মসংস্থান সৃষ্টিই সরকারের পরবর্তী লক্ষ্য: সীতারমন

সরকারের বিনিয়োগ এবং পাবলিক অ্যাসেস ম্যানেজমেন্ট ডিআইপিএএম-এর (Department of Investment and Public Asset Management, DIPAM) দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের মাধ্যমে 9 হাজার 330 কোটি টাকা এবং ডিভিডেন্টের 35116.72 কোটি টাকা ঘরে তুলেছে মোদি সরকার। এই বাজেট অধিবেশনে আজ অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আগামী দিনে কেন্দ্র পাবলিক সেক্টর এনটারপ্রাইজ বা পিএসইউ নিয়ে নতুন নীতি গ্রহণ করতে চলেছে । সম্প্রতি এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার বেসরকারিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে টাটা গোষ্ঠীর কাছে ফিরে গিয়েছে ।

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : খুব শিগগিরি বাজারে আসছে এলআইসি-র (Life Insurance Corporation of India, LIC) শেয়ার (IPO) । আজ তাঁর চতুর্থ বাজেট পেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন, আগামী অর্থবর্ষে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা 9.27 শতাংশ ধার্য করা হয়েছে । বিমা কোম্পানির আইপিও প্রক্রিয়া চলছে । সাধারণ মানুষ এর সুবিধে পাবেন (FM Nirmala Sitharaman says LIC IPO expected shortly in budget speech) ।

বাজেট পেশের আগের দিনই মন্ত্রকের উচ্চআধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন নির্মলা সীতারমন । এলআইসির বিলগ্নীকরণ বাজারে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোচনা হয় আধিকারিকদের সঙ্গে । বর্তমানে এলআইসি-র 100 শতাংশ শেয়ার কেন্দ্রীয় সরকারের । এলআইসির আইপিও খুবই গুরুত্বপূর্ণ । কারণ, চলতি অর্থবর্ষের শেষে মার্চ, 2022-এ 1.75 লক্ষ টাকার বেসরকারি বিনিয়োগের লক্ষ্য রেখেছে সরকার, তা পূর্ণ করতে এলআইসি আইপিওর একটা ভূমিকা রয়েছে । সম্প্রতি এলআইসির চেয়ারম্যান এম আর কুমারের মেয়াদ 2023-এর মার্চ পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র সরকার ।

আরও পড়ুন : Union Budget 2022: 60 লাখ কর্মসংস্থান সৃষ্টিই সরকারের পরবর্তী লক্ষ্য: সীতারমন

সরকারের বিনিয়োগ এবং পাবলিক অ্যাসেস ম্যানেজমেন্ট ডিআইপিএএম-এর (Department of Investment and Public Asset Management, DIPAM) দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের মাধ্যমে 9 হাজার 330 কোটি টাকা এবং ডিভিডেন্টের 35116.72 কোটি টাকা ঘরে তুলেছে মোদি সরকার। এই বাজেট অধিবেশনে আজ অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আগামী দিনে কেন্দ্র পাবলিক সেক্টর এনটারপ্রাইজ বা পিএসইউ নিয়ে নতুন নীতি গ্রহণ করতে চলেছে । সম্প্রতি এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার বেসরকারিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে টাটা গোষ্ঠীর কাছে ফিরে গিয়েছে ।

Last Updated : Feb 1, 2022, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.